
আমি এসে বসছি
নরম বালুর উপর,
সামনে বিশাল সমুদ্র,
ঢেউগুলা আমারে কিছু একটা বলতে চাইতেছে,
কিন্তু আমি বুঝতে পারছি না।
আমার মাথার উপর বিশাল আকাশ,
আকাশের নিচে শুধু পানি আর পানি,
আমি একলা,
আমার সামনে সমুদ্রের একলা বিশালতা,
আমাদের মাঝে বোঝাপড়ার অভাব।
একটা ঢেউ ধীরে ধীরে এসে
আমার পায়ের আঙুল ছুঁয়ে গেলো।
একটা ঠান্ডা অনুভূতি,
ঠিক যেন পুরান কথা মনে পড়ে
আর সাথে সাথে আবার ভুলে যাই।
একটা নৌকা দুরে যাইতেছে,
একটা জাহাজ পানির উপর থেমে আছে,
আমি ভাবছি,
বালির উপর আমার পায়ের ছাপ ছিলো,
কিন্তু এখন নাই।
সমুদ্র সব মুছে দেয়,
আমার স্মৃতির মতো,
আমার প্রশ্নগুলার মতো।
এত ঢেউ,
কিন্তু আমার ভাঙা মন ঠিক করতে পারে না।
আমি দাঁড়াইলাম,
জল একটু উষ্ণ,
কিন্তু কিছুদূর গিয়ে ঠান্ডা হয়ে গেলো,
ঠিক তোমার পুরাতন কথা দিয়া বানানো
সেই পুরোনো না...
...বাকিটুকু পড়ুন