দৈনিক "প্রথমআলো" পত্রিকার একটা খবরের মাধ্যমে জানতে পারলাম সোমবার থেকে ইন্টারনেট সমস্যা হতে পারে। কারন হিসেবে বলা হয়েছে ১ম সাবমেরিন কেবল মেরামতের জন্য এ সমস্যা হতে পারে। এই খবরের মধ্যেই একটা তথ্য দেওয়া হয়েছে আমাদের " দেশে ইন্টারনেট ব্যান্ডউইটথের দৈনিক চাহিদা ৪৫০ জিবিপিএস (গিগাবাইট প্রতি সেকেন্ড)। এর মধ্যে প্রথম সাবমেরিন কেবল থেকে ২৫০ জিবিপিএস ব্যান্ডউইটথ পাওয়া যায়। বাকি ২০০ জিবিপিএস ব্যান্ডউইটথ ভারত থেকে আইটিসি (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল) কোম্পানির মাধ্যমে আমদানি করা হয়।"
খবরের লিংক
কিন্তু গত ১০ আগস্ট ২০১৫ (খবরের লিংক) একই পত্রিকার একটি খবরের মাধ্যমে জানতে পেরেছিলাম আমাদের ব্যান্ডউইটথ অব্যবহৃত পড়ে আছে। তাই অব্যবহৃত ব্যান্ডউইটথ ভারতে রপ্তানি করে দেওয়া হবে। আমি নাদান মানুষ। ভেবেছিলাম অব্যবহৃত থাকলেতো রপ্তানি করাই যায়! হোক না কম দামে! এতে যদি আমাদের সামান্য পরিমান মুদ্রা বাড়ে এতে মন্দ কী!
কিন্তু আজ একি পড়লাম!
তাই স্বাভাবিক ভাবেই মনে প্রশ্ন জাগলো আমদের ব্যান্ডইটথ বেশি না কম?
আমরা ইন্টারনেটের ব্যবহার ও তথ্যের ব্যপারে সত্যিই হাদারাম। কিছুই জানিনা। কর্তারা যা বলেন- আমাদের কে তাই বিশ্বাস করতে হয়। কোম্পানি যে রেট দেয়- সে দামেই ইন্টারনেট কিনতে হয়।
আমরা কিছুই জানি না। তাই খুব জানতে ইচ্ছে করে!
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৩