প্রিয়,
প্রথমেই শুভেচ্ছা নিও। আশাকরি সহিসালামতে দিন পার করছো। এদিকে, আমরা খুব ভাল আছি— তুমি ভালতো? জানো এখন ফেব্রুয়ারী মাস— ক'দিন পরেই বসন্ত শুরু হবে। চারদিকে পলাশ ফুটবে, লালে লালে সাজবে শিমুল। কোকিল ডাকবে— কতই না আনন্দ। ও হ্যাঁ, এদিকে ম্যাট্রিক পরীক্ষা শুরু হয়ে গেছে জানইতো।
আজ মঙ্গলবার, শুনছি বৃহস্পতিবারে কী জানি হবে!
মাগো!
আমরা ভাল আছি, পেপারে পড়লাম জনতা ব্যাংকের ৫০০০ হাজার কোটি টাকা নিয়ে নাকি কী হচ্ছে! দূগ্গা! দূগ্গা!
তারপরও ভাল আছি— এসব রাজকারবার।
সুহৃদ, তোমাকে কী বলবো! অনেক ভাল আছি।
আমার কোন নীতি নেই— নেই আদর্শ! আদর্শের পাছায় লাত্থি মারি।
এখন আমরাই পাঠানকা বেটা। স্বার্থে আঘাত লাগলেই সবকিছু ধ্বংস করে দেবো!
আমরা এখন তামিল ছবির ভিলেন— তামিল ছবির হিরো।
আমার মাটি আমার মা— কান ফাঁটাইয়া চিল্লা!
এখন এস এস সি পরীক্ষা— বাচ্চাটা পরীক্ষা দিবে— ওই দিকে মাইক লাগিয়ে ওয়াজ হচ্ছে "নারীর মর্যদা"। 'আমরা ভাল নেই'— মাইকে হুঙ্কার আসছে।
দুগ্গা!! দুগ্গা!!
এসব কী লিখছি!
আমি ভাই ভাল আছি— তুমি ভালো তো?
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২০