নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) নেদারল্যান্ডের হেগে অবস্থিত এই আদালতে (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট) রোম সংবিধির ১৫ অনুচ্ছেদ অনুযায়ী অভিযোগটি করা হয়।
শুক্রবার (৮ নভেম্বর) ব্যারিস্টার ও সলিসিটর নিঝুম মজুমদার, ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু, গভ ওয়াইজ লিমিটেডের চেয়ারম্যান এস শাকির উদ্দিনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তাদের ঠিকানা হিসেবে ‘ল ভ্যালি সলিসিটর, কালাম হাউজ, স্ট্র্যাটফোর্ড’ উল্লেখ করা হয়েছে।
১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ আম্লিগের বড় পীর হুজুর।
২| ১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৯
জুল ভার্ন বলেছেন: বালেস্টার।
১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:১৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: তার উগ্রকথাবার্তা তাকে কোনভাবেই শিক্ষিত বলা যায় না।
৩| ১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪০
সৈয়দ কুতুব বলেছেন: তার ক্রিকেট বিশ্লেষণ অসাধারণ!
১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:১৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভালো ধারাভাষ্যকার!
৪| ১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই অভিযোগে যদি কাজ হয়, তাহলে অন্তর্বর্তী সরকারেরও উচিত হবে হায়েনা হাসিনার ভয়াবহ কার্যক্রম একত্র করে হেগে-তে অভিযোগ বা মামলা দায়ের করা।
১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:১৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অন্তর্বর্তী সরকারেরও উচিত হবে হায়েনা হাসিনার ভয়াবহ কার্যক্রম একত্র করে হেগে-তে অভিযোগ বা মামলা দায়ের করা। সহমত
৫| ১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪১
আমি সাজিদ বলেছেন: সে কোনও একটা সরকারি আর্থিক দুর্নীতিতে ইনভলড ছিল পড়েছি। বিস্তারিত আছে আপনার কাছে?
১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:২০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি জানি সে সরকারি আর্থিক দুর্নীতিতে ইনভলড ছিল কিন্তু অনেক খোঁজখুজি করেও সেটা পেলাম না।
৬| ১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯
নতুন বলেছেন: ভালো, মানুষ মারলো আয়ামীলীগের ভক্তকুল আর মামলা করলো ড: ইউনুসের বিরুদ্ধে?
জোকসের একটা লিমিট থাকা উচিত।
১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:২১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই জোকসের কোন লিমিট নেই শুধু জোকস আর জোকস।
৭| ১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬
রাফখাতা- অপু তানভীর বলেছেন: হারপিক মজুমদারের কথায় কান দিয়ে লাভ নেই। হারপিক খাওয়ার পরে তার মাথা ঠিকঠাক কাজ করে না।
আর স্বয়ং লীগের লোকজনই এই হারপিককে দেখতে পারে না। এ লীগে থাকলে লীগেরই ক্ষতি বেশি।
আর তার হারপিক খাওয়ার ঘটনা কিন্তু মিথ্যা না।
১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:২২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঘটনাটা উল্লেখ করলে সবাই একটু জানতে পারতো হারপিক মজুমদারের কথা।
৮| ১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৪
জটিল ভাই বলেছেন:
জাতিসংঘওতো ইউনূস সরকারের পাশে আছে। তবে কি জাতিসংঘেরও বিচার হবে?
১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:২৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এখন জাতিসংঘেরও বিচার করতে হবে
৯| ১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬
কামাল১৮ বলেছেন: মামলা গ্রহন করলে অনুসন্ধান হবে।পুলিশ নিশ্চয় আওয়ামী লীগ মারে নাই।নিরপেক্ষ তদন্ত করলে অনের রহস্য বেরিয়ে আসবে।
১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:২৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: পুলিশ কেন আম্লিগরে মারবে পুলিশ তো আম্লিগ ছিল।
১০| ১০ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৪০
মিরোরডডল বলেছেন:
মশিউরের পোষ্টে যে টক শো লিংক দিয়েছে, ওখানে রাশেদ খান এবং নিঝুম দুজনকেই যথেষ্ট বিরক্ত লেগেছে।
রাশেদ খান যেভাবে তারেক জিয়ার প্রশংসা করেছে, মনে হচ্ছে তার কোন অপরাধ ছিলোনা।
তারেক এখন যত ভালো কথাই বলুক, সে ক্ষমতা লোভী।
আওয়ামীলীগ বিএনপির যেসব নেতারা ক্ষমতাসীন অবস্থায় ক্ষমতার অপব্যবহার করেছে,
তাদের কাউকেই আর সুযোগ দেয়া উচিত না।
আর নিঝুম, কি বলবো!!
শিক্ষিত আর প্রকৃত শিক্ষায় পার্থক্য আছে।
সুশিক্ষায় শিক্ষিত কোন মানুষ এভাবে মুখ খারাপ করে গালাগালি করে!!!
তার আচরণই তার পরিচয় দিয়েছে।
১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমিও তাই চিন্তা করি - আওয়ামীলীগ বিএনপির যেসব নেতারা ক্ষমতাসীন অবস্থায় ক্ষমতার অপব্যবহার করেছে, তাদের কাউকেই আর সুযোগ দেয়া উচিত না।
১১| ১০ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৪০
মেঠোপথ২৩ বলেছেন: এই মামলা যেন কোনভাবেই বন্ধ না হয়ে যায় সেইটা খেয়াল রাখতে হবে। সোজা কথাতো না বিশ্ব নন্দিত ডঃ ইউনুসের বিরুদ্ধে মামলা করেছে গনহত্যাকারীদের দোসর !! আন্তর্জাতিক আদালত এটা কিভাবে দেখে এইটা দেখা যেন কোনভাবেই মিস না হয় আমাদের।
১১ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছাত্র জনতা নাকি ৩১০৮ জন পুলিশ সদস্যকে হত্যা করেছে। এটার প্রমান কোথায় পাবে?
১২| ১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:১০
ধুলো মেঘ বলেছেন: বাংলাদেশে খেয়ে
এখন মামলা হেগে গিয়ে।
ওরা করবে বিচার?
নাকি বানাবে মজার আচার!
১১ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভিডিওটা দেখেছেন কত ফালতু লোক।
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: নিঝুম মিয়া এখন আম্লিগের পীর হুজুর।