এই এপ্রিল এ যে কত রকমের কি করলাম। জাভা প্রোগ্রামিং ধরলাম আর ঘাড় মটকাইলাম, পরে মাই এসকিউল , আগে পিএইচপি ছিল।
সি প্রোগ্রামিং ধরলাম কিছুদিন হল।
অ্যাপলের ম্যাক প্রোগ্রামিং এর জন্য আবার অবজেকটিভ সি শিখতে হচ্ছে।
জাভা শিখছি তার কারণ হল অ্যান্ড্রয়েড প্লাটফর্মের কারণে।
আর ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য তো আগে থেকেই মোটামুটি সব জানা ছিল।
ওডেস্কে জয়েন করেছি ১৫ ফেব্রুয়ারি তে ।
আর কি লাগে। অনেকটা সময় নিয়ে তারপরে নামতেছি। তাই ভাইবেন না যে প্ল্যান করলাম আর কাজ হয়ে গেল।
অনেক ধৈর্য ধরে তবেই এই পর্যন্ত। তাই আপনারা কেউ ফলো করেন এমন কিছু তাই বললাম। আর দোআ রাইখেন।
এই টাকা দিয়াই আমার " শখের ক্যমেরা " টা কিনতে চাই। যেটা এখনও কেনা হয় নাই। তাই মন খারাপ। এবার টার্গেট ডিএসএল আর


