আজকের নববর্ষের সেরা মোটিফটা দেখে ফেলেছি। যারা এই আইডিয়া নিয়ে এসেছেন তাদের স্যালুট ভাই। তোমরা মুগ্ধকে স্মরণ করেছো। যতদিন এই বাংলার বুকে মুগ্ধদের এভাবে স্মরণ করা হবে ততদিন পথ হারাবে না বাংলাদেশ। চোখে জল চলে আসলো আবারও!
ফিরে দেখা, ১৮ জুলাই ২০২৪ সালে, রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় মীর মাহফুজুর রহমান মুগ্ধ যখন পানির কেস হাতে নিয়ে ক্লান্ত শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করছিলেন, শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের ছোড়া টিয়ারগ্যাসে তার চোখ হয়তো জ্বালা করছিল, কারণ ঠিক মতো তাকাতেও পারছিলেন না।
এমন সময়েও মুখে বলে যাচ্ছিলেন, পানি লাগবে? পানি পানি
আবারও কোটা সংস্কার আন্দোলনকারীদের জোরে জোরে বলছিলেন, ‘ভাই, পানি লাগবে কারও, পানি?’
এর মাত্র ১৫ মিনিট পর, কপালে গুলিবিদ্ধ হয়ে একটি দেহ লুটিয়ে পরছে। চোখ চিরতরে বন্ধ হয়ে আসছে। আর মুখে হয়তো দুটো শব্দ, ভাই পানি লাগবে কারও? পানি পানি।
আহা! কতটা বীরের মৃ'ত্যু! একদিন তো সবাই ম'রে যাবো। এভাবে দেশের জন্য কতজন ম'রতে পারে?
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৩৭