অবচেতন শরীর
আতিক মাহবুব
আমার এ অবচেতন শরীর
গভীর নিমগ্নে অবগাহন করে
আধারে জেগে থাকা জোনাকরি মতন;
কালের ক্ষেপনে মুক্ত অবনীতে
মুক্তা ছড়ায় স্বপ্নের বালুচরে
শুষ্ক অয়নে ।।
মহাকালরে নাভিশ্বাসে অর্ধাংশ হয়
একভাগ জলে আরেকভাগ কামনায়,
গোলাপ হয়ে নির্যাস ছড়ায়
অশুচিদের সকল অশোক বনে;
কখনো রসুখাদের মতো অষ্টনাগ হয়
সূর্য্যপতি সেজে।।
দিনান্তের আভায় অসাড় দেহটা
ক্ষমাহীন নিলর্জ্জ ভূলে
ক্ষতবিক্ষত হয় ঝরা পলকে,
শুষ্কতায় পড়েনা নুয়ে,
বাষ্প হয়ে কোনো হিম বাতাসে
শিমুল তলে ।।
ঘামের ফোটাগুলো কস্তরী হয়ে
জমাট বাধে শেষে সায়ংসময়ে
কখনো পুষ্প ফোটায় ফাগুনে কারনে অকারনে;
ইচ্ছে গুলো চৈতালী মেঘে,
আলোড়ণ তুলে পৃথিবীর সকল
আষাঢ় শ্রাবণে ।।
তবুও এ শরীরে ক্লান্ত নেই
অন্তহীন উদ্দিপনায় ঘোরপাক খায়,
কাল চক্রের মতো ঘুরে অবিরাম;
ডাহুক হয়ে পলক ফেলে মরুতে দিগন্তে,
কখনো আবার বাসা বুনে
কালে ভদ্রে।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৯