নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অসুস্থ,ছন্নছাড়া ও বিকারগ্রস্ত প্রেমিক!

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

আমার মত করে এই গ্রহ কে কেউ ভালোবাসবে তো?

১৬ ই জুন, ২০১৭ রাত ১২:৫৪

সাধারণ জ্ঞানের একটা সাইট থেকে জানতে পারলাম ৪৫৬ কোটি ৭০ লাখ বছর আগে সৌরজগৎ সৃষ্টি হয়। আমাদের এই গ্রহ সম্ভবত ৪৪৬ কোটি ৭০ লাখ বছর আগে বর্তমান আকৃতিতে পৌঁছে। সেই হিসেবে ধরা হয় পৃথিবীর বয়স আনুমানিক ৪৫৩ কোটি ৭০ লাখ বছর।

আমাদের এই গ্রহ একদিন ধ্বংস হয়ে যাবে,কবে ধ্বংস হবে তা আমাদের অজানা। একদিন লণ্ডভণ্ড হয়ে যাবে এই গ্রহ।

আমরা চেয়ে চেয়ে দেখার বদলে দৌড়াবো, এ প্রান্ত থেকে ঐ প্রান্তে! যতক্ষণ না আমরা শেষ হয়ে যাচ্ছি।

আচ্ছা এই গ্রহ তো ঠিকই একদিন ধ্বংস হয়ে যাবে তাহলে আমরা কেন নিজেরা ধ্বংস হওয়ার জন্য এত ব্যাকুল হয়ে আছি?

কেন এত আয়োজন করে নিজেদের ধ্বংস করার পার্টি জমাচ্ছি? কেন রোজ রাতে না ঘুমিয়ে দিনের বেলায় জেগে জেগে ঘুমাচ্ছি?

মানুষের গড় আয়ু কমে গেছে,খুব বেশি হলে আমি ৩৫-৪০ বছর এই গ্রহে টিকে থাকতে পারবো,হয়তোবা একটু এদিক সেদিক হবে। (যদি না উপর থেকে ডাক না পড়ে)

মাঝে মাঝে ইচ্ছে করে দাঁড়িয়ে একটা চিৎকার দিয়ে বলি,

"আমি আরো কয়েকশ বছর বেঁচে থাকতে চাই,আমি আরো কয়েকশ বছর এই গ্রহ কে নিজের মত করে ভালোবাসতে চাই"

এই গ্রহ আমাকে ভালোবাসে কিনা আমি জানিনা,তবে এই গ্রহ আমার জন্যই তৈরী হয়েছে। তাই আমি এই গ্রহকে প্রচণ্ড রকমের ভালোবাসি।

আমি এই গ্রহ ছেড়ে যাওয়ার পর আমার মত করে এই গ্রহকে আর কেউ আমার মত করে ভালোবাসবে কিনা তা নিয়ে প্রচণ্ড রকমের ভয় হয়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৭ রাত ১:০০

প্রজ্জলিত মেশকাত বলেছেন: মানুষের গড় আয়ু কমে গেছে, কোথায় পেলেন??

২| ১৬ ই জুন, ২০১৭ রাত ১:১১

চাঁদগাজী বলেছেন:


প্রমাণ করেন, আপনি এই গ্রহকে অন্যদের চেয়ে বেশী ভালোবাসেন!

৩| ১৬ ই জুন, ২০১৭ সকাল ৭:১১

স্বতু সাঁই বলেছেন: প্রতিভার অন্বেষণ করেন তাহলেই প্রমাণ করতে পারবেন আপনি এই গ্রহকে ভালো বাসেন।

৪| ১৬ ই জুন, ২০১৭ দুপুর ১২:০৩

রাজীব নুর বলেছেন: ভাবতেই খারাপ লাগে- এই গ্রহ একদিন ধ্বংস হয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.