... সবাই কেন নিজেদের সময় পিটিসি সাইট গুলোর পেছনে নষ্ট করে ?? আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনি একজন উচ্চ-শিক্ষিত ব্যক্তি... আপনার অবশ্যই যোগ্যতা আছে কম্পিউটার নিয়ে কিছু না কিছু করার। নিশ্চয় বলবেন না যে মাউস ক্লিক করা ছাড়া আর কিছুই পারেন না। আপনি যদি একজন রিক্সাওয়ালাকে শিখিয়ে দেন কিভাবে অ্যাড ক্লিক করতে হবে তাহলে তো সে-ও পিটিসি করতে পারে। তাহলে একজন রিক্সাওয়ালা আপনার মধ্যে পার্থক্য কি থাকল ??
সৃষ্ট...িশীল কিছু শিখুন।
আর্টিকেল লিখুন। হয়ত দেখবেন আপনার কোনো বন্ধু গুগলে সার্চ দিয়ে আপনার আর্টিকেল পড়ছে। ওয়েব ডিজাইন শিখুন। মানুষকে বলতে পারবেন," দেখ, এটা আমার বানানো সাইট।" সফটওয়্যার ডেভেলপ করতে শিখুন। হয়ত আপনার ডেভেলপড সফটওয়্যার আপনার কোম্পানিই ব্যবহার করবে।
কাজ গুলো হয়ত সহজ নয়... বলবেন অনেকেই। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদের মানে বাংলাদেশীদের জন্য কঠিন কিছু নেই। আমরা শুধু " পারি না " , কারণ আমরা " করি না" ... লেগে থাকুন ... একদিন সাফল্য পাবেন। হয়ত বা অনেকে এটাও বলবেন সহজ টাকা উপার্জনের জন্য পিটিসি। ভাই তাদের বলব, " স্কাইল্যান্সার, ডোল্যান্সার, বিডি ফ্রিল্যান্সিং দেখলেন তো "... সহজে বড়লোক বা টাকা উপার্জনের কোনো রাস্তা নেই ভাই।
অনেক কথাই বললাম ... কারণ বন্ধুদের দেখে, খবরের কাগজ পড়ে কষ্ট লাগে। নিরীহ মানুষ গুলো সামান্য কিছু টাকার জন্য নিজেদের সব কিছু বিলিয়ে দিচ্ছে একটা আজব জিনিসের পিছনে ... পিটিসি ... আমার মতে পিটিসি আমাদের মত দেশের জন্য অভিশাপ।
১. ০১ লা জুলাই, ২০১২ রাত ৩:২৭ ০