অভিমানের গান
তন্দ্রা এলো।
ভোর হতে হতে কতক্ষন পেরোলো সময়,
জানা হয় নি।
শুকতারা, কখন এলে?
রঙ উঠে যাওয়া তেলচিটচিটে স্বপ্ন
দেখেছো ঝুলে আছে শরীরে আমার?
আর কবে দেখবে তুমি!
কতখানি নগ্ন হলে চোখে পড়বে
গেঁথে আছে আমার শরীরে প্রাগৈতিহাসিক বল্লম!
আহত শরীর কতখানি পঁচে গেলে
রক্ত ঝরলে কতখানি
খসে পড়বে
গেঁথে থাকা আজন্ম অভিশাপ!
কুঁড়োলে আর কতখানি পাপ
হব আমি স্বর্গীয় দেবদূত!
ভেসে যাওয়া খড় কুটোয়
ভাসিয়ে... বাকিটুকু পড়ুন
