অনেকদিন আগে একটা পোস্ট লিখতে গিয়ে মনে হয়েছিলো বাড়িতে এ পর্যন্ত কত রকমের বই সংগ্রহ হলো এটা নিয়ে একটা পোস্ট দিলে কেমন হয়?
অনেকদিন ধরে এ ব্যাপারে ভেবে আবার বার বার এরকম কোন পোস্ট দেয়ার ভাবনা বাদ দিয়েছি! কারন আমার কাছে বারবারই মনে হচ্ছিলো এরকম পোস্টের কি কোন প্রয়োজন আছে?
আবার পাঠকরা অনেকেই বলতে পারেন যে আপনার একারই কি বই আছে নাকি এরকম!
কেউ হয়ত বলবে বইয়ের নাম দিয়ে কি করবো!
কেউ হয়ত আরেক কথা বলতে পারে
আবার এত এত বইয়ের নাম টাইপ করা সোজা কথা নয়, এবং কম পরিশ্রমের ব্যাপার নয়।
আর বই আছে নওগাঁতে ।
আমার কাছে যেসব বই আছে সবই ইংরেজী সাহিত্যের বই।
ইংরেজী সাহিত্যভিত্তিক বইয়ের নাম গুলো আজকের নেটের যুগে এক ক্লিকেই জানা যায়। সুতরাং আমি আমার পোস্টে ইংরেজী সাহিত্যের বইয়ের নাম দেইনাই।
নাম না দেয়ার আরো একটা অন্যতম কারন কেউ যেনো এমন কোন কমপ্লেইন করতে না পারে আপু এসব বইতো আপনার ডিপার্টমেন্টে পড়িয়েছে , আসলে কিন্তু আমি ডিপার্টমেন্টের সিলেবাসের বাইরেও অনেক ইংলিশ লিটারেচারের বই কিনেছি, কিন্তু তারপরও কোন নাম দিলাম না।
আর একটা ব্যাপার আমি আমার এক ইউনিভার্সিটি ফ্রেন্ড কে বলেছিলাম, আমাদের বাড়ির বুক কালেকশন ভালো, কিন্তু জানিস আমার পড়া হয়না।
ও তখন শুনে খেক খেক করে হেসে বললো আরে!!! তোদের বাসায় তো বই থাকবেই! কারন তোর বাপজান যে ল'ইয়ার। আমি ওকে বলে বোঝাতে পারিনি যে আব্বুর আইন সংক্রান্ত যেসব বই আছে সেগুলোর হিসাব সম্পূর্ন আলাদা! ল বুকস তো আছে ১০০০/১৫০০ হাজারের মতো। কিন্তু এগুলো ল বুকস না!
যাই হোক, আমি কিন্তু আইনসংক্রান্ত সমস্ত বই এড়িয়ে গেছি, আইন সংক্রান্ত ব্যতিক্রমধর্মী কোন বইয়ের সন্ধান যদি চান সেটা আলাদা করে দেবো , তবে আপনারাও যেন আমার বন্ধুটির মতো ভূল ধারনা করবেন না!
হমম ২/৩ টা বইয়ের নামে আপনাদের কাছে মনে হবে এগুলো ল বুকস, কিন্তু ঐ বইগুলোর কিছু সিলেক্টেড চ্যাপ্টার আমি পড়েছি, এগুলো কোর্ট রুমে গোয়ে বিচার আচারের কাজে লাগে এমন নয় যে কেউ তার ভালো লাগার জন্য পড়তে পারে। কোর্ট রুমের জন্য বইগুলোর ধাঁচই আলাদা হয়।
যখন এতো কথা বললামই তখন নাহয় বাড়তি আরেকটি কথা বলি, যারা আইনের ছাত্র আছেন বা নতুন প্রাকটি শুরু করেছেন তাঁরা এটা অবশ্যই মাথায় রাখবেন আপনি যদি হতে চান শীর্ষ একজন আইনজীবী আপনাকে সব রকমের বই পড়তে হবেনা শুধু গিলতে হবে!
এই ডিজিটাল যুগে এ্যানালগভাবে কিছু বইয়ের নাম তুলে ধরলাম আমাদের বাড়ির লাইব্রেরীর একটা বিশাল অংশ তুলে ধরলাম বলতে পারেন।
হয়ত এখন সব বই ইন্টারনেটেই পাওয়া যায়, তারপরও বই হচ্ছে বই। আর বই সংগ্রহ করে লাইব্রেরী গড়ে তোলা যেনো আভিজাত্যের পর্যায়ে পড়ে।কারন এই বইগুলো মাত্র ১ দিনের সংগ্রহ নয় , বা শুধুমাত্র বইমেলা, বা ঢাকা, রাজশাহী থেকে জোগাড় করা নয়, অরিজিনাল সমস্ত বই যোগাড় করা হয়েছে বিভিন্নভাবে, দেশের বাহির থেকে পর্যন্ত, কারন লাইব্রেরীর অন্যতম আনন্দ তখনই যখন আপনার সংগ্রহ গুলো হবে সব ভালো ভালো বইয়ের অরিজিনাল ভার্সন । তবে আমাদের একদম সব বই ই যে অরিজিনাল বা বই কিনলে অরিজিনাল টা না পেলে কেনা যাবেনা এমন কোন কথা নেই। বই টা জোগাড় করে রাখাটাই কিন্তু প্রথমত মূখ্য বিষয়।
ভালো লাগবে আমাকে যদি বিভিন্ন বই নিয়ে কেউ সাজেশন করতে পারেন।
এমনিতেই পোস্ট এত বিশাল লম্বা হয়েছে এ যেনো সামুর সবচেয়ে দীর্ঘ পোস্ট!
তাই আর কোন কথা বাড়ালাম না।
আমি বাংলা সব বইয়ের নাম যোগাড় করতে পারিনি, কারন আমি আছি ঢাকায়। একি অবস্হা ইংরেজী বই নিয়েও ১৫০ টা নাম দিলাম আপপাতত ইংরেজী বইয়ের।
আশা করি বইয়ের নাম গুলো তরুন পাঠকদেরই বেশী কাজে লাগবে নানারকম বই যোগাড় করার জন্য।
বইয়ের নাম - লেখক/প্রকাশক/সম্পাদক
রবীন্দ্রনাথ ঠাকুর রচনাসমগ্র-ঐতিহ্য ( মোট ১৮ খন্ড)
সঞ্চয়িতা - রবীন্দ্রনাথ ঠাকুর
গোরা - রবীন্দ্রনাথ ঠাকুর
গল্পগুচ্ছ -রবীন্দ্রনাথ ঠাকুর
শিক্ষা - রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ,এই সময়ে- সম্পাদক আনিসুজ্জামান ( প্রথমা প্রকাশন)
রবীন্দ্রবিশ্বে পতিসর - আবদুস সাত্তার
কবিতা সংগ্রহ - কাজী নজরুল ইসলাম
শরৎচন্দ্র রচনাসমগ্র
বনলতা সেন - জীবনানন্দ দাশ
পথের পাঁচালী - বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়
শ্রেষ্ঠ উপন্যাস - বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়
অপুর সংসার সমগ্র - বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়*তারাদাস বন্দ্যোপাধ্যায়
পদ্মানদীর মাঝি- মানিক বন্দ্যোপাধ্যায়
মাইকেল মধুসূদন দত্তের রচনাসমগ্র (ইংরেজী বাংলা সহ)
সংকলন , সম্পাদনা তপন রুদ্র
সুকুমার কিশোর রচনাসমগ্র - সম্পাদনায় ডঃ মকবুল হোসেন
সুকান্ত রচনাসমগ্র
রোকেয়া রচনাসমগ্র- বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন
ডেল কার্নেগী রচনাসমগ্র
শেক্সপিয়র রচনাসমগ্র - সংকলন ও সম্পাদনা তপন রুদ্র
বাংলাসাহিত্যের নির্বাচিত ছোটগল্প- বিশ্বসাহিত্য কেন্দ্র
দূর হ দুঃশাসন - নির্মলেন্দু গুন
আত্মকথা ১৯৭১- নির্মলেন্দু গুন
কড়ি দিয়ে কিনলাম- বিমল মিত্র
জাহানারা ইমাম সমগ্র- প্রকাশক অনন্যা
একাত্তরের দিন গুলি- জাহানারা ইমাম
একাত্তরের চিঠি- প্রথমা প্রকাশন
জীবন যে রকম- আয়েশা ফায়েজ
কোরানসূত্র-মুহাম্মাদ হাবিবুর রহমান
যুক্তির কষ্টিপাথরে ইসলামের বিধান-
হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী (র)
হিন্দুধর্ম কী - মহাত্মা গান্ধী - র্যামন পাবলিশার্স ঢাকা
আরজ আলী মাতুব্বর রচনাসমগ্র- সম্পাদনা আইয়ুব হোসেন
দর্শনের সমস্যাবলি-বার্ট্রান্ড রাসেল
লা নুই বেঙ্গলী- মির্চা এলিয়াদ (ভাষান্তর ও সম্পাদনা বিপুল চৌধুরী)
ন-হন্যতে - মৈত্রেয়ী দেবী
আগুনপাখি- হাসান আজিজুল হক
লাল ঘোড়া আমি- হাসান আজিজুল হক
কথা লেখা কথা - হাসান আজিজুল হক
অপ্রকাশের ভার - হাসান আজিজুল হক
নির্বাচিত প্রবন্ধ- সিরাজুল ইসলাম চৌধুরী
কাল নিরবধি- আনিসুজ্জামান
আমার সমালোচক আমার বন্ধু ( রচনা সংকলন)- রেহমান সোবহান
প্রিয়জন- মুনতাসীর মামুন
ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরী- মুনতাসীর মামুন
ঢাকার টুকিটাকি- মুনতাসীর মামুন
বাংলাদেশে সিভিল সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম - মুনতাসীর মামুন, জয়ন্তকুমার রায়
প্রশাসনের অন্দরমহল বাংলাদেশ - মুনতাসীর মামুন, জয়ন্তকুমার রায়
পরাজিত পাকিস্হানী জেনারেলদের দৃষ্টিতে মুক্তিযুদ্ধ- মুনতাসীর মামুন
বাংলাদেশের রাজনীতিঃ একদশক (১৯৮৮-১৯৯৮)- মুনতাসীর
পুরনো ঢাকা উৎসব ও ঘরবাড়ি- মুনতাসির মামুন
নানা কথার পরের কথা- সরদার ফজলুল করিম
প্লেটোর রিপাবলিক-সরদার ফজলুল করিম
রুশোর সোশ্যাল কনট্রাক্ট- সরদার ফজলুল করিম
নির্বাচিত প্রবন্ধ-শ্রীনীরদচন্দ্র চৌধুরী
ইঙ্গ মার্কিন বাহিনীর ইরাক দখল আমাদের করনীয়- সম্পাদনায় মোহাম্মাদ নাসের
দিনাজপুরের ইতিহাসসমগ্র দিনাজপুর শহর ও সংশ্লিষ্ট বিষয়াদি -মেহরাব আলী
রাজশাহীর সংক্ষিপ্ত ইতিহাস এবং রাজশাহী পরিচিতি- শ্রীকালীনাথ চৌধুরী
কলকাতা শহরের ইতিবৃত্ত- বিনয় ঘোষ
হাজার বছরের বাঙালি সংস্কৃতি- গোলাম মুরশিদ
বাংলাদেশের কালচার- আবুল মনসুর আহমদ
প্রবচন গুচ্ছ - হুমায়ূন আজাদ
নির্বাচিত প্রবন্ধ - হুমায়ূন আজাদ
ধর্মানুভূতির উপকথা ও অন্যান্য- হুমায়ূন আজাদ
নারী- হুমায়ূন আজাদ
আমার অবিশ্বাস- হুমায়ূন আজাদ
রাজনৈতিক প্রবন্ধসমগ্র- হুমায়ূন আজাদ
পাক সার জমিন সাদ বাদ- হুমায়ূন আজাদ
আমার নতুন জন্ম - হুমায়ূন আজাদ
সবকিছু ভেঙ্গে পড়ে- হুমায়ূন আজাদ
দ্বিতীয় লিঙ্গ মূল সিমোন দ্য বোভেয়ার অনুবাদ হুমায়ূন আজাদ
লাল নীল দীপাবলী বা বাংলা সাহিত্যের জীবনী- হুমায়ূন আজাদ
কিশোরসমগ্র - হুমায়ূন আজাদ
শহীদ বুদ্ধিজীবী আবদুর জব্বার স্মারকগ্রন্হ
পাকিস্হানের জন্ম-মৃত্যু দর্শন-যতীন সরকার
দি গ্রেট মোগল- বিচারপতি কামাল উদ্দীন হোসেন
বাংলাদেশে সাম্প্রদায়িক নির্যাতন- শাহরিয়ার কবির
প্রবাসে মুক্তিযুদ্ধের দিন গুলি- আবু সাঈদ চৌধুরী
উইংস অব ফায়ার- অনুবাদ প্রমিত হোসেন
ইন্ডিয়া উইনস ফ্রিডম- মাওলানা আবুল কালাম আজাদ অনুবাদক আসমা চৌধুরী
পলাশির অজানা কাহিনী- সুশীল চৌধুরী
যদুনাথ সরকার রচনা সম্ভার-শ্রী যদুনাথ সরকার
বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ - এম.এ, ওয়াজেদ মিয়া
যথাশব্দ- মুহাম্মদ হাবিবুর রহমান
চিলেকোঠার সেপাই- আখতারুজ্জামান ইলিয়াস
বঙ্গবন্ধুর ভাষন-সম্পাদনা ডঃ মিজানুর রহমান মিজান
বিজয়ের মুহুর্ত ১৯৭১- ভোরের কাগজ প্রকাশনী
শালোম ইজরায়েল - সুনীত ঘোষ
যখন তত্বাবধায়ক সরকারে ছিলাম- জিল্লুর রহমান সিদ্দিকী
নতুন সৃষ্টির আশ্বাসে - তথ্য মন্ত্রনালয় , গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সোভিয়েট পররাষ্ট্রনীতি ঃ একটি সমীক্ষা - এলভিন রুবিনস্টেশন
দরবার-ই- জ হুর - জ হুর হোসেন চৌধুরী
যুদ্ধপূর্ব বাংলাদেশ-বদরুদ্দীন উমর
বাংলাদেশের ইতিহাস-
ডঃ মুহম্মদ আবদুর রহিম
ডঃ আবদুল মমিন চৌধুরী
ডঃ এ.বি এম.মাহমুদ
ডঃ সিরাজুল ইসলাম
সি এম এম কোর্টে জবানবন্দি - ডঃ মোঃ আনোয়ার হোসেন
কাঠগড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় রিমান্ড ও কারাগারের দিনলিপি - ড.মোঃ আনোয়ার হোসেন
বাংলাদেশঃ১৯৭৫- সৈয়দ আলী আহসান
অর্থশাস্ত্র পরিচয়- আনু মুহাম্মাদ
তাজউদ্দীন আহমদ, বাংলাদেশের অভ্যুদয় এবং তারপর
- কামাল হোসেন
সমকালীন চিন্তা- আবুল ফজল
পেছন ফিরে দেখা- শাহ এ এম এস কিবরিয়া
দ্বিজাতিতত্ব নিয়তিবাদ ও বিঞ্জান চেতনা - যতীন সরকার
দারুচিনি দ্বীপ - হুমায়ূন আহমেদ
জোছনা ও জননীর গল্প - হুমায়ূন আহমেদ
মিসির আলীর অমনিবাস-হুমায়ূন আহমেদ
মিশির আলীর চশমা - হুমায়ূন আহমেদ
হলুদ হিমু কালো র্যাব -হুমায়ূন আহমেদ
আমিই মিসির আলী- হুমায়ূন আহমেদ
গল্পসমগ্র-হুমায়ূন আহমেদ
নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ-হুমায়ূন আহমেদ
হিমু রিমান্ডে-হুমায়ূন আহমেদ
বলপয়েন্ট-হুমায়ূন আহমেদ
ম্যাজিক মুনশী-হুমায়ূন আহমেদ
এইসব দিনরাত্রি - হুমায়ূন আহমেদ
অয়োময় - হুমায়ূন আহমেদ
উপন্যাস সমগ্র - হুমায়ূন আহমেদ - দ্বিতীয় খন্ড
উপন্যাস সমগ্র - হুমায়ূন আহমেদ - চতুর্থ খন্ড
বাংলাদেশের তারিখ- মুহাম্মদ হাবিবুর রহমান
আলেকজান্ডার দ্য গ্রেট-আহমেদ রিয়াজ
বাঙালির অসমাপ্ত যুদ্ধ- আবদুল গাফফার চৌধুরী
দ্য লাস্টে ডেজ অব ইউনাইটেড পাকিস্হান জি.ডব্লিউ চৌধুরী
অনুবাদ ইফতেখার আমিন
মূলধারা'১৯৭১-মঈনুল হাসান
চেহেলগাজী - মেহরাব আলী
স্বপন পারের ডাক শুনেছি- জাহিদ আনোয়ার
আকাশ ভরা সূর্য-তারা- জাহিদ আনোয়ার
গুরুদেবের আশ্রম বিশ্বভারতী-জাহিদ আনোয়ার
পঁচাত্তরের রক্তক্ষরন- মেজর রফিকুল ইসলাম
বাংলাদেশ সরকার ১৯৭১-এইচ.টি ইমাম
নির্বাচিত প্রবন্ধ- মুহাম্মদ হাবিবুর রহমান
নাই বা হলো পারে যাওয়া - কবীর চৌধুরী
তিনটি সেনা অভূথান ও কিছু না বলা কথা- লে। কর্নেল (অবঃ) এম.এ হামিদ
আব্বা হুজুরের দেশে- এম.আর আখতার মুকুল
আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা-মুহাম্মদ হাবিবুর রহমান
যখন বঙ্গভবনে ছিলাম- ব্রিগ্রেডিয়ার শামসুদ্দী আহমেদ
ফাসিঁর মঞ্চে তেরজন-আনোয়ার কবির
এক জেনারেলের নীরব সাক্ষ্য স্বাধীনতার প্রথম দশক- মেজর জেনারেক মইনুল হোসেন চৌধুরী (অবঃ) বীরবিক্রম
শান্তির স্বপ্নে সময়ের স্মৃতিচারন - জেনারেল মইন ইউ আহমেদ
হোয়াইট মোগলস-উইলিয়াম ড্যারিম্পেল অনুবাদ আনোয়ার হোসেন মঞ্জু
দুই যাত্রায় এক যাত্রী- সিরাজুল ইসলাম চৌধুরী
বিবর্তনের পথ ধরে- বন্যা আহমেদ
ইলা মিত্র - মালেকা বেগম
ভাব বু দ্বু দ (আহমদ শরীফের ডায়েরি) সম্পাদনা - নেহাল করিম, মোহাম্মাদ আজম খোরশেদ আলম
বঙ্গবন্ধু হত্যাকান্ড ফ্যাক্টস এন্ড ডকুমেন্টস - অধ্যাপক আবু সাইয়িদ
তত্বাবধায়ক সরকারের দিন গুলি ও আমার কথা- বিচারপতি লতিফুর রহমান
জ্যোতি বসুর নির্বাচিত রচনাসমগ্র সম্পাদক - অঞ্জন বেরা
ন্যাশনাল বুক এজেন্সী প্রাইভেট লিমিটেড গাফফার খানের আত্মজীবনী- সলিমুল্লাহ
রাজনীতির তিনকাল- মিজানুর রহমান চৌধুরী
ভারতে মাওবাদের উথ্থান- অরুন্ধতী রায় এর পর্যবেক্ষন আলফাজ আনাম, মেহেদী হাসান
বাহাদুর শাহ জাফরের শেষ দিন গুলো - উ তাঁ (হাফিজী) অনুবাদ বিপ্রদশ বড়ুয়া
ব্রিটিশ ভারত স্বাধীন বাংলার দাবীদার - মোহাম্মদ আলী, আব্দুর রহীম বগরা
মুজিব ভাই- এবিএম মূসা
বাংলাদেশ জেনারেল জিয়ার রাজনীতি- আবীর আহাদ
আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর- আবুল মনসুর আহমদ
কোথায় যাচ্ছে বাংলাদেশ- আনু মহাম্মদ
বাঙালি বলিয়া লজ্জা নাই- হায়াৎ মামুদ
পাকিস্হান থেকে পলায়ন- লেঃ কর্নেল (অবঃ) এম.এ. হামিদ
জীবনযাপনের শিল্পকলা - আঁদ্রে মরোয়া অনুবাদ কবীর চৌধুরী
মা - ম্যাক্সিম গোর্কি
বাহারীস্তান-ই-গায়বী- মির্জা নাথান
তাজউদ্দীন আহমেদের ডায়েরী ১৯৪৭-১৯৪৮ প্রকাশক প্রতিভাস
হত্যা মামলার কাহিনী - আফজাল হোসেন আহমেদ
কবিতা আমার কানন কান্না - শাহ আলম চৌধুরী
ক্রাচের কর্নেল-শাহাদুজ্জামান
বারাক ওবামা দ্য অ্যডাসিটি অব হোপ - অনুবাদ মাসুমুর রহমান খলিলী, মাসুম বিল্লাহ - অঙ্কুর প্রকাশনী
লিভিং হিস্ট্রি - হিলারি রড হ্যাম ক্লিনটন অনুবাদ ঃ জাকারিয়া স্বপন
মা মনিকে বাবা - জওহরলাল নেহেরু
ডটার অফ দ্য ইস্ট - বেনজির ভুট্টো
জীবনযাপনের শিল্পকলা - আঁদ্রে মরোয়া অনুবাদ কবীর চৌধুরী
মা - ম্যাক্সিম গোর্কি
শত্রুর সঙ্গে বসবাস - বিদিশা সহ লেখক মাসুদ কামাল
নারীর জীবন যৌবন বার্ধক্য- মিনা ফারাহ
উত্তরাধিকার-সমরেশ মজুমদার
কালবেলা-সমরেশ মজুমদার
কালপুরুষ-সমরেশ মজুমদার
সিনেমাওয়ালা- সমরেশ মজুমদার
সাতকাহন -সমরেশ মজুমদার
এই আমি রেনু- সমরেশ মজুমদার
মা- আনিসুল হক
সেঁজুতি তোমার জন্য- আনিসুল হক
পড়শি যদি আমায় ছুঁতো-আনিসুল হক
বেকারত্বের দিন গুলিতে প্রেম ও অন্যান্য- আনিসুল হক
পাগল ছাগল ও গাধাসমগ্র- মোস্তফা কামাল
শিশুতোষ
শিশু বিশ্বকোষ- বাংলাদেশ শিশু একাডেমী ( মোট ৫ খন্ড)
২০৩০ সালের একদিন ও অন্যান্য- মুহম্মদ জাফর ইকবাল
শান্তা পরিবার- মুহম্মদ জাফর ইকবাল
সঙ্গীসাথী পশুপাখি- মুহম্মদ জাফর ইকবাল
নাট বল্টু-মুহম্মদ জাফর ইকবাল
বেজি-মুহম্মদ জাফর ইকবাল
রাশা -মুহম্মদ জাফর ইকবাল
বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর-মুহম্মদ জাফর ইকবালমুহম্মদ জাফর ইকবাল
মেয়েটির নাম নারীনা-মুহম্মদ জাফর ইকবাল
অন্ধকারের গ্রহ -মুহম্মদ জাফর ইকবাল
কেপলার টুটুবি-মুহম্মদ জাফর ইকবাল
রাজু ও আগুনালির ভূত - মুহম্মদ জাফর ইকবাল
শিশুসাহিত্যে সুন্দরবন-Centre For Bangladesh Culture
সচিত্র টাইটানিক- তুলিকলম প্রকাশন
স্কুল ছুটির পরে- হাফিজ আল ফারুকী
সচিত্র বীরবল
জুলভার্নের ৮০ দিনে বিশ্বভ্রমন- বিগ্রেডিয়ার জেনারেল (অব।)মোশাররফ হোসেন
জুলভার্ন রচনাসমগ্র
ফেলুদা সমগ্র ১,২
টুনটুনির গল্প- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
জাদুর তুলি- গল্প সুবলকুমার বনিক, ছবি এঁকেছেন- প্রানেশকুমার মন্ডল
জানা প্রানী অজানা প্রানী- আনোয়ার করিম খান
নানাদেশের রুপকথা- নূরুল ইসলাম বরিন্দী
পাখির বাসা খাসা- আতোয়ার রহমান প্রকাশক বাংলাদেশ শিশু একাডেমী
অন্তুর বন্ধু- খালেদা এদিব চৌধুরী
সুন উখোং এর জন্মকথা লেখা ঃ স্যু লি
ছবি ঃ লু সিনসেন
গাছের সঙ্গে বন্ধুত্ব-খুরশীদ জাহান বৃষ্টি
বিদেশী রোমাঞ্চকর শিকার কাহিনী- সংকলন ও সম্পাদনা মুনতাসির আহমদ
সচিত্র মোল্লা নাসিরুদ্দীন
বিঞ্জানের স্মরনীয় বিজয়- সন্দীপ সেন
ঈশপের মজার গল্প আনু ইসলাম সম্পাদিত
বৈঞ্জানিক আবিষ্কার সিরিজ আলবার্ট আইনস্টাইন ও আপেক্ষিকতাবাদ
সোনালী রুপকথা
ঠাকুরমার ঝুলি
ঈশপের গল্পসমগ্র
মিষ্টি ছড়ার মেলা সম্পাদনায় শাব্বীর আহমেদ
পান্তাবুড়ির কথা- উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
দাদুর বিড়াল- আশরাফুল আলম পিন্টু
সেরা ওয়ার্ল্ড ক্লাসিক সম্পাদনায় চিন্ময় পাল - আজকাল প্রকাশনী
ইংরেজী বই
1.Gitanjali - A collection of India songs with an introduction by W.B Yeats
2.Autobiography Of an Unknown Indian - Nirad C. Chaudhuri
3.Autobiography of an Unknown Indian Part 2
Thy Hand, Great Anarch! India 1921-1952 - Nirad C. Chaudhury
4.Seikh Mujibur Rahman The Unfinished Memoirs
5. The God of small Things - Arundhati Roy
6. Mother- Maxim Gorky
7.Sheikh Mujib
Triumph and Tragedy - S.A Karim
8. Sukumar Roy
A legacy of laughter -- Subhadra Sen Gupta
9.Ancient Bangladesh
A study of the Archaeological sources with an update on Bangladesh Archaeology 1990-2000-- Dilip K. Chakrabarti
10.Archeological Survey Report of Greater Dinajpur District--Department of Archeology Ministry of Cultural Affairs -- Govt. of People's Republic of Bangladesh
11. Towards Good Governance In Bangladesh-- Unpleasant Essays - Kamal Siddiqui
12.Milestones to Bangladesh
Collected Works Of Rehman Sobhan
13.Challenging Injustice
The Odyssey Of a Bangladeshi Economist
Collected Works of Rehman Sobhan
14.The Political Economy of Malgoverance in Bangladesh
Collected Works of Rehman Sobhan
15.Dynasties Of India and Beyond Pakistan Srilanka Bangladesh-- Inder Malhotra
16.Liberation And Beyond Indo- Bangladesh Relations- J.N Dixit
17.Identity and Violence
The Illusion of Destiny-- Amartya Sen
18. Diaries of Field Marshal Mohammad Ayub Khan
1966-1972
Edited and Annotated by Craig Baxter
19.Knowledge Encyclopaedia- the big book of knowledge
--Published by Random House India
20.Development as Freedom-- Amartya Sen
21. Three and Back Again A Diplomat's Tale - K M Shehabuddin
22. Dynamics of Bangladesh - India Relations
Dialogue of Young Journalist Across The Border--
Edited by Farooq Sobhan
23.Who's Who in Bangladesh 2000 - Centre For Bangladesh Culture
24.Reconciliation
Islam, Democracy, and the West- Benazir Bhutto
25.A tale of Millions-Major Rafiq
26.Creating A World Without Poverty Social Business and the future of Capitalism-- Muhammad Yunus
27.The Aligarh Movement and the making of the Indian Muslim Mind 1857-2002 - Tariq Hasan
28.India 2020 A Vision for The New Millennium - APJ Abdul Kalam with YS Rajan
29.China Contrasting Contours -- Raana Haider
30. The Last Days Of United Pakistan-- G.W. Chowdhury
31. Myths And Facts
Bangladesh Liberation War
How India, U.S, China, and the U.S.S.R shaped the Outcome--B.Z Khasru
32.Paradoxes In Public Administration
Dimensions of Development -- Ahmed Shafiqul Huque
33.The Discovery of India - Jawarhelal Nehru
34.India Wins Freedom - Maulana Abul Kalam Azad
35.Constitutional Development In Pakistan -- G.W Choudhury
36.Bangladesh
A legacy of Blood - Anthony Mascrrendas
37.Notes From A Prison
Bangladesh
--- Muhiuddin Khan Alamgir
38.Pakistan
Failure in International Integration-- Rounaq Jahan
39.Political Economy : Socialism Under the General Editorship of G.A Kovlov, Corresponding Member USSR Academy of Sciences
40.Select Modern Government -- V.D Mahajan
41.The Bangladesh Revolution and its Aftermath- Talukder Maniruzzaman
42. The World of Satyajit Ray-- Bidyut Sarkar
43.Making of a Nation
Bangladesh-- An Economist 's Tale -- Nurul Islam
44.Mountbatten and Independent India 16 August 1947- 18 june 1948-- Larry Collins & Dominique Lapierre
45.Surrender at Dacca
Birth Of a Nation---- Lt. Gen JFR JACOB
46.Bangladesh-- A Souvenir On The First Anniversary of Victory Day Dcember 16,1972
47. Constitutional Glimpses of Marital Law in India,Pakistan and Bangladesh-- Aleem - Al- Razee
48. We've Learnt Nothing From History
Pakistani Politics and Military Power-- M. Asghar Khan
49.'৭১:গনহত্যার দলিল 1971
Documents On Crimes Against Humanity Committed by Pakistan Army and their agents in Bangladesh during 1971--- Liberation War Museum
50.Police Administration In Bangladesh - A.B.M.G Kibria
51.Liberation In the Shadow of a Large Neighbour
A case of Bangladesh-India Economic Relations - Zaki Eusufzai
52.Bangladesh at War - Maj. Gen. K.M Safiullah
53.The Cruel Birth of Bangladesh
Memoirs of an American Diplomat -- Archerk Blood
54. In The Line of Fire A Memoir - Pervez Musharraf
55.Bangladesh In The Twenty - First Century Towards an Industrial Society -- AMA Muhith
56.Facts Are Facts
The Untold Story of India's Partition -- Wali Khan
57.Indira Gandhi
Reminiscences -- K K Birla
58.Geography of Bangladesh-- Haroun ER Rashid
59.A Royal Duty - Paul Burrell
60.The Partition of India-- V.P (Hemant) Kanitkar
61.Bangladesh - from Mujib to Ershad An interpretive study
62.Contribution of India in the War of Liberation of Bangladesh-- Salam Azad
63.History and Heritage Reflections on Society
Politics and Culture of South Asia-- A.F-- Salauddin Ahmed
64.The Indian Musalmans -- W.W Hunter
65.Contemporary Issues On International Law And Human Rights
Bangladesh Perspective -- Arif Khan
66.Background Reading
Human Rights & Corruption
executive editor Dr. Mizanur Rahman
67.Barack Obama The New Face of American Politics-- Martin Dupuis and Keith Boeckelman
68.Sonia
A Biography - Rasheedkidwai
69.Nelson Mandela Conversation with Myself with a Forward by President barack Obama
70. America's First Ladies
Changing Expectations-- Barbara Silberdick Feinberg
71.Mein Kampf by Adolf Hitler
72. Mohandas - Rajmohan Gandhi
73..Bengal Partition 1905 and East Bengal- Muntassir Mamoon
74.History of Western Philosophy- Bertrand Russell
75. Jinnah - India Partition Independence -- Jaswant Singh
76.General Ziaur Rahman and the BNP Political Transformation of a Militay Regime - Golam Hossain
77.A Bengal District In Transition
Murshidabad 1765-1793-- Khan Mohammad Mohsin
78.The Provinces of Bihar and Bengal under Shahjahan -- Khondokar Mahbubul Karim
79.The English Parliament-- Kenneth Mackenzie
80.The Muslim Situation In India Edited by Iqbal A-Ansari
81.The ABC of Handwriting Analysis - Claude Santry
82.The Origin of Species - Darwin
83.Faces of Terrorism in Bangladesh - A M M Shawkat Ali
84.The Idea of Justice - Amartya Sen
85.Rabindranath Tagore - A Biography -- Krishna Kripalani
86.Nehru - Edited by Uma Iyengar
87.Delhi- Khuhwant Singh
88.Of Pains and Panics - Asafuddowlah with a foreword By Professor Muhammad Yunus,Nobel Lawreate
89.India After Independence 1947-2000-- Bipan Chandra
Mridula Mukherjee
Aditya Mukherjee
90.A journey - Tony Blair
91.Daughter of the East -- Benazir Bhutto
92.Plight of a Muslim Woman
The Shahbano Case Edited by B.R Agarwala
93.Alsirajiyah
of the Muslim Law
of Inheritance
94. Three Novels-- Strange and sublime Address, Afternoon Raag,Freedom Song --Amit Chaudhuri
95.Long Walk to freedom-- Nelson Mandela
96.Medieval Hindulaw Historical Evolution and Enlightened
-- Ashutosh Dayal Mathur
97. History of Tipu Sultan -- Mohibul Hasan
98.Constitutional History of India--V.D Mahajan
99. Taj- The Story Of Mughal India-- Timeri N.Murari
100. Songs of Blood and Sword
A Daughter Memoir -- Fatma Bhutto
101.The Good Muslim- Tahmima Anam
102.Contemporary Anthropology - Edited by Theory and Practice -- S.M Nurul Alam
103.The Rise, Corruption and Coming Fall of The House of Saud - Said K. Aburish
104. The Last Mughal
The Fall of a Dynasty Delhi,1857
105.Decision Points-- George W. Bush
106.India's Partition
Process, Strategy and Mobilization - Edited by Mushirul Hasan
107.The Last Guardian - Memoirs of Hateh Barnwell , ICS of Bengal - with a Fordword by Khalid Shams
108. The Autobiography of Bertrand Russell- volume 2
109.The Mughal World
Life in India's
Last Golden Age -- Abraham Eraly
110.Letters From a Father to His Daughter - Jawaharlal Nehru Foreword by Priyanka Gandhi Vadra
111.Chittagong
Summer of 1930-- Manoshi Bhattachaya
112.India From Curzon To Nehru And After
''Indian History Seen From The Inside'' -- Durga Das
113.Che Guevara Reader -- Edited by David Deutschmann
114.Movement In East Bengal
State Language 1947-1956-- AMA MUhith
115.Indira Gandhi
A Biography-- Pupul Jayankar
116.Inconvenient Truths Of About Bangladeshi Politics
-- Ali Riaz
117.Discovery Of Bangladesh
Explorations into Dynamics of a Hidden Nation-- Akbar Ali Khan
118.Goodbye Shahzadi
A Political Biography of Benazir Bhutto-- Shyam Bhatia
119.The Ganges Water Dispute-- B.M. Abbas A.T
120.Outlines of Indian Legal History - MP Jain
121.Bangladesh Civil Service
A Political - Administrative Perspective -- A.M.M Shawkat Ali
122.Twenty Great Bengalis Edited by A. Majeed Khan
123. The Emerging New World Order - Shah AMS Kibria
124.Bangladesh in the Mirror
An Outsider Perspective on A Struggling Democracy-- A.T Rafiqur Rahman
125. Pyarelal's Unpublished Correspondence
The NoaKhali Peace Mission of Mahatma Gandhi Edited by Syed Abul Maksud
126.From the Delta- English Fiction from Bangladesh - A guide to their History, Location & Development - Edited by Niaz Zaman
127.Steve Jobs by Walter Isaacson
128.Mother India
A Political Biography of Indira Gandhi-- Pranay Gupte
129.The Mughal State 1526-1750 Edited by Muzaffar Alam -- Sanjay Subrahmanyan
130.Mughal India
Studies In Polity, Ideas, Society and Culture
With and Culture a Preface by Irfan Habib
131. The Good Boatman
A Portrait of Gandhi - Rajmohan Gandhi
132.Left Politics In Bengal
Time Travels Among Bhadralok Marxists -- Monobina Gupta
133.Together They Fought
Gandhi - Nehru Correspondence 1921-1943
Edited by
Uma Iyengar
Lalitha Zackariah
134.An Autobiography
The Story of My Experiments with Truth -- M.K Gandhi
135.A History of Bangladesh -- Willem Van Schendel
136.Guru Nanak
The Enlightened Master - Sreelata Menon
137.More Tell Me Why - Arkaday Leokum
138.Hinduism
A Religion to Live by -- Nirad C, Chaudhuri
139.Quiet Diplomacy
Memoirs Of an Ambassador of Pakistan
140.Hundred Years of Bangabhaban - Press Wing Bangabhaban
141.Secret Affidafit of Yahya Khan On 1971 Edited by : Abu Rushd
- Bangladesh Defence journal Publishing
142. The Akbar Nama
of
Abul-L-Fazl
- Translations From The Persian by H.Beveridge
143. My Life - Bill Clinton
144.Dreams From My Father- Barack Obama
145. Bangladesh Mosaic In Green - External Publicity Wing Ministry of Foreign Affairs , Govt. of the People's Pepublic of Bangladesh.
14তারেক মাসুদ । জীবন ও স্বপ্ন Tareue Masud Life and Dreams -- Tareque Masud Memorial Trust
147. Sultan - Hasnat Adul Hye
148.World's Together
Worlds Apart
A History of The World
From The Beginnings of Humankind to the Present
149.Whitaker's World of Facts - Russell Ash
150.A History of God- Karen Armstron
আজকে এই পর্যন্তই থাক!!
কোন এক অদ্ভুত কারনে আমি কোনভাবেই পোস্টে ছবি এড করতে পারছিনা। কোনভাবেই পারছিলামনা..অবশেষে ব্লগার ঘুড্ডির পাইলট এর সহায়তায় লাইব্রেরীর একাংশের কয়েকটা ছবি এ্যাড করে দিলাম
কিন্তু কৃতজ্ঞতা জ্ঞাপন করতে ভয় হচ্ছে ঘুড্ডির পাইলট আমি কিন্তু কোন বই ধার ধুর দিবার পারমুনা
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১২ সকাল ৭:২২