নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন তরী থেমে গেছে তার।
পাড়ে ফিরা হল না যে আর।
তবু শান্তনা_
মুক্ত হয়েছে সে জীবন থেকে,
বহিয়াছে জীবনের ভার কতকাল।
স্বপ্ন ছিল যাবে মহাশূন্যে,
হয়ত স্বপ্ন পূরণ হয়েছে তার।
জানি দেখা হবে না আর,এই ভুবনে।
তবু...
আমি ফেলানীর কথা বলছি।
আমাদের ফেলানী আজও ঘরে ফিরেনি।
বিচার হয়েছে হত্যার।
কিন্তু, সে বিচারে বিচারক ফেলানীকে আবারও হত্যা করেছে।
হত্যা করা হয়েছে মানবতাকে।
ফেলানীরা জেগে উঠবে,জেগে উঠবে,জেগে উঠবে।
দূর্যোগের পরই
নতুন করে বায়ু শান্ত হয়।
কিন্তু...
সেতো এসেছিল কোন এক বসন্তে
শাড়ির পাড় ধরে,
কোন এক গোধূলি
লগ্নে।
কোন এক আষাঢ়ের বাদল নামা
দিনে আমি মাতাল হয়েছিলাম
তোমার গন্ধে_
যার রেশ আজও কাটেনি।
আজও আমি তোমারেই খুঁজি
মানুষের ভেতরে।
আজও বাদল নামে ভিঁজে যায় দেহ।
আমার সাথে...
তার মুখ ছিল,হাত ছিল,পা ছিল,
এ তার তনু দেহ।
সে ছিল নতুন পৃথিবীর জন্য।
তার চোখ পৃথিবীর আলো
দেখেনি।
কিন্তু,পৃথিবী তাকে দেখে ছিল।
তার কান কোন শব্দ শুনেনি।
তার মস্তিষ্ক কোন চিন্তা করতে
পারেনি।
তার কন্ঠ করতে পারেনি গগন
বিদারী...
©somewhere in net ltd.