নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
গুলিস্তানে জয় বাংলা স্লোগান দেয়ায় একজন তরুণী মারধরের শিকার হয়েছেন। যমুনা টিভিতে দেড় মিনিটের ভিডিওতে দেখা যায় ঘিরে থাকা কয়েকজন ব্যক্তি একজন তরুণী কে চড় থাপ্পড় দিচ্ছেন। মেয়েটি পরে রাস্তায় বসে পড়ে এবং নারী পুলিশ তাকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে।
জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগের পেটুয়া বাহিনী যখন মেয়েদের মারধর করেছিল ঢাবিতে সে দৃশ্য জনমনে তীব্র রোষের সৃষ্টি করে।যার প্রেক্ষিতে আন্দোলন বেগবান হয়ে উঠে।
এই ধরণের সিচুয়েশনে একবার আমাকে পড়তে হয়েছিল।এক মাদক কারবারির বিরুদ্ধে প্রতিবাদ করলে সে তার নেশাগ্রস্থ মেয়েকে দিয়ে আমাকে অপমানের চেষ্টা করে। কারবারির মেয়ে গাঁজা বেচতো। আমি এবং আমার বন্ধুদের সাথে মাদক কারবারি দের যখন হাতাহাতি হওয়ার উপক্রম হয়েছিল তখন মেয়েটি আমাদের অশ্রাব্য ভাষায় গালাগালি শুরু করে। হিতাহিত জ্ঞান হারিয়ে বন্ধুরা ক্ষেপে গিয়ে মেয়েটির গায়ে হাত তুলতে যাবে এমন সময় এলাকার একজন সিনিয়র ভাই আমাদের বাধা দেন। আমাদের কে সেখান থেকে সরিয়ে এনে বোঝান এসব নোংরা ফাঁদে পা দেয়া যাবে না।এখন সবার হাতে মোবাইল ক্যামেরা রয়েছে।
শেখ হাসিনা তার সর্বশেষ কল রেকর্ডে তিনি দূর থেকে সব ভিডিও করতে বলেছেন তার শাবক দের! গুলিস্থানের ঘটনাটি অতি নিম্ন মানের ট্রাপ। এসব ট্রাপে মাথা গরম করা চলবে না।
জয় বাংলা স্লোগান দেয়া টা তেমন বড়ো কোন অপরাধ নয়। বাঙালির স্লোগান হাইজাইক্ড বাই আওয়ামী অসৎ লীগ। তবে আজকে ভুয়া সমাবেশ মূলত দেশের পরিস্থিতি কেমন তা বোঝার জন্য ডাকা হয়েছে।
১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: আমাদের আবেগ দেখানো ঠিক নয়। এত তাড়াতাড়ি ফিরে আসা ভালো লক্ষণ নয়।
২| ১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: নটীরা জয়বাংলা বলতে গেল কেন? নটীরা ভাইরাল হওয়ার জন্য এই কাজ করেছে। ওদের পাছা লাল করে শ্রীঘরে পাঠিয়ে দেওয়া দরকার।
১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৮
সৈয়দ কুতুব বলেছেন: সেটা নারী পুলিশ রা করলে বেশি খুশি হতাম।
৩| ১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪০
শিশির খান ১৪ বলেছেন: লোটাস কামাল এর ব্যাংক অক্কোউন্টে ছিল ৬৮০ কোটি টাকা তার মধ্যে ৬০০ কোটি টাকা উত্তোলন করে সিঙ্গাপুর ও দুবাইয়ের একাউন্টে পাঠিয়েছে।বাকি ৮০ কোটি টাকাও তুলে নেওয়ার চেষ্টা করেছিলো ব্যাংক এ লুকুইডিটি শর্ট থাকার কারণে পারে নাই এখন ভাগছে এই মাইয়া কয় টাকা পাইছে খুব বেশি হইলে ৫০০০ এর বেশি না।বোকা
১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৩
সৈয়দ কুতুব বলেছেন: সঠিক কথা বলেছেন।
৪| ১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৮
মেঠোপথ২৩ বলেছেন: এগুলো ফাদ। সরকারকে কঠোর হস্তে এই জাতীয় কর্মকান্ড দমন করতে হবে। কেউ যদি শ্লোগান দিয়ে পরিস্থিতি অস্থিতিশিল করতে চায় , তাহলে পুলিশ ডাকতে হবে। কোন অবস্থাতেই ছাত্রলীগার হওয়া চলবে না
১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৯
সৈয়দ কুতুব বলেছেন: হানি ট্রাপ!
৫| ১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গতকালের ফোনালাপ শুনে আমার মনে হয়েছিল ওটা একটা ফলস কল। সরকারের রিএকশন দেখাই ছিল মূল উদ্দেশ্য। সরকারের যথাযথ রিএকশন দেখে বিপ্লব বড়ুয়া এক চিঠিতে ১০ নভেম্বরের অনুষ্ঠান স্থগিত ঘোষণা করে।
সরকার ও ছাত্রজনতাকে সকল ফলস কলের জন্যই প্রস্তুত থাকতে হবে, যাতে ঐ কল বাস্তবে রূপ নেবার কোনো সুযোগ না ঘটে।
১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৯
সৈয়দ কুতুব বলেছেন: সেটাই।
৬| ১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৫
আমি সাজিদ বলেছেন: না মেরে সরিয়ে দিতে পারতো না? সবাই দেখছি একই রকম রিএক্ট করছে। হোক না সেটা ট্রাপ। সব জায়গায় ডান হাত বাম হাত চালাতে হবে কেন?
১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: এগুলো ভালো বার্তা দেয় না। আমার পারসোনাল অভিজ্ঞতা আছে তাই এটুকু বুঝি।
৭| ১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৬
আমি সাজিদ বলেছেন: অনেকেই আগস্টের আগে সরকার দলের বিরুদ্ধে একটা কথাও বলে নাই। এদের এখন পল্টিবাজি দেখে আমি আসলেই অবাক৷ মন্তব্যের ঘরের মধ্যেই একজনকে পাবেন।
১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: এইজন্য হুমায়ন আজাদ বলেছেন বাঙালি কে ১০০ ভাগ সৎ হতে হবে না;অল্প কিছু পরিমাণ হলেই দেশের মঙ্গল।
৮| ১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৫
মিরোরডডল বলেছেন:
জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগের পেটুয়া বাহিনী যখন মেয়েদের মারধর করেছিল ঢাবিতে সে দৃশ্য জনমনে তীব্র রোষের সৃষ্টি করে।যার প্রেক্ষিতে আন্দোলন বেগবান হয়ে উঠে।
লুক, জুলাইয়ে যা হয়েছে সেটা যেমন আনএক্সপেক্টেড, আজ যা হচ্ছে সেটাও সমভাবে নিন্দনীয়।
কোনটাই কাম্য না। মানুষ যার যার দাবী নিয়ে পথে নামবে কিন্তু সেটাকে হাতাহাতির পর্যায়ে নিয়ে যাবে কেনো!
কেউ অন্যায় করলে সেটা প্রপারভাবে বিচারের আওতায় আনবে কিন্তু আইন কেনো নিজের হাতে তুলে নিবে।
আমাদের দেশে রাজনীতির নামে যা হয়, সেটা খুবই হতাশাজনক!
১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৩
সৈয়দ কুতুব বলেছেন: সাবধানী হতে হবে।
৯| ১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৭
নতুন বলেছেন: সরকারের উচিত এইসব অতি উতসাহিদের হাত চালানো বন্ধ করার জন্য প্রচারনা চালানো।
জাতীয় সঙ্গীত পরিবর্তন, গনপিটুনির ঘটনা কমেছে কিন্তু অনেকেই জজবার বসে এমন অন্যায় কাজ করে বসলে সেটা আয়ামীলীগের পক্ষেই যাবে।
১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১১
সৈয়দ কুতুব বলেছেন: কিছু লোক যায় গেঞ্জাম করতে! এদের ব্যাপারে খোজ নেয়া দরকার; এরা কারা?
১০| ১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৮
জটিল ভাই বলেছেন:
এসব এখন যেনো স্বাভাবিক ক্রিয়া-প্রতিক্রিয়া
১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১২
সৈয়দ কুতুব বলেছেন: এসব বন্ধ হচ্ছে না কারণ আইনশৃঙ্খলা বাহিনী নামে আছে কামে নাই।
১১| ১০ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩০
মেঘনা বলেছেন: জয় বাংলা -মুক্তি যুদ্ধের স্লোগান।
জয় বাংলা স্লোগানের জন্য বাঙলাদেশের সরকার বাংগালীকে মারছে।
বৈষম্য সরকার ও তার ডান হাত-বাম হাতরা তাদের কর্ম কাণ্ডের মাধ্যমে এইটাই প্রমান করতাছে যে ২৪ ৭১-এর প্রতিবিপ্লব।
১০ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:০০
সৈয়দ কুতুব বলেছেন: স্লোগানে সমস্যা নাই। সমস্যা হলো এসব পুরাতন ট্রিকস! আমার পুরো ব্লগটি বাম-ডান সবার কথা ভেবেই লিখা হয়েছে। আপনি ভাবে থাকুন অনেক বিষয় বুঝে যাবেন।
১২| ১০ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৫৭
কামাল১৮ বলেছেন: বাক স্বাধীনতার নমুনা।
১৩| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:১৪
নান্দাইলের ইউনুছ বলেছেন:
জয়বাংলা কৈলে মাইর দেয়।
তাইলে একবার জয়ফাকিস্তান কৈয়া টেরাই কৈরা দেখন দরকার।
১৪| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:১৫
নান্দাইলের ইউনুছ বলেছেন:
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: নটীরা জয়বাংলা বলতে গেল কেন? নটীরা ভাইরাল হওয়ার জন্য এই কাজ করেছে। ওদের পাছা লাল করে শ্রীঘরে পাঠিয়ে দেওয়া দরকার।
হেতিগোর ফাছা এমনিতেই লাল!
১৫| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:১৬
নান্দাইলের ইউনুছ বলেছেন:
কামাল১৮ বলেছেন: বাক স্বাধীনতার নমুনা।
ফাক স্বাধীনতা!
১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:১৭
সৈয়দ কুতুব বলেছেন: আপনার জন্মের কারণ কি? ব্লগ লিখুন।
১৬| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:৫৩
নান্দাইলের ইউনুছ বলেছেন:
আমি সত্য কথা বলি। দালালী করি না।
১৭| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১:২৭
প্রহররাজা বলেছেন: আমি নিশ্চিত নতুন স্বাধীন বাংলাদেশে 'পাকিস্তান জিন্দাবাদ' বললে এখন আর কাউকে ঘৃণা করা হবে না। আওয়ামী লীগের অধি উচিত এখন চুপ করে বসে থাকা, দ্রব্যমূল্য বৃদ্ধি মেধাবীদের মব জাস্টিসএ অতিষ্ট হয়ে এমনিতেই পাবলিক উপদেষ্টাদের টেনে নামাবে। ট্রাম্প আসায় ফান্ডিং বন্ধ আর সেনারা সরে গেলে মেধাবীদের দিয়ে ইউনুস বেশিদিন টিকে থাকতে পারবেনা।
১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: আচ্ছা আওয়ামী লীগ কে কেউ সাধ করে নামিয়েছে? কি পরিমাণ নির্যাতন, লুটপাট করেছে এমপি মন্ত্রী রা? দেশের মানুষ বিএনপি -জামাত কে ভালো চোখে দেখে না বলে ২০১৪ সালের পর থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত আরামসে দেশ চালিয়েছে।বিরোধী মত দমন করতে গিয়ে উগ্রবাদ কে জাগিয়ে দিলেন। শিক্ষা ব্যবস্থা ধ্বংস, বারবার ক্যারিকুলাম চেঞ্জ, প্রশ্ন ফাঁস, কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টি করতে না পারা কিন্তু ঢালাও ভাবে আনস্কিল্ড ছাত্রদের গ্রাজুয়েট সার্টিফিকেট দিয়ে বেকার করে দেয়া এসবের জন্য দায়ী আপনার শেখ হাসিনা এবং আওয়ামী গং।
১৮| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:০৩
ইফতেখার ভূইয়া বলেছেন: মারধর করার পক্ষপাতি নই। তবে ঝামেলা সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেয়া উচিত। ধন্যবাদ।
১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:০৫
সৈয়দ কুতুব বলেছেন: যারা মেরেছে এরা কারা? বিভিন্ন জায়গায় কিছু মানুষ সমাবেশ মিছিলে গিয়ে বিশৃঙ্খলা করে৷
১৯| ১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:১৭
ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: যারা মেরেছে এরা কারা? বিভিন্ন জায়গায় কিছু মানুষ সমাবেশ মিছিলে গিয়ে বিশৃঙ্খলা করে৷
আমি এখন দেশে নেই তাই ঠিক পরিষ্কার জানি না। তবে ঘটনাটা দুঃখজনক এই যা। ধন্যবাদ।
২০| ১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৩৮
নান্দাইলের ইউনুছ বলেছেন:
ইহা ইউনুছী গণতন্ত্র।
২১| ১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৪২
নতুন বলেছেন: আমাদের দেশের মানুষ এখনো হালকা মারধোর করাকে অপরাধ মনে করেনা।
যারা গতকাল এসেছিলো তাদের টাকা পয়শা দিয়ে অথবা দলে নাম কামাতেই এসেছিলো।
তাদের উদ্দেশ্যই ছিলো ঝামেলা করা, আপা তাদের ঝামেলা করতেই পাঠিয়েছিলেন এবং সেটা রেকর্ড করে ছড়িয়ে কান্নাকাটিই তাদের উদ্দেশ্য ছিলো।
১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:০৮
সৈয়দ কুতুব বলেছেন: নারীর গায়ে পাবলিক প্লেসে হাত দিলে সেটা অনেক দূর গড়াতে পারে। গতকাল পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে ছিলো। এমন না হিউজ হারামি লীগ বের হয়ে রাস্তায় গেঞ্জাম করেছে। এত অল্প তে মাথা গরম হলে বড়ো ঝামেলা কি ভাবে সামলাবে?
২২| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:১২
রূপক বিধৌত সাধু বলেছেন: জুলাইয়ে যা হয়েছিল তার প্রতিবাদ হয়েছিল। এখন যা হলো ঠিক আছে। আওয়ামী লীগ করলে খারাপ, অন্যরা করলে ভালো। আমাদের সুশীলিয় আলাপ।
১১ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:২৫
সৈয়দ কুতুব বলেছেন: আপনার মন্তব্য একপেশে। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৬
প্রামানিক বলেছেন: যারা হাজার হাজার কোটি টাকা পাচার করল দুর্নীতি করল তারা সবাই চুপচাপ অথচ যারা কিছুই পায় নাই তারা জান দিয়ে ফেলতেছে।