নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখ হল আমার কাছে দুঃখের একটা ছদ্মবেশী রূপ। গিরিগিটীর মত রঙ পালটিয়ে মাঝে মাঝে উকি দিয়ে দেখে যাবে। কেমন আছো? কি করছো? চোখের পানি মুছে ফেলো,এভাবে কাঁদতে নেই ইত্যাদি ইত্যাদি। আবার হুট করেই রূপ বদলে ফেলবে।
একটু আগেই তো ভালো ছিলাম!!
যেখান থেকে তোমার হাসি হো হো করে বেরিয়ে আসে কিংবা ঠোঁটের কোণে জমা পড়ে সেখানটায় প্রায় বেশিরভাগ জমা পড়ে থাকে অশ্রু।
তোমার দুঃখের আঘাতে তোমার হৃদপিণ্ডের ক্ষত যত গভীর হবে তত তুমি সেখানটায় সুখ ধরে রাখতে পারবে।
যখন তুমি আনন্দিত কিংবা উল্লাসে থাকো তখন সেখানটায় একবার তাকিয়ে দেখলে বুঝতে পারবে,যে জিনিসটা তোমার দুঃখের কারণ হয়েছিলো সেটাই আজ তোমার উল্লাসের কারণ।
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৩২
মার্শাল আরমান বলেছেন: গভীর!