এভারেষ্টের চূড়ায় পা রাখছেন তেনজিং। ছবিটা তুলেছেন এডমন্ড হিলারী।
প্রথম এক্স-রে,১৯০১ সালে উইলহাম কনার্ড রনজেন পদার্থ বিজ্ঞানে সর্বপ্রথম নোবেল পুরষ্কার লাভ করেন। তিনি সত্যিই এর দাবিদার। চিকিৎসা বিজ্ঞানে এক্স-রে আবিষ্কার করে বৈপ্লবিক পরিবর্তন আনেন। তার পর্যবেক্ষণে তিনি দেখেন barium platinocyanide থেকে fluorescent glow নির্গত করে, এই পর্যবেক্ষনের পর ফটোগ্রাফিক প্লেট ও তার স্ত্রী'র হাতের সমন্বয়ে সর্বপ্রথম এক্স-রে ফটো তোলেন।
Charles de Gaulle (১৯৪২) তিনি ছিলেন ফ্রান্সের ৫ম প্রজাতন্ত্রের ১ম প্রসিডেন্ট। তার নামে প্যারিস বিমানবন্দরের নামকরণ করা হয়।
মহাত্মা গান্ধীর এই ছবিটি তুলেছিলেন মার্গারেট নামের এক মহিলা কাভার স্টোরির জন্য।কিন্তু এর আগে গান্ধীজি তাকে কিভাবে তাঁত চালাতে হয় তা শিখতে বলেন। প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও শেষ পর্যন্ত চালানো শিখেছিলেন।
এই ট্রেন দূর্ঘটনার ছবিটি তুলেছিলেন এইচ-রজার্স নামে এক লোক। ২২শে অক্টোবর ১৮৯৫ সালে ট্রেনটি Montparnasse স্টেশনের প্লাটফর্মে থামাতে নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সেটি জানালা দিয়ে স্টেশনের বাইরে রাস্তায় এসে পড়ে।
প্রথম উড্ডয়নের ছবি ১৭ই ডিসেম্বর ১৯০৩,সেদিন মানুষ প্রথম পাখা মেলেছিল এবং উড়ে গিয়েছিল মাটি ছেড়ে। প্রথমে ১২ সেকেন্ড তারপর দিনশেষে প্রায় ১ মিনিটের মতো উড়েছিল,আর সেটিই ছিল মাইলফলক এক ইতিহাসের সূচনা। আমেরিকার ওহিওর বাই-সাইকেল মেকানিক দুই ভাই অরবিল ও উইলবার রাইট ছিলেন এর আবিষ্কারক।