এর আগে আমি কখনোই বর্ষপূর্তি পোস্ট দেই নাই। না প্রথম বছরে, না দ্বিতীয় বছরে। আসলে ব্লগ এ সিরিয়াসলি একটু লেখালেখি শুরু করেছি মাত্র কয়েক মাস। তার আগে ব্লগের এই প্লাটফর্মটা আমার কাছে একটুও সিরিয়াস কিছু ছিলোনা।
যেহেতু লাস্ট বছরে কিছু লেখালেখি করেছি, তাই হয়ত এবারই প্রথম দিচ্ছি বর্ষপূর্তি পোস্ট। যদিও এ ধরনের পোস্ট সবাই যত যত্ন নিয়ে লিখে আমারটা সেরকম হবেনা!
প্রথমেই আসি সামুতে কিভাবে এলাম তা নিয়ে। আমি এখন থেকে কয়েকবছর আগে প্রচুর সময় দিতাম শুধুমাত্র ফেসবুকে, পড়াশোনার কাজে বাধ্য হয়ে বিভিন্ন সাইটে কিছু আর্টিকেল ঘাটাঘাটি এছাড়া আর তেমন কোন নেট এ্যাক্টিভিটি ছিলোনা। যেহেতু ফেসবুকে সময় দিতাম তাই ফেসবুকেই পেয়েছিলাম সামুর এ্যাড..মডু মামুরা কিপ ফেসবুক এ্যাড

প্রথমেই আমার নজরে পড়লো একটা রিকশা, ভাবছি কি এই রিকশা দিয়ে সামহোয়ারইন একটু দেখে আসিতো

ক্লিক করার পর ভাবছি এখানে কি হচ্ছে

কেনো একটা রিকশার ছবি

রেজিস্ট্রেশন করুন এ ক্লিক করে রেজিস্ট্রেশন করলাম। নাম কি দিবো ঐ মুহূর্তে বুঝিওনি যে নিজের নামের চেয়ে একটা ছদ্ম নাম দিলে ভালো হতো..পরে ব্যাপারটা বুঝেছি এন্ড মিস করেছি।
আমি তখন ওয়াচ কি, জেনারেল কি, সেফ কি কিছুই বুঝতাম না!!! ব্লগে রেজিস্ট্রেশন করে আর কখনোই আসতাম না। হঠাৎ একদিন এসে পোস্ট লিখলাম, পরে বুঝেছি যে আমি সেফ ব্লগার ছিলাম ততদিনে, কারন পোস্ট প্রথম পাতায় এসেছিলো।
মানুষজন আমাকে একটি উর্বর মস্তিষ্কের কোরবানীর গরু ভাবতে পারে বাট বিলিভ মি প্রথম পাতা কি জিনিস তখন আমি সেটাও বুঝতাম না!!!
ব্লগের এই তিন বছরে আমি মোটেই নিয়মিত ব্লগার না। মানে লেখালেখিতে তো কখনোই সিরিয়াস বা নিয়মিত ছিলাম না। মাঝে মাঝে হয়ত ব্লগ কি ভূলেই যেতাম।তখন ছিলাম স্টুন্ডেন্ট পরীক্ষা থাকলেতো কোনভাবেই আমি ব্লগে আসতাম না। তবে প্রথমদিকে আমি ব্লগে লিখি না লিখি, প্রচুর পোস্ট পড়তাম, কমেন্ট করতাম, তবে আমি কমেন্ট করতাম বেছে বেছে, এটাও ঠিক জাস্ট মজা নিতে আমি অনেক ফাউল কমেন্টও করেছি

নতুন পোস্টের চেয়ে পুরানা পোস্ট খুঁজে পড়তে একসময় অনেক ভালো লাগতো।
এটা একদম সত্যি ব্লগে এসেছিলাম বলেই কিছু কিছু এমন লেখাও আমি লিখতে পেরেছি যা হয়ত কোনদিনই সম্ভব হতোনা।
সুতরাং সামহোয়ারইন এবং সামহোয়ারইন টিম কে আমার থ্যাংকইউ বলতেই হবে।
প্রিয় ব্লগার নিয়ে কিছুদিন আগেই একটা পোস্ট দিয়েছিলাম তাই আর প্রিয় ব্লগারদের নিয়ে আলাদা করে কিছু বলছিনা।আজকে আমি সবাইকে থ্যাংকইউ বলতে চাই যাঁরা আমার পাশে থেকেছেন, যারা আমাকে উৎসাহ দিয়েছেন, এমনকি যাঁরা আমাকে গালি দিয়েছেন তাদেরও।
আমার মনে কাউকে নিয়ে কোন খেদ নেই।
থ্যাংকইউ অল

অনেক কথা হয়ত বলার ছিলো, মনে করে লিখতে পারিনি, পরে মনে পড়লে জানিয়ে দিবো

আর আমার পরিসংখ্যান?



অবস্হা খারাপ বস! এটা বাদ দেন

ভালো থাকুন সবসময়, অনেক ভালো থাকুন


সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১২ রাত ২:৩১