নিদ্রাতুর বাতাস ঝিমায় কোন্ অলিন্দে
চেয়ে চেয়ে দেখা কারো আত্মহনন
উদ্বাহু নৃত্য আমাদের, পেয়ে কারো শরীরে
স্মৃতিতে মোড়া চাঁদ
ঘুম ঘুম এই রাত আর স্প্যানিশ রূপসী
আমার মগজে
ক্লান্তিহীন poker খেলে যায়
অবনত মস্তক দেয়ালের গায়
ঘেমে নেয়ে ওঠে গোসল কামরা
Tinto Brass কে দাও একটি কড়া steam bath
All women do it অথবা Miranda গলে গলে পড়ে স্মৃতির দরজায়
ঘুলঘুলি অথবা জানালার ফুটোয়
কারো চোখ
চেয়ে থাকা পলকহীন
দূরবর্তী জাহাজের Radarয়ে কে ধরা পড়ে
Somalian pirates অথবা নির্দোষ Fishing boat
নেচে ওঠে Copacabana স্ট্রিপটিজের তালে তালে
ঝোপের আড়ালে গিরগিটি আর
জোড়া যৌবন
গিরগিটি রক্ত শুঁষে নেয় যুবক যুবতীর
কারো উঠোনে ফোঁটে রক্তজবা
ভেঙে ভেঙে রক্তজবার শরীর
জমা হয় এই রাতের শরীরে
ঘুম ঘুম এই রাত আর স্প্যানিশ রূপসী
আমার মগজে
ক্লান্তিহীন poker খেলে যায়...
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৪৮