কিছু বিশেষ মৌলবাদীদের হয়েছে নাকি চুলকানী,
হুমায়ুন আহমেদের শেষ সিনেমাখানি।
মিথ্যা বুলি আওড়াইয়া করতে চায় ঝামেলা,
সমকাম দোষে দুষ্ট নাকি 'ঘেটুপুত্র কমলা'!
গ্যালো গ্যালো সবই গ্যালো, অহেতুক ভয়
সিনেমাটা দেখার পর তুমিও আমার সাথে কইবা, এ্যামোন অসাধারণ ছবিও হয়!
সমাজের অন্ধকার দিক তুলে আনাতে ক্ষতি কিছু নাই
ফালতু লাফালাফি করার মধ্যে যুক্তি কি আছে ভাই
সত্য ঘটনা নিয়া একটা সিনেমা বানামু আমি, যদি ঘোষণা দেই এখন!
নাম শুইনাই লাফাইবা, অনেকে লেকালেখি করবা তখন।
কইবা- ঐ শালারে ধর,কল্লা নামা, বানা ওর কিমা
এরই ফাকে বলে দেই আমার সিনেমার নাম কিন্তু, "মাদ্রাসার ছাত্র রহিমা"।
তাই ভাই কইয়া যাই, ঐ সিনেমায় এ্যামোন খারাপ কিচ্ছু নাই,
চুপ-চাপ থাকো, শুধু শুধু প্যাচাল পাইরা ভেজাল করতে না চাই।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৯