(২৮৩/৯/৫০ বাংলাদেশ)ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "ভাই, আপনার পরিচয়। সাংবাদিক, ও যান"- মিরপুর সনি সিনেমা হলের সামনে এক পুলিশের বাধা এড়াতেই অন্য একজন কনস্টেবল এসে দেখতে চাইলো পরিচয়পত্র।
"কার্ড আছে"- বললেন ওই কনস্টেবল। কার্ড দেখানোর পর পাল্টা প্রশ্ন এলো- "কার্ডে তো প্রেস লেখা?"
রিপোর্টার পরিচয় দেওয়ার পর ওই কনস্টেবল বললেন, "আরে আপনি মিথ্যা বলছেন। রিপোর্টার আর সাংবাদিক তো এক না। আপনাকে যেতে দেওয়া হবে না।"
শনিবার সকাল সাড়ে ১১টার ঘটনা এটি। বেলা আড়াইটায় কাছেই মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে বাংলাদেশ ও ভারত। তাই নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি ছিলো সনি সিনেমা হল থেকেই।
দশম বিশ্বকাপের উদ্বোধনী খেলার নিরাপত্তার জন্য সনি সিনেমা হলের সামনে এবং ১০ নম্বর গোলচত্বরে খেলা দেখতে আসা দর্শকদের তল্লাশি চালায় পুলিশ।
আর তখনই পুলিশ সদস্যের এই অজ্ঞানতা ফুটে ওঠে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদককে প্রায় ১৫ মিনিট সনি সিনেমা হলের সামনে আটকে রাখেন ওই কনস্টেবল। নাম জানতে চাইলে তা বলতে রাজি হননি। দেখতে চাইলে শার্টে থাকা প্লেটও ঢেকে ফেলেন তিনি।
পরে সেখানে এক জন উপ-পরিদর্শককে বিষয়টি জানানো হলে ঢুকতে পারেন ওই সাংবাদিক।