গন্ধ ভরা লাল গোলাপের মুখে
ঊষসীর প্রেম নিবেদন হলে পরে-
তাজা কৃষ্ণচুড়ার পাপড়ি ঝরাস,
সুখ আনন্দে উল্টো রসে বশে !
বলিস তুই বখাটে !
নিভূতনিশিতে ভাবলি না
নিজের গহীনে লুকে রাখা বখাটি !
ভিজা পাপড়ির গন্ধ লুটে নেয়ার জন্য
দেখাও কত শত গুরুনি ঠোঁটে দম্য-
সাধুনি সেজে থাকো মগ্ন;
নিত্যই করো নির্দয় রোয়ানুর কর্ম!
শুধু বখাটে উপাধির রুপেগুনে ধন্য-
অক্ষয় দম্যের গায়ে লাগাস বুঝি বখাটি
যাচ্ছে ভেসে যাক ! কৃষ্ণজলে রুপলাবণ্য খাটি!
হায় সংসার মুখে নির্বোধ বখাটের বখাটি-
অবস্মরণী হবে যাবে -বকুলতলায় শশী।
২৪/০৫/১৬
======
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৬ সকাল ১১:৩৮