নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ্ছুটি বলার নাই.......

জটিল ভাই

ঝটট্রিল সব জটিলতা

জটিল ভাই › বিস্তারিত পোস্টঃ

আপা আসবেই!!!

১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৩



(ছবি এবং লিখা উভয়ই নেট হতে সংগ্রহ করা)

৩ মাস হয়ে গেছে আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত। এই তিন মাসে বহু আওয়ামী সমর্থকদের ফেসবুকে পোস্ট দেখেছি, কিন্তু কাউকে বলতে শুনিনি যিনি সবকিছু মিলে খুব অনুতপ্ত। আমি কোন আওয়ামীকে বলতে শুনিনি আবু সাঈদ, মুগ্ধ সহ শত শত নিরীহ ছোট ভাইদের করুণ মৃ'ত্যুতে তারা একটু অনুতপ্ত। আমি কোন আওয়ামীকে বলতে শুনিনি দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হওয়াতে তারা খুবই দুঃখিত।

আমি কোন আওয়ামীকে বলতে শুনিনি যে, বিচার বহির্ভূত গুম, খুন ও আয়না ঘরে বছরের পর বছর আটকে রেখে একজন মানুষের প্রতি নির্মম অবিচার খুবই দুঃখজনক! আমি শুধুই বলতে শুনেছি-

"দেখবো ইউনুস কয়দিন চালায়"
"আগের সরকারই ভাল ছিল"
"এই স্বাধীনতা কি জনগণ চেয়েছিল"
"দেশ ২০ বছর পিছিয়ে গেল"


আসলে আমার খুব জানতে ইচ্ছা করে,
একটি দলের প্রতি ভালবাসা থাকা মানেই কি এটা যে আমরাই সঠিক আর বাকীরা সব বেঠিক? একটি দলের প্রতি ভালবাসা থাকা মানেই কি, আমার কোন বিবেক থাকবেনা, আমাকে খুব পাষাণ হৃদয়ের অধিকারী হতে হবে, দেশের মানুষের প্রতি আমার কোন মায়া থাকা যাবেনা?

একটি দলের প্রতি ভালবাসা থাকা মানেই কি, আমার নেতা নেত্রী ফেরেস্তা সমতুল্য এবং তারা সকল ভুলের উর্ধ্বে? ধিক্কার ঐ সমস্ত দলকানা অন্ধ বিবেকহীন রাজনৈতিক কর্মী, নেতা ও সমর্থকদের যাদের কোন অনুশোচনা নেই এবং নেই নিজ জাতি ও দেশের প্রতি মায়া ভালবাসা আন্তরিকতা।

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: খুনি হাসিনা আমেরিকাকে কত তুলাধুনা করলো এখন তাদের কাছেই হাত পেতে আছে ক্ষমতায় যাওয়ার অলীক স্বপ্নে।

১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৪

জটিল ভাই বলেছেন:
এসব খবর ট্রাম্পকে পৌঁছাবার কেউ নাই? =p~

২| ১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ডোনাল্ড ট্রাম্প ঘোষনা দিয়েছে যে, তিনি সরাসরি হাসিনাকে কোলে করে ভারত থেকে নিয়ে এসে ক্ষমতার নরম তুলতুলে আসনে বসিয়ে স্যালুট জানানোর পর হেলিকপ্টাযোগে সোজা টুঙ্গীপাড়া মুজিবের মাজার মোবারকে গিয়ে মিলাদ মাহফিল করবে তারপর ফ্লাইট যোগে ওয়াসিংটন ডিসি হয়ে হোয়াইট হাউজে ঢুকবেন।

১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৭

জটিল ভাই বলেছেন:
দুষ্টু পোলাপানের কারবার দেখেন =p~ =p~ =p~

৩| ১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২২

রবিন.হুড বলেছেন: হুজুগে মাতাল বাঙালী। দলকানাও বটে। ভালো মন্দ বিচার না করে স্রোতে গা ভাষাতে খুব পারদর্শী। গড্ডালিকা প্রবাহে গা ভাসোতে গিয়ে নিজেরা গাড্ডায় পড়েছে। এই কারনে আমার একটা লেখায় অবুঝ বাঙালীকে পথ দেখানোর জন্য একজন মেষ পালক খুজঁছিলাম।

আসুন, ব্যক্তির চেয়ে দল বড় এবং দলের চেয়ে দেশ বড় নীতিকে ধারন করে সবাই মিলে দেশ গড়ি।

১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৫

জটিল ভাই বলেছেন:
জটিলবাদ প্রিয় ভাই। বহুদিন বাদে আমার ব্লগে তসরীফ আনলেন। তা কেমন আছেন? শরীর কেমন এখন?

৪| ১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৭

জুল ভার্ন বলেছেন: কখনো মোদি, কখনও শি পিং কখনও ট্রাম্প.... এদের ত্যাড়ামো, ছ্যাবলামো, ষন্ডামি -পান্ডামি, চিরজীবন একটি দেশের পদলেহন দেখলে কি মনে হবে কোন আত্মমর্যাদাবান মানুষ লীগ করতে পারে?

গুন্ডা-পান্ডা যতো সব। লীগের কোন রাজনৈতিক দর্শন নেই, এটা একটা কাল্ট! কালো যাদুর মতো একটা শয়তানের দর্শন। আগে তাও একটা অবয়ব ছিল। সামাজিক যুথবদ্ধতার খাতিরে এদের সহনশীলতার সাথে বিবেচনা করা হয়েছে। কিন্তু এরা কি কোন সভ্য মানুষ? গত ১৬ জুলাই থেকে এরা যা করেছে ও লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার পরও যে ভাষায় কথা বলছে ,যা করছে তা কি কোন সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে সম্ভব? পৃথিবীর কোথাও এমন বেলজ্জ, বেশরম ইতর আছে?

১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫২

জটিল ভাই বলেছেন:
ভাই সত্যি বলতে, লীগের কারণে এখন কতজন ভালো মানুষ রাজনীতি করে বলে জাহির করে? এরা রাজনীতিকে জনসেবা নয়, জনহয়রানির পর্যায়ে নিয়ে গিয়েছে। যতো টাউট-বাটপার, নির্লজ্জ আর মনুষত্বহীণেরা আছে, এরা কেউ মনে হয়না আওয়ামীলীগের বাহিরে আছে। চারিদিকে এতো মৃত্যু দেখেও কি এদের মৃত্যু ভয় হয় না? :(

৫| ১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪০

রবিন.হুড বলেছেন: আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে ব্যক্তিগতভাবে ভালো রেখেছেন। এখন দেশ ও দেশের সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করছি। দোয়া করবেন এবং পাশে থাকবেন। তবে আপনি কেমন আছেন? কিছুটা পরিবর্তন লক্ষণীয় । আজ ভূমিকা/সম্ভাষন ছাড়া সরাসরি মূল লেখা পোস্ট দিয়েছেন?

১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪১

জটিল ভাই বলেছেন:
আলহাম্দুলিল্লাহ্। পরিবর্তন বলতে কপি করা পোস্ট, তাই ভূমিকাতে গুরুত্ব বা সময় দেই নাই। কিন্তু ভাই, এখন কেউ সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টার কথা বললে বড্ড ভয় হয় :(

৬| ১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৩

প্রামানিক বলেছেন: বিবেক ছাড়া রাজনীতি করার কারণেই আমাদের দেশের এই দশা

১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৩

জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই, বিবেক থাকলে এই দেশে রাজনীতি হয়? যাইহোক, অনেকদিন পর এলেন আমার ব্লগে। তা এখন শরীরের কি অবস্থা? ঠিকভাবে নিময়সমূহ মেনে চলবেন।

৭| ১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৬

কথামৃত বলেছেন: আপা আসবেই দেখে নিয়েন

১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫১

জটিল ভাই বলেছেন:
আমি কি বলেছি আসবে না?

৮| ১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৯

মেঠোপথ২৩ বলেছেন: আমিও আওয়ামিলীগ করা কারো মাঝে কোন অনুতাপ দেখিনি, অনুশোচনা দেখিনি। বিভৎস ক্রিমিনালের চেহারা শো করতে এরা এতটুকু লজ্জিত না, ভীত না। কি অবলিলায় গনহত্যা্র পক্ষ নেয় ,হতবাক হয়ে যেতে হয়।

১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৪

জটিল ভাই বলেছেন:
ভাইরে এসব দেখে এখন আর খারাপ লাগা উচিৎ কিনা সেটাও বুঝিনা :(
আওয়ামীলীগ রাজনীতি নিয়ে যে রাজনীতি করে গেলো তাতে মনে হয় রাজনীতি কখনো আর আমাদের জন্য ভালোকিছু বয়ে আনবে না :(

৯| ১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৫

রবিন.হুড বলেছেন: চুন খেয়ে মুখ পুড়িয়ে বাঙালী এখন দই দেখে ভয় পায়। নতুনদের দায়িত্ব পালন করার সুযোগ না দিলে বা নতুন দলের প্রতি আস্থা না রাখলে সোনার বাংলা গড়বে কে?
জাগ্রত জনতা পার্টি আমজনতার।চুন খেয়ে মুখ পুড়িয়ে বাঙালী এখন দই দেখে ভয় পায়। নতুনদের দায়িত্ব পালন করার সুযোগ না দিলে বা নতুন দলের প্রতি আস্থা না রাখলে সোনার বাংলা গড়বে কে?
জাগ্রত জনতা পার্টি আমজনতার।

১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৫

জটিল ভাই বলেছেন:
বিকল্পধারার আগমনের সময়ও ভীষণ আশাবাদী ছিলাম ভাই।

১০| ১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮

কামাল১৮ বলেছেন: আওয়ামী লীগের উচিত এখন ভোটের জন্য প্রস্তুতি নেয়া।

১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১১

জটিল ভাই বলেছেন:
আপনারও উচিৎ এখন পোস্ট পড়ে মন্তব্য করা।

১১| ১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯

কামাল১৮ বলেছেন: আওয়ামী লীগের উচিত এখন ভোটের জন্য প্রস্তুতি নেয়া।

১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:১২

জটিল ভাই বলেছেন:
আপনারও উচিৎ এখন পোস্ট পড়ে মন্তব্য করা।

১২| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:১৭

নান্দাইলের ইউনুছ বলেছেন:
তিনায় অবৈধ ইহা ভুলি গেলি চৈলবে না।

১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১২

জটিল ভাই বলেছেন:
আপনিও নিশ্চই কাউরে মারার কন্ট্রাক্ট লৈ ব্লগে আইছেন। উহাও মনে রাখতে হৈ ব!

১৩| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:০৪

ইফতেখার ভূইয়া বলেছেন: নান্দাইলের ইউনুছ বলেছেন: তিনায় অবৈধ ইহা ভুলি গেলি চৈলবে না।

ভালো বলেছেন B-) । তবে আপনার নিক দেখে নাটকের একটি চরিত্রের নাম মনে পড়ে গেল। ধন্যবাদ।

১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৪

জটিল ভাই বলেছেন:
দেখেন আসলে কোন ধান্দা লৈ আইছে!

১৪| ১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩০

রাসেল বলেছেন: বাংলাদেশ কি একটি স্বাধীন সার্বভৌম দেশ?

১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:১৩

জটিল ভাই বলেছেন:
বাংলাদেশ বলতে আদৌ কি কিছু আছে? :(

১৫| ১১ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আম্লিগের স্থান বাংলাদেশে নেই।

১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:১৪

জটিল ভাই বলেছেন:
১৬ বছর তবে কারা ছিলো ভাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.