নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় পাইলে ব্লগ লেখাটা এখন নেশায় পরিণত হয়েছে। ব্যাস্ততার ফাকে যারা আমার ব্লগ দেখেন তাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের অনুপ্রেরণা থাকলে নিশ্চই সামনের দিন গুলোতে লেখা চালিয়ে যাবো।

শিশির খান ১৪

বেস্ত সময়ের ফাঁকে যারা আমার ব্লগ পরেন তাদের সবাইকে ধন্যবাদ

শিশির খান ১৪ › বিস্তারিত পোস্টঃ

“বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি “এই কথা রিজভী কোন মুখে বলে ?

১২ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৫১



অবাক হয়ে রিজভীর কথা শুনছিলাম উনি কি নিজেকে মহান প্রমান করার জন্য এই কথা বললেন নাকি উনি বলদ প্রকৃতির মানুষ সেটাই ভাবতেছি। উনি নিশ্চই জানেন স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসররা আগামী বছরের শুরুর দিকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর চন্দ্রিমা উদ্যান থেকে সরিয়ে বগুড়া নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে । ক্ষমতায় থাকলে শেখ হাসিনা সেই পরিকল্পনা বাস্তবায়ন করতো সেটা রিজভী সাহেব খুব ভালো মতোই জানেন ।উনাদের দুর্বলতার কারণে বি এন পি নেত্রীকে সেনানিবাস এর বাসা ছেড়ে ভাড়া বাসায় উঠতে হয়েছে ।উনাদের অক্ষমতার কারণে বিনা দোষে বি এন পি নেত্রীকে বছরের পর বছর কারাভোগ করতে হয়েছে। পারছে উনারা তাকে মুক্ত করতে ? ইদানিং সিনিয়র বি এন পি নেতাদের কথা শুনলে সন্দেহ লাগে এরা কি নিজের কথা বলে নাকি ভারতের হয়ে কথা বলে।

কিছু দিন আগে বি এন পি মহাসচিব মির্জা ফখরুল ভারতের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎকারের সময় বললেন ভারতের বিচ্ছিন্নতাবাদী সংঘঠন গুলো বাংলাদেশের সীমানা ব্যবহার করতে পারবে না। অথচ সেই সময় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পনেরোশো মানুষ হত্যার আসামি কলকাতার ইকো পার্কে ঘুরে বেড়াচ্ছে এমন ছবি নেট দুনিয়ায় ভাইরাল। আওয়ামীলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সব খুনিকে ভারত জামাই আদরে রেখেছে। সেই বিষয়ে উনি তো কোনো প্রতিবাদ করলেন না।

উনি আরেক অনুষ্ঠানে বলছেন বি এন পি মাইনাস টু ফর্মুলা দেখতে চায় না। আপনাদের চাওয়া না চাওয়া দিয়া আমাদের কিছু যায় আসে না। কি আবদার হেলিকপ্টারে স্নাইপার বসিয়ে আমাদের ঘরে থাকা শিশুদের গুলি করে মারতেছে আর আমরা ওদের পুনর্বাসন করবো। আপনাদের ছেলে মে তো অস্ট্রেলিয়া লন্ডন আমেরিকা তে থাকে তাই আপনারা আওয়ামীলীগের জন্য মায়া কান্না দিতাছেন। এতো মায়া লাগলে বি এন পির সিনিয়র নেতাদের ভারত চইলা যাওয়া উচিত ।গত পনেরো বছর আঙ্গুল চুষছেন আরো পনেরো বছর আঙ্গুল চুষেন ।

আরেকটা আছে সালাউদ্দিন এটা নয় বছর পর ভারত থেকে দেশে ফেরত আসছে।নির্বাচনী এলাকায় সফরে যাওয়ার সময় এস আলমের গাড়ি নিয়া গেছে। ভাবছে দেশের মানুষ বলদ কিছু বুঝবে না। এই বেটা বলে রাষ্ট্রপতি কে সরালে নাকি দেশে সংবিধানিক শংকটের সৃষ্টি হবে। এই বেটা কোন সংবিধানের কথা বলে যে সংবিধানে রাতের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয় , যে সংবিধানে ফেলানীকে মাইরা কাঁটাতারে ঝুলায় রাখলেও কোনো প্রতিবাদ করা যায় না ,যে সংবিধানে লক্ষ লক্ষ কোটি টাকা বেনামে ঋণ নিয়ে বিদেশে পাচার করা যায় , যে সংবিধানে প্রতিবাদ করলে বিনা বিচারে মানুষ গুম হওয়া যায় ,যে সংবিধানে রেল করিডোর ব্যবহার করে প্রতিবেশী দেশের সেনাবাহিনী অস্ত্র সহ ঢুকার চুক্তি হয় এমন সংবিধান দরকার নাই আমাদের এমন সংবিধানে আমরা হাগু করি।

বি এন পির আরেক সিনিয়র নেতা মির্জা আব্বাস গত সপ্তাহে এক অনুষ্ঠানে বলেন সংবিধান সংশোধন করার আপনারা কে? পার্লামেন্ট ছাড়াই সংবিধান সংশোধন করে ফেলবেন ? মনে রাখতে হবে, সংবিধান কোনো রাফ খাতা নয় যে, যা খুশি তাই করবেন। সংবিধান সংশোধন কিংবা পুনর্লিখন করতে হলে, যারা স্বাধীনতা যুদ্ধ করেছেন, যারা স্টেকহোল্ডার রয়েছেন-তাদের সাথে আলোচনা করে তা করতে হবে।এটা কীসের দ্বিতীয় স্বাধীনতা? এই কথাটা আবিষ্কার করলো কে? কোন গোষ্ঠী আবিষ্কার করলো ? এখন মির্জা আব্বাস বাঘের মতো হুঙ্কার দিচ্ছেন অথচ গত পনেরো বছর উনি বিলাইয়ের মতো মিউ মিউ করতেন । অন্য সব বি এন পি নেতাদের যখন ব্যবসা বন্ধ হাওয়া গেছে তখন উনি খুব আরামে ব্যবসা করে গেছেন এর পিছনে রহস্য কি ? সবার ব্যাংক হাইজ্যাক হওয়া যায় কিন্তু উনার মালিকানাধীন ব্যাংক এর কিছু হয় না কি আজব বেপার না।

লিস্ট বানাইলে ডজন এর উপর বি এন পি নেতাদের নাম পাওয়া যাবে যারা আওয়ামীলীগ এর নেতাদের সাথে আত্মীয়তা পাতিয়েছেন। সেই জন্য বি এন পি যখনি কোনো আন্দোলনে নামার প্রস্তুতি নিয়েছে আওয়ামীলীগ সেটা আগেই জেনে গেছে। কিছু দিন আগে দেশের মানুষ যখন বন্যায় আক্রান্ত তখন আওয়ামীলীগের উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলের বিবাহ বার্ষিকী উপলক্ষে ওমানের একটি প্রাইভেট দ্বীপের ফাইভ স্টার রিসোর্টে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় ।ধারণা করা হয় তিন দিনের সেই অনুষ্ঠানে শত কোটি টাকা খরচ হয়েছে ।তার ছেলের বউ বি এন পির সাবেক পররাষ্ট্র মন্ত্রী মোর্শেদ খান এর মে ।ওই অনুষ্ঠানে একাধিক বি এন পি নেতার ছেলেদের দেখা গেছে ।দিন শেষে আওয়ামীলীগ বি এন পি সব এক । উল্লেখ্য সালমান এফ রহমান জনতা ব্যাংক এর বাইশ হাজার কোটি টাকার ঋণ খেলাপি।

ভারত বি এন পি কে আগেও কয়েকবার চুনা দিছে তাও বি এন পি নেতাদের শিক্ষা হয় না। বাংলাদেশ বিষয়ে করণীয় নির্ধারণ করতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কয়েক দিন আগে একটা ক্লোস ডোর মিটিং হয়েছে । বৈঠকে উপস্থিত একজন অবসরপ্রাপ্ত কূটনীতিক জানান, তারা ধারণা করছেন ২ থেকে ৩ বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল। বিএনপি ঠিকই পাঁচ বছরের মধ্যে নানা অজনপ্রিয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। বাংলাদেশের দ্বি-দলীয় রাজনৈতিক বাস্তবতায় তখন জনগণের সমর্থন আওয়ামী লীগের দিকে ঘুরে যাবে। ভারতে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড যেন গোপনে পরিচালনা হয় এবং তা যেনো গণমাধ্যম না জানতে পারে সে দিকে খেয়াল রাখতে বলেন ।সারমর্ম বি এন পি যদি সংস্কার না করে ক্ষমতায় আসে ভারতের গোয়েন্দা সংস্থা দুই বছরের মধ্যে বি এন পি কে প্যাকেট করে ঘরে ফেরত পাঠায় দিবে ।

ধারণা করা হয় গত পনেরো বছরে দশ হাজারের বেশি ভাস্কর্য তৈরী হয়েছে যার জন্য রাষ্ট্রের খরচ হয়েছে চার হাজার কোটি টাকা । শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের লক্ষ্যে ২০২০ সাল কে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করা হয় মুজিব বর্ষের সময়কাল রাষ্ট্রের কতো টাকা খরচ হয়েছে তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে ।আমার ধারণা দশ হাজার কোটি টাকার বেশি হবে ।শুধু তাই না সে সময় প্রাইভেট প্রতিষ্ঠানকেও ফোর্স করে মুজিব কর্নার ও মুজিবের ম্যুরাল বানাতে বাধ্য করা হয়।যেহেতু রিজভী সাহেব এর এতো কষ্ট লাগতেছে উনার এই টাকা গুলা রাষ্ট্রকে ফেরত দেওয়া উচিত উনি কি দায়িত্ব নিবেন ?

৭৫ সালে স্লোগান ছিল” ভাত দে না হলে মানচিত্র খাবো “এখন ২৪ সালে স্লোগান হবে “সংস্কার করতে দে না হলে আওয়ামীলীগ বি এন পি খায়া দিমু “

মন্তব্য ৩৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:১০

তানভির জুমার বলেছেন: রিজবী এই কথার ভুল স্বীকার করে সবার কাছে মাফ চেয়েছে।

১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৩১

শিশির খান ১৪ বলেছেন: উনারা পনেরো বছর আঙ্গুল চুষছে এখন দেশের মানুষ সংস্কার কইরা উনাদের ক্ষমতায় ফেরত আনার চেষ্টা করতেছে। এই সময়টা উনাদের চুপ থেকে অন্তর্বর্তী সরকার কে ফুল সাপোর্ট দিতে হবে। সবুরে মেওয়া ফলে !

২| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:১৪

ঢাবিয়ান বলেছেন: বিএনপি নেতারা আসলে তারেক রহমানের প্রেসক্রিপশনে চলে। জিয়া পরিবারের দেখভালই তাদের মুল দ্বায়িত্ব। তারেক রহমান বর্তমানে মাইনাস টু হবার আশংকায় আছে। বিএনপির বর্তমান বিতর্কিত কর্মকান্ডের পেছনের মুল কারন হচ্ছে অন্তবর্তী সরকার যাতে তারেক রহমানের দেশে আসা কোনভাবেই না ঠেকাতে পারে।

১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৮

শিশির খান ১৪ বলেছেন: তারেক রহমান কিছু বলে নাই উনি জানে আগে পরে যখনি হোক ক্ষমতায় আসবে। এটা বি এন পির অপরিপক্ক নেতাদের পাকনামি ,মন্ত্রী হওয়ার জন্য অস্থির হওয়া আছে। সংস্কার হইলে তো এদের জমিদারি প্রথার বিলুপ্তি হবে সেই জন্য এখন আওয়ামীলীগের সাথে হাত মিলাইতেও সমস্যা নাই। বুঝেন না মন্ত্রীর ছেলে মন্ত্রী ,সংসদ সদস্যের ছেলে সাংসদ সদস্য ,মেয়র এর ছেলে মেয়র আর ছাগল কর্মী গুলা সারা জীবন কর্মী থাকে।

৩| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:১৫

হাসান কালবৈশাখী বলেছেন:
১৯৭১ বা বঙ্গবন্ধু বিএনপির জন্য কোন সমস্যা না।
সমস্যা জামাতি-হিজবুতি-ব্রাদারহুড গং দের। যারা বর্তমানে নেপত্থে মুল ক্ষমতায়।

সংস্কারএর নামে সবকিছু জামাতিকরন হচ্ছে।
সংবিধান পরিবর্তন এর নামে ৭১ এর নৃসংসতা বাদ দিয়ে সব করতে চাচ্ছে। একাত্তোর বা বঙ্গবন্ধু ইউনুসের কোন সমস্যা হওয়ার কথা না। প্রচলিত সংবিধানটি বিএনপিরও সমস্যা না, অন্যান্ন রাজনৈতিক দলগুলোরও বিন্দুমাত্র কোন সমস্যা না।
সমস্যা একমাত্র জামাতের।

১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:০৪

শিশির খান ১৪ বলেছেন: জামাতের লোক জন চাঁদাবাজি টেন্ডাবাজি করতেছে এমন একটা প্রমান দেখান। আওয়ামীলীগ এতোই দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হইছে যে জামাতের ব্যাংক থেকে বেনামে ঋণ নিয়ে বিদেশে পাচার করতে হয় । এস আলম দুই লক্ষ কোটি টাকা পাচার করেছে এটা তো প্রমাণিত সর্বোচ্চ মহল অবশ্যই এই বেপারে জানতো উনি তো কোনো বাধা দেন নাই। যার বাসায় ডাকাতি হইছে তাকেই জেলে ঢুকাবেন ? কেমন বিচার আপনার। সংবিধান অবশ্যই সংস্কার করতে হবে না হইলে তিন বছর পর আবার পাঁচ হাজার মানুষ মরবে তিরিশ হাজার মানুষ আবার পঙ্গু হবে। রাজনৈতিক দল তো চাবেই সংবিধান পরিবর্তন না করে জমিদারি প্রথা চালু রাখতে আমরা রাজি হবো কেন ? পাগল ও নিজের ভালো বুঝে

৪| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:২১

সৈয়দ কুতুব বলেছেন: রিজভীর জেনারেশন শেখ মুজিবুর রহমান কে অনেক বড়ো লিডার হিসাবে দেখেন। শেখ মুজিবুর রহমান রাস্ট্র চালাতে অসফল ছিলেন। পাপ করেছেন এবং তার প্রায়শ্চিত্ত করে গিয়েছেন নিজের জীবন হারিয়ে । একই ভাবে জিয়াউর রহমান ও জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করে গেছেন। জামাতের আমীর লন্ডনে গেছে তারেক জিয়ার সাথে দেখা করতে! ঘটনা কি?

১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:০৯

শিশির খান ১৪ বলেছেন: ও তাই তো বলি এই বেটা লন্ডনে কি করে ? খালেদা জিয়ার ও তো লন্ডনে চিকিৎসার নিতে যাওয়ার কথা ছিলো। দিন শেষে সব রাজনৈতিক দল এক আফসোস আমরা পাবলিক না বুইঝা বলদের মতো মারামারি করি।

৫| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:২৪

মেঘনা বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
১৯৭১ বা বঙ্গবন্ধু বিএনপির জন্য কোন সমস্যা না।
সমস্যা জামাতি-হিজবুতি-ব্রাদারহুড গং দের। যারা বর্তমানে নেপত্থে মুল ক্ষমতায়।

সংস্কারএর নামে সবকিছু জামাতিকরন হচ্ছে।
সংবিধান পরিবর্তন এর নামে ৭১ এর নৃসংসতা বাদ দিয়ে সব করতে চাচ্ছে। একাত্তোর বা বঙ্গবন্ধু ইউনুসের কোন সমস্যা হওয়ার কথা না। প্রচলিত সংবিধানটি বিএনপিরও সমস্যা না, অন্যান্ন রাজনৈতিক দলগুলোরও বিন্দুমাত্র কোন সমস্যা না।
সমস্যা একমাত্র জামাতের।

১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৩২

শিশির খান ১৪ বলেছেন: ওই বেটা মানুষের লেখা কপি পেস্ট মারতেছিস কেন ? নিজের মতামত বল

৬| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:২৮

ঢাবিয়ান বলেছেন:

১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:১৫

শিশির খান ১৪ বলেছেন: এটা কোনো কথা ? প্রমান পাইছেন এই জন্যই বি এন পি পনেরো বছর ক্ষমতায় আসতে পারে নাই। যা শুরু করছে শেষে না জামাত আইসা পরে ক্ষমতায়। বি এন পি এখন নিজেই নিজের পায়ে কুড়াল মারতেছে। এই যুবদল নেতা আওয়ামীলীগ আমলে কোথায় ছিল ? তখন তো বিলাই এর মেউ মেউ করছে এখন একেবারে বাঘ হয় গেছে। নিউস এর লিংক টা শেয়ার দিয়েন কাহিনী বিস্তারিত দেখা দরকার।

৭| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৩৩

উদাসীন মেঘ ১২১৯ বলেছেন: কেন যেন মনে হচ্ছে, অভ্যুত্থান উত্তর পেক্ষাপটে পথ হারিয়েছে বিএনপি। জাতির এই ক্রান্তিকালে যেখানে তাদের শক্ত অবস্থান নেয়া প্রয়োজন ছিল, সেখানে দলের সব কর্মকান্ডই এলোমেলো, দ্বিধাগ্রস্থ। অথচ ফ্যাসিস্ট নেত্রীর ফিরে আসার হুমকির মুখে প্রতি সপ্তাহে নানা কর্মসূচীর মাধ্যমে রাজপথে থেকে পতিত স্বৈরাচারের বুকে কাঁপন সৃষ্টি করার প্রয়োজন ছিল। বিএনপিকে এই নরমপন্থী মনোভাব এবং উদারতা দেখানোর জন্য অচিরেই চরম মূল্য দিতে হতে পারে।

১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:২৪

শিশির খান ১৪ বলেছেন: এক দম ঠিক কথা বলছেন। বি এন পি ভুল করতেছে বুঝতেছে না। এভাবে ক্ষমতায় আইসা লাভ নাই দুই বছর পর ভারতের গোয়েন্দা বাহিনী সমাজে এমন বিশৃক্ষলা সৃষ্টি করবে যে পাবলিক বদ্ধ হওয়া নামায় দিবে সেটাই ওদের পরিকল্পনা। ক্ষমতার লোভে এরা অন্ধ হওয়া গেছে বুঝতেছে না। আফসোস

৮| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: ব্লগার ঢাবিয়ান আপনি পুরো ঘটনা পড়ে তারপর এরকম কমেন্ট করেন।। যে ছেলের ছবি ফিয়েছেন তার নাম অনিক। তার উঠাবসা ছিলো আওয়ামী লীগের বদমাস নেতাদের সাথে। ৫ই আগস্টের পর সে খুব বড়ো সমন্বয়ক হয়ে যায়। একে ধোলাই দেয়া ফরজ। এসব মুনাফিকের ধোলাইয়ের দরকার আছে। গতকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে বিবাহিত নারীকে দেহ ব্যবসায়ী অভিযোগ করে ব্যাগে তল্লাশী চালিয়েছে। পরে পুলিশ তাদের ধরে থানায় নিয়ে যায়। আজকে জবি তে সকল সমন্বয়ক কে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। সমন্বয়ক শব্দটিকে ঘৃণার পাত্র করে তুলবেন না।

১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:২৯

শিশির খান ১৪ বলেছেন: এরে ভাই ,আমার তো মাথায় কেসেটের ফিতার মতো পেচ লাইগা যাইতাছে। বৈষম্য বিরোধী ,যুবদল ,সমন্বয়ক ,ছাত্রনেতা সব ঢুইকা গেছে খালি শিবির বাকি আছে। যাই হোক বিবাহিত মহিলার ব্যাগ চেক করতে যাবে কেন ? আমার তো মনে হইতাছে পিছনে মাইয়া কেচাল আছে

৯| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৫০

ঢাবিয়ান বলেছেন: view this link

সে কোন সমন্বয়ক নয়। তাকে ছাত্রলীগার বলছে হামলাকারী যুবদল নেতা। পত্রিকাগুলো তাকে বৈষম্যবিরোধী ছাত্রনেতা হিসাবে পরিচয় দিয়েছে।

১০| ১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ১:১৩

কামাল১৮ বলেছেন: একবার ছবি লাগানো হবে আবার সরানো হবে।এটাই চলবে বাংলাদেশে।

১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:০৪

শিশির খান ১৪ বলেছেন: ছবির সামনে ভাস্কর্যের সামনে ফুল দিয়া দাঁড়ায় থাকা এগুলা কোন দেশের সাংস্কৃতি ? মুসলমান ধর্মে তো একেবারেই নিষেধ। সম্মান জানাইতে হইলে দোয়া করেন উনার জন্য। আপনারা আসলে উনাকে বেচতে চান। আর কতো এই বার ক্ষমা করেন পঞ্চাশ বছর থেকে বেচতেছেন।

১১| ১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ১:২৬

ইফতেখার ভূইয়া বলেছেন: সরকারি স্থাপনায় সাধারনত বর্তমান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি ঝোলানোর রীতির কথা জানি। কিন্তু প্রায় অর্ধ-শতাব্দী আগে কে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ছিলো তার ছবি ঝুলিয়ে রাখার রীতির কথা জানা ছিলো না। রিজভীর দল ক্ষমতায় আসলে ছবি দু'টোর জায়গায় চারটাও বসাতে পারে বলে মনে হচ্ছে।

১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:০৯

শিশির খান ১৪ বলেছেন: পঞ্চাশ বছর ধরে এই লোকের নাম বিক্রি করতেছে আওয়ামীলীগ । বাথরুম ছাড়া সব জায়জায় উনার ভাস্কর্য অথবা ছবি ব্যবহার করছে । আওয়ামীলীগের এর বাড়াবাড়ির কারণে এখন মানুষ এর মাঝে বিরক্তি সৃষ্টি হয়েছে। লেবু বেশি চিপলে তিতা হওয়া যায়।

১২| ১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ২:৪০

শহদতচযৃচ বলেছেন: He is definitely not a coordinator. Milky Way 777 online play

১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:১৪

শিশির খান ১৪ বলেছেন: মনু তুমি কি বলতেছো বুঝি না কে কোর্ডিনেটর না ? বাংলায় কও মনু আমি ইংরেজি বুঝি না ,অশিক্ষিত।

১৩| ১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ৩:১১

নান্দাইলের ইউনুছ বলেছেন:

আমার ছবি ঝুলালে আমি খুশী হবো।

১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:১৭

শিশির খান ১৪ বলেছেন: হে তোমার ছবি ছবি ঝুলাবো তবে নিচে লিখে দিবো একে ধরিয়ে দিন। সাথে পুরস্কার ও ঘোষণা করবো ……….. খুশি।

১৪| ১৩ ই নভেম্বর, ২০২৪ ভোর ৪:৩৮

নান্দাইলের ইউনুছ বলেছেন:


হামি
ঝাথীর

ফিথা

হৈতে

চাই।

১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:২১

শিশির খান ১৪ বলেছেন: এর পর কি তুমি বাকশাল শাসন কায়েম করবা ?

১৫| ১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:০৩

আহরণ বলেছেন: দেশ এখন টোকাইদের দখলে...........।

১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:৩০

শিশির খান ১৪ বলেছেন: ময়না পাখি তুমি গত তিন মাস ধরে একই কমেন্ট সব পোস্টের নিচে লিখতেছো এই বার নতুন কিছু বলো

১৬| ১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৫৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিএনপি ক্ষমতার লোভে উল্টা পাল্টা বকছে!

১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৪

শিশির খান ১৪ বলেছেন: ঠিক বলছেন ক্ষমতার লোভে অন্ধ হওয়া গেছে ,বিগত সরকার ব্যাংক সব খালি কইরা ফেলছে এক ভূমি মন্ত্রীর বলে লন্ডনে ৫০০ বাড়ি দুবাই, সিঙ্গাপুর ,মালয়েশিয়াতেও বলে আরো এমন তিন চার শো বাড়ি আছে। ফরেন রিসার্ভ ৪০ বিলিয়ন থেকে ২০ বিলিয়নের নিচে চলে গেছে। এখন অর্থনীতিতে অঘোষিত জরুরী অবস্থা চলছে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের অর্থনীতি আগে লাইনে আনতে হবে। বি এন পি ক্ষমতা নিলে পারবে এই অর্থনীতি সামাল দিতে ? সাইফুর রহমানের পর বি এন পি তে আমি কোনো বুঝদার অর্থনীতিবিদ দেখি নাই। উনাদের উচিত অন্তর্বর্তী সরকার কে ফুল সাপোর্ট দেওয়া এতে উনাদের লাভ বেশি। যখন ক্ষমতায় আসবে তখন স্টেবল অর্থনীতি পাবে ফলে রাষ্ট্র পরিচালনা করতে সহজ হবে। না হলে ভারতের গোয়েন্দা সংস্থা সমাজে অস্থিরতা তৈরী করে উনাদের বিতাড়িত করবে। দুই বছরের মধ্যে বি এন পি আউট হওয়া যাবে আওয়ামীলীগ ইন করবে। অশিক্ষিত গন্ড মূর্খ গুলা ক্ষমতার জন্য পাগল হওয়া গেছে।

১৭| ১৩ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৫

জ্যাকেল বলেছেন: উহা মাফ চেয়েছে।

১৩ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৮

শিশির খান ১৪ বলেছেন: খালি মাফ চাইলে হবে না উহাকে আলমের পচা সাবান দিয়ে গোসল করানোর পর তাওবা করাইতে হবে যাতে জীবদ্দশায় এমন কথা আর না বলে।

১৮| ১৩ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৩৩

নান্দাইলের ইউনুছ বলেছেন:

রিজভী সাহেব সঠিক বলেছিলেন।
মাঝে মাঝে তার বিবেক কথা বলে উঠ।


দেশ এখন নষ্টদের দখলে।

১৩ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২৫

শিশির খান ১৪ বলেছেন: ওরে বাবা তোমরা আবার মানুষের বিবেক বুঝো। দেশ এখন নষ্টদের দখলে আগে তো ঈমানদারদের দখলে ছিলো তাই না ? তোমাদের দলের সাধারণ সম্পাদক তো পালাতক উনার জায়গায় রিজভী সাহেব কে বসায় দেও। নিয়া যাও রিজভী সাহেবকে আমাদের দরকার নাই দিয়া দিলাম তোমাদের।

১৯| ১৩ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৩

আমি ব্লগার হইছি! বলেছেন: বিএনপির তৃণমূল পর্যায়ের অল্পকিছু নেতা ক্ষুধার জ্বালায় লুঠপাটে ব্যাস্ত। আর সর্বোচ্চ পর্যায়ের কতিপয় নেতা আওয়ামীলীগের কাছে বিক্রি হয়ে আছে। এরা ছাড়া বাকি সবাই ঠিক আছে। বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করতে বিএনপির দরকার আছে।

১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:০৯

শিশির খান ১৪ বলেছেন: অবশ্যই গণতন্ত্র রক্ষায় বি এন পি কে দরকার কিন্তু এই বি এন পি তো সেই বি এন পি না এরা তো ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে তারেক জিয়া ও এখন এদের সাথে পেরে উঠছে না। এরা এখন স্বৈরাচার সরকার কে পুনর্বাসন করার জন্য উঠে পরে লেগেছে।

২০| ১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩১

গহীনে রক্তক্ষরণ বলেছেন: বি এন পি এর বর্তমান নেতারা জিয়াউর রহমানের গড়া বি এন পিকে কবর দিয়েছে । এদের মধ্যে অন্যতম ভারতের দালাল গাদ্দার মওদুদ এর পরামর্শে ১৯৮১ সালে হাসিনাকে পুনর্বাসনের মধ্য ‍দিয়ে প্রথমে জিয়াউর রহমানকে হত্যা করা হয় র’ এর প্ল্যান অনুযায়ী । এর পরে খুনী হাসিনা নানা রকম অভিনয় করে এই দেশে ভারতের সকল প্ল্যান বাস্তবায়ন করেছে । কিন্তু সে তখনও সীনে আসেনাই । চরিত্রহীন এরশাদকে ব্যবহার করেছে টিস্যু পেপারের মত । তার পরে যত নাটক হয়েছে এসব নাটক অভিনিত হয়েছে ভারতের নীল নকশা অনুযায়ী । এই দেশের সহজ -সরল মানুষ বুঝতেই পারেনি । বি এন পির বর্তমান নেতাদের মধ্যে টপ সারির ২/১ জান বাদে সবগুলোই ভারতের দালাল । তাই তাদেরও আর জিয়াউর রহমানের মত দেশ প্রেম বুকে নিয়ে বোঝার ক্ষমতা নেই যে গত ১৫ বছরে আসলে কি করে ফেলেছে দেশটাকে ? বিডিআর বিদ্রোহের নামে যা করা হয়েছে, জিয়াউর রহমানের হত্যার পর এরকম ট্যালেন্ট অফিসারগুলোকে একসাথে হত্যার মধ্য দিয়ে হাসিনা প্রতিশোধ নিয়েছে তার বাপের হত্যার । আর ভারত প্রতিশোধ নিয়েছে জিয়াউর রহমান ভারতকে হঠিয়ে দিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানের স্থানে স্থান করে দেবার কারণে । মাথামোটা বি এন পি নেতাদের এটা বুঝবার মত জ্ঞানই নেই । তারাতো এটাও বোঝে না যে, এই ফ্যাসিস্টরা তাদেরকে গত ১৫ বছর কি করেছে ? তাদের হাজার হাজার কর্মীকে শেষ করে দিয়েছে । অথচ তাদের এতটুকু বোধ নেই ? কি কারণে এই গাদ্দারগুলো তাদের মাঠকর্মীদের রক্তের সাথে এভাবে বেঈমানী করতে পারে ? আমার বুঝে আসে না । আসলে বি এন পির এবার চুড়ান্ত কবর হলো । ওরা মনে করেছে, ভারতের পা চেটে যেন যেনভাবে ইলেকশন হয়ে গেলে ক্ষমতায় আসবে ? আসলেও ওদের এই মুজিব প্রেম ওদেরকে কিভাবে আবারো ধ্বংস করবে, এই কান্ডজ্ঞানই ওদের নেই ।

১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:০২

শিশির খান ১৪ বলেছেন: হুম এক দম ঠিক বলছেন, আমার তো মনে হচ্ছে বি এন পি র টপ সারির ৮০ ভাগ নেতাকে ভারত বুক করে ফেলেছে। কি ভাবে নির্লজ্জের মতো স্বৈরাচারী আওয়ামীলীগের পক্ষে দালালি করতেছে ।বি এন পি নিজেই নিজের পায়ে কুড়াল মারতেছে।
ওরা এখন আওয়ামীলীগ এর বি টিম হওয়া খেলা শুরু করছে।বোকা গুলা ক্ষমতার লোভে অন্ধ হওয়া গেছে বুঝতেছে না এভাবে ক্ষমতায় গেলে দুই বছর ও টিকবে না। আফসোস কার জন্য আমরা ফাইট দিলাম ? না ভাই ভবিষ্যত তো অন্ধকার মনে হচ্ছে এদের দিয়া হবে না। আমি খুব বিরক্ত হওয়া এই লেখাটা লিখছি ভাবছিলাম মানুষ আমার লেখা পইড়া গালি দিবে এখন তো দেখি সবাই ওদের উপর বিরক্ত। ধুর এমন হইলে জামাতরে ভোট দিমু বালের বি এন পি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.