কম্বলটা যেনো উষ্ণ হায়

এখন কবিতার সময় কঠিন মুহূর্ত-
এতো কবিতা এসে ছুঁয়ে যায় যায় ভাব
তবু কবির অনুরাগ বড়- কঠিন চোখ;
কলম খাতাতে আলিঙ্গন শোকাহত-
জল শূন্য উঠন বরাবর স্মৃতির রাস্তায়
বাঁধ ভেঙ্গে হেসে ওঠে, আলোকিত সূর্য;
অথচ শীতের কম্বলটা যেনো উষ্ণ হায়!
ঘুমের কাম্পন হিম রাতের বিষ যাত্রার
বিছানা- তবু শান্তির আশ্রয় একমুঠো ঘুম
কবিতা নিয়ে আসে না কবির প্রশান্তিময়।
১৮-১২-২৫ বাকিটুকু পড়ুন
















