স্কাল্প এবং প্রধানমন্ত্রী
১.
কেউ-বা বলে জনগন,
কেউ-বা তার উম্মত-
চোখহীন বোধহীন
এক আদম সুরত।
যুগে যুগে আসে কতো
মহা-অবতার
সুখ বলো সত্য বলো
সব অন্ধকার।
তিনি বলেন জনগনের সুখ
তার সকল প্রচেষ্টা
টিভি থেকে আমি চোখ
সরাতে পারছিলাম না।
টিভি ছেড়ে দূরে অনেক দূর
চোখ আমার
এক রুমের ভিতর-
এক দেশ ভেসে উঠেছিল
এক গ্লাস জুস
ঠোঁট বেহুশ
চুমুকে ধীর চুমুকে
যেনো আস্তো শরীর- দেশ
চুমু দিচ্ছেন তিনি
ঘর্মাক্ত প্রধানমন্ত্রী
হাত ঘষছেন
গাল ডলছেন
রক্তজমা আইসি শরীরে।
২.
এই... বাকিটুকু পড়ুন