বিভৎস খোঁয়াড়ের ভেতর বেঁচে থাকে রঙিন শব্দেরা।
পলাতক আসামী আজও মুছে ফেলতে পারেনি গোপোন ট্রেইল।
মৃত ইঁদুরের গন্ধে লোভাতুর মানুষ আর সন্ধ্যায়
বাঁশিওয়ালার ব্যাকুল সুরে হিংসুক কেউ।
ঝালর দুলিয়ে হেঁটে যায় স্বপ্নেরা।
এই শহর এক বেশ্যার শরীর।
সবারই কোনো বেদনাদায়ক স্মৃতি থাকে।
নৈর্বক্তিক দৃষ্টিতে সব বেদনাই শীতল আর মৃত।
শহর- সে তো এক স্মৃতিমাখা স্বপ্নের নাম।
তবুও এই শহর এক বিভৎস খোঁয়াড়।
মৃত মানুষের গন্ধে লোভাতুর মানুষ।
লোবানের ঘ্রাণ জাগায় কামনা।
('বেশ্যা' শব্দের রক্ষণশীল অর্থে)
আমাদের চেতন এক বেশ্যার শরীর।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৫১