শূন্যতার বিরম্বনা
"শূন্যতার বিড়ম্বনা "
তুমি আমার ভিতরে থাকা গভীর কষ্ট,
অনেক টা আলমারীতে তুলে রাখা পরতে না পারা
কাপড়ের মতো।
তুমি আমার বুকের ভিতর লুকিয়ে থাকা গভীর
এক ভালোবাসা,
যেখানে নেই কোনো প্রাকৃতিক দূর্যোগের ঘনঘটা
তোমায় সরিয়ে নেবার মতো।
আমি দৌড়াচ্ছি কেবলই দৌড়াচ্ছি, অসমাপ্ত
এক শূন্যতার পিছনে, এক শুন্যতা থেকে
আর এক শূন্যতায়।
সব পাওয়া... বাকিটুকু পড়ুন
