আজ ১৬ই ডিসেম্বর না হলে মনে হয় আমাকে ক্রেন দিয়েও সকাল ছয়টায় ঘুম থেকে টেনে তোলা যেত না। এমনিতেই বিজয়ের র্যালী তার ওপর সামহ্যোয়ারইন ব্লগের সুতরাং আমাকে উঠতেই হল। ঘুম থেকে উঠে খারাপ লাগেনি। উত্তরা থেকে শাহবাগের যাত্রা আজ আমার নতুন নয় কিন্তু আজকের চারপাশ ভিন্ন ছিল। ভোর থেকেই মানুষ যেন লাল সবুজে চারপাশ রাঙিয়ে দিয়েছিল।
যাদুঘরের সামনে সামহ্যোয়ারইন ব্লগের ব্যানার টাঙানো হচ্ছে।
বিজয়ের এই দিনে শাহবাগ চত্তর সকাল থেকেই নানা বর্ণের, নানা পেশার, নানা বয়সের মানুষ সমবেত হতে শুরু করে। এই সেই ঐতিহাসিক শাহবাগ। আজ এখানে আসার পরে একটু অন্যরকম ফিলিংস হচ্ছিল। চারদিকে মাইকে বিজয় দিবসের গান।
যাদুঘরের সামনে থেকে আমাদের বিজয় র্যালি শুরু হবার কথা। সামহ্যোয়ারইনের ব্যানারে একে একে সামহ্যোয়ারইন ব্লগের ব্লগাররা জড়ো হতে থাকে।
সকাল সাড়ে নয়টায় আমাদের বিজয় র্যালি শুরু হয়। যাদুঘরের সামনে থেকে সামহ্যোয়ার ইন ব্লগ টিম টিএসসি হয়ে শহীদ মিনার ঘুরে আবার টিএসসিতে এসে ৪৩তম বিজয় দিবস উৎযাপনের র্যালিটি শেষ করে।
ইহা একটি ব্যর্থ সেলফি।
আমরা লাফাংগা পার্টি সবখানেই উত্তেজিত।
বিজয়ের র্যালি শেষেঃ
চ্যাটিংয়ে ব্যস্ত গোলাপী এন্টি বায়োটিক
এভাবে লুকিয়ে খাবার কি দরকার ছিল আমিনুর ভাই?
পরিশেষেঃ বিজয়ের চেতনা শুধু ১৬ই ডিসেম্বরে সীমাবদ্ধ না থাক, সারা বছর জুড়ে থাক।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৩