নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ফেলানীর কথা বলছি।
আমাদের ফেলানী আজও ঘরে ফিরেনি।
বিচার হয়েছে হত্যার।
কিন্তু, সে বিচারে বিচারক ফেলানীকে আবারও হত্যা করেছে।
হত্যা করা হয়েছে মানবতাকে।
ফেলানীরা জেগে উঠবে,জেগে উঠবে,জেগে উঠবে।
দূর্যোগের পরই
নতুন করে বায়ু শান্ত হয়।
কিন্তু আমি রক্তের স্রোত কী করে থামাব?
আমার মুখ দিয়ে রক্ত ঝরছে।
ফুল গাছগুলো কাঁদে,যত্ন নেয়া হয় না অনেকদিন।
ফেলানীর স্মৃতি বলতে এটুকুই?
আমি ফেলনী স্মৃতিঘর চাই।
©somewhere in net ltd.