ক্লান্ত হতে হতে অন্তর্গত আমি আক্রান্ত হই চটুলতায়।
নম্র রোদ আর শিহরিত জল ঢেলে ঢেলে প্রস্থানের পথে
অনাগত সুর আটকে পড়ে চতুষ্কনে। ধীরে ধীরে…… আরো ধীরে
যৌনতার গ্রাফে ফুটে ওঠে জীবনের উচ্ছাস। সারশূন্যতার মোড়কে
অগনিত পথ। ভেঙে ভেঙে স্মৃতির বয়্যাম
ফুরোতে থাকে ফুরোতে থাকে কিসের পরিমাপে?
লব্ধ অথবা অলব্ধ বস্তুর হিসেবে যে সফলতা,
এপ্রিলের রোদ সে তুলনায় কতটুকু সফল?
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৩৫