নীল সালু
·
রাত ২ টায় গার্লফ্রেন্ড লুতুপুতু স্টাইলে ফোন দিয়ে বলুক তার আইসক্রিম খেতে ইচ্ছে করেছে, শিউর, ছেলেটা ১ মাইল হেটে গিয়ে হলেও আইসক্রিম এনে দেবে......
.
গার্লফ্রেন্ডকে ১২ তলার ছাদে গিয়ে হট স্টাইলে চাঁদের সাথে সেলফি তুলে What's app এ দিতে বলুক, ১২ তলায় যেতে আর সেলফি পাঠাতে ১২ মিনিটও সময় লাগবেনা.....
.
গার্লফ্রেন্ডকে নিয়ে মিরপুর বেড়িবাঁধে "ড্যান্সিং নৌকায়" উঠার প্ল্যান করা হোক, দেখা যাবে টাকা ম্যানেজ হতে ১০ মিনিটও টাইম লাগবেনা......
.
বোটানিক্যাল গার্ডেনে গার্লফ্রেডের ঠোটের লিপ্সটিক খাওয়ার জন্য ২০ মিনিট সুযোগ দেওয়া হোক, পাহারাদারকে ২০ মিনিটের জন্য ২০০০ টাকা দিতে ২০ সেকেন্ডও লাগবেনা.....
.
রাতের ১২ টার পর গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ডকে প্রেমালাপে জুড়িয়ে দেওয়া হোক, সারারাতে প্রেগন্যান্ট, আর ভোর হবার আগেই ফোনের মধ্যই বাচ্ছা ফয়দা করে ফেলবে.....
.
গভীর রাতে হাজার হাজার টাকার ইন্টারনেট খরছ করে স্কাইপিতে নগ্ন ভালোবাসার ব্যাপারে না হয় না-ই বললাম.......
.
কোনো মেয়ে ফেসবুকে 'মন ভালো নেই' টাইপের একটি স্ট্যাটাস দিক, লুল পোলাপাইন সেখানে কান্নার সিডর, আইলা বইয়ে দিবে......
.
কোনো ফেবু সুন্দরী ওয়াশরুমে ঢুকে সেলফি তুলে এডিট করে আপলোড দিক, হাজার হাজার লাইক/কমেন্ট হবে........কেউ কেউ প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করে দিবে.....
.
কোনো ফেবু সুন্দরী নিজের পায়ের ছবি তুলে আপলোড দিক, ওই ছবিতে 'পা কি দেশী ? নাকি বিদেশী?', 'পায়ের স্ক্রিন এত মলিন কেন?', 'কোন লোশন ইউজ করো?' ইত্যাদি রকমের হাজার হাজার লুল টাইপের কমেন্ট হবে......
.
কোনো একজন সেলেব্রেটি 'Good Morning/Night' টাইপের স্ট্যাটাস দিক, সেখানে লাইক/কমেন্ট/শেয়ারের বন্যা বয়ে যাবে.....
.
রাস্তা দিয়ে যাওয়ার সময় রিক্সার চাকার পাশে সুন্দরী মেয়ের ওড়না ঝুলে থাকতে দেখলেই, সচেতন ছেলেদের মুখ দিয়ে বুলেটের মত বের হয়-"আপি ওড়না প্লিজ"...
.
কেউ 'Relationship' স্ট্যাটাস চেইঞ্জ করুক, সেখানে মিষ্টি পাগলদের কমেন্ট দেখে মনেহবে বাংলাদেশে কোনো ডায়াবেটিসের রোগী নেই......
.
সিদ্ধান্ত নিক সব ফ্রেন্ডস মিলে রেস্টুরেন্টে গেট টুগেদার করবে, সাথে সাথেই হাজার হাজার টাকা ম্যানেজ হয়ে যাবে.......
.
গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কিংবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে অভিমান করে....হাত/পা কেটে ২-৩ ব্যাগ পরিমান রক্ত ফেলে দেওয়ার মত প্রতিবন্ধী স্টাইলের কাহিনী না হয় না-ই বললাম......... unsure emoticon
.
.
কয়েকদিন আগে হাইওয়েতে এক ভ্যানগাড়ি চালক বাসের ধাক্কায় মারাত্মকভাবে এক্সিডেন্ট করে। বাসার ঠিকানা নিয়ে গরিব লোকটিকে পাশের হাসপাতালে ভর্তি করা হয়। রক্ত আর টাকার দরকার ছিলো হাজার ৩০ এর মত।
.
ভেবেছিলাম সবাই এগিয়ে আসবে রক্ত দিতে বা সামর্থ্যানুযায়ী সহযোগীতা করবে। কিন্তু তা হয়নি.......শত শত পোস্ট করে, লোকটির ৪ বছরের মেয়ে মানুষের দরজায় দরজায় গিয়েও কোন লাভ হয়নি। কেউ হেল্প করেনি।
.
এটাই আমাদের মানবতা.......
ন্যাকামি আর বেহায়াপনা করতে আমাদের প্রচুর সময় হয়। আলতু ফালতু পোস্ট করলে না পড়েও হাজার লাইক/কমেন্টের বন্যা বইয়ে দেই।
.
আসল কথায় ৮০....
একটু আগে জানলাম চিকিৎসার অভাবেই লোকটি মারা গেছে....... frown emoticon
.
আসেন এবার আমরা আমাদের বিবেক কে নিজেরাই কিছুক্ষন লাত্থি, উষ্ঠা মারি..
.
কারন, আমাদের বিবেকের আরেক নাম MH370...
-collected
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৯