আজ বৃহস্পতিবার ১৭ রমযান, ঐতিহাসিক বদর দিবস । অবিশ্বাসীদের বিরুদ্ধে মুসলমানদের প্রথম বিজয়ের দিন । পৃথিবীতে ইসলাম থাকবে কিনা? মুসলমানরা পৃথিবীর নেতৃত্ব দেবে নাকি কাফিররা নেতৃত্ব দেবে তা নির্ধারিত হয়েছিল এ দিনে । হিজরী দ্বিতীয় বর্ষের রমযান মাসের এই দিনে বদর প্রান্তরে ইসলামের প্রথম সম্মুখ যুদ্ধে মহান রাব্বুল আলামীন সরাসরি সাহায্য দানের মাধ্যমে মুসলমানদের বিজয় দান করেন । তাই এ দিবসকে ইয়াওমুল ফুরকান বা সত্য মিথ্যার পার্থক্যের দিন বলা হয় ।
হিজরী দ্বিতীয় বর্ষের ১৭ রমযান বদর নামক স্থানে কাফেরদের সাথে মুসলমানদের প্রথম যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে কুরাইশ বাহিনী শোচনীয় পরাজয় বরণ করে এবং তারা যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যায় । ৭০ জন নিহত ও ৭০ জন বন্দি হয়। অপরদিকে মুসলমানদের মধ্য হতে ১৪ জন শহীদ হন ।
বদর যুদ্ধের মাধ্যমে সত্য মিথ্যার পার্থক্য সুনিশ্চিত হয়েছে । এটি ছিল একটি অসম যুদ্ধ । যুদ্ধে অল্পসংখ্যক সৈন্যবাহিনী বেশি সংখ্যক সৈন্যবাহিনীর ওপর বিজয় অর্জন করেছিল । সূরা আলে ইমরানের ১৩ নং আয়াতে আল্লাহ উভয় দলের পরিচয় তুলে ধরেছেন এভাবে
“এদের মধ্যকার একটি দল আল্লাহর রাস্তায় সংগ্রাম করে আর অপর দল ছিল কাফির|”
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৩০