ইউক্রেনের ২০১৪ সালের আন্দোলন কৌশল ,২০২৪ সালে বাংলাদেশে ব্যবহার হয়েছে এবং সফল হয়েছে । গোটা জাতিকে বিভ্রান্ত করে এই আন্দোলন শুরু এবং শেষ হয় । বিসিএস ক্যাডারে কোটা ব্যবস্থা ২০১৮ সালে বাতিল হয়ে যায়, ২০২৪ সালের জুন মাসে হাইকোর্ট সরকারের ডিক্রিটি বাতিল করে এবং সরকার এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে এবং সুপ্রিম কোর্ট , তাদের আদালতে মিমাংসা না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করে , তারমানে আইণত দেশে কোন কোটা নেই , যা বাস্তবে নেই সেটা বাতিল নিয়ে চরম সারকাস শুরু হয় এবং এই প্রতারনাতে জাতি বিভ্রান্ত হয়ে , এই মিথ্যাদাবির আন্দোলনকে অনেকে সমর্থন করে ।
২০১৪ সালে ইউক্রেনের স্টাইলে স্নাইপার এবং সুটার ( মিছিলের ভিতর হতে) ব্যবহার করে ৯০% হত্যাকান্ড এই আণ্দোলনকারিরাই করে, তাদের হাতে ৯২জন পুলিশ এবং ১৬০ জন সরকারি দলের লোক মারা যায় এবং ৯০% আণ্দোলন কারিকে এরাই হত্যা করে ।
আজকের বিষয়, ছ্য় তালা ভবনের জানালাতে ১১ বছর বয়সের একটি বালকের মৃর্তুর ঘটনার বিশ্লেষন নিয়ে, দাবি করা হচ্ছে ঐ গুলি নাকি হেলিকপ্টার থেকে করা হয়েছিল কিন্তু গুলি বালকটিকে আঘাত করে চোখে এবং মাথার পিছ দিয়ে বেরিয়ে, শেষে দেওয়ালে আঘাত করে , এই ঘটনা থেকে বোঝা যায় গুলি ৬ তালার সম উচ্চতার কোন স্থান থেকে করা হয়েছিল । এখন আমি নীচে ভিডিও ডেসক্রিপশনের বর্ণনা টি বোল্ড করে পেস্ট করলাম।
হেলিকপ্টার থেকে আসেনি গুলি, স্বাক্ষী দিলো ভুক্তভোগী পরিবার, তাহলে গুলি করলো কারা?
আস্তে আস্তে সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে কিভাবে এদেশের সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীদেরকে বোকা বানানো হয়েছে।
এখানে ভিডিও লিংকটি দিচ্ছি --- Click here for video link
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০২৪ সকাল ৮:৪২