কোনো কোনো রাত শুয়োরের মতো বুকে চেপে বসে। শয়তানের দীর্ঘ দেঁতো হাসি আর শিশিরকণায় ভেজা কোনো ঘাস নাড়তে থাকে রাতের বাতাস। ভালুকের মতো এক অসহনীয় সন্ধ্যায় যে যাত্রা শুরু, তার আর শেষ হয় না। রাত্রি আর ফুরায় না।
ত্রিকোনা কোনো চিহ্ন- হয়তো ত্রিভুজ অথবা ফিমেল পার্ট। বুল ফাইট শেষে ফিরে আসা লাল চাদর। ঝাঁকে ঝাঁকে উড়ে যাওয়া বাদুর অথবা ফাইটার প্লেন। ব্লাডি রোম!
হেইল সিজার!
যৌনতা আর রক্ত এক হয়ে মিশে যাওয়া 'কালিগুলা'।
নিস্তব্ধতা গোপোন থাকে না।
শ্যাওলার স্মৃতি হেঁটে আসে বুনো করিডোরে।
জমকালো মুখোশ-বেছে নাও বেছে নাও।
'শুদ্ধতা' মাত্র একটি আইডিয়া'র নাম।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৪২