নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক › বিস্তারিত পোস্টঃ

একজন মানুষের হত্যাকান্ড

০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:২৮

তার মুখ ছিল,হাত ছিল,পা ছিল,
এ তার তনু দেহ।
সে ছিল নতুন পৃথিবীর জন্য।
তার চোখ পৃথিবীর আলো
দেখেনি।
কিন্তু,পৃথিবী তাকে দেখে ছিল।
তার কান কোন শব্দ শুনেনি।
তার মস্তিষ্ক কোন চিন্তা করতে
পারেনি।
তার কন্ঠ করতে পারেনি গগন
বিদারী চিৎকার।
সে হেঁটে চলতে পারেনি
পৃথিবীর পথে, যেতে পারেনি
বহুদূর।
সে পারেনি হারিয়ে যেতে
কল্পনায়।
সে পারেনি অবাক হতে আকাশের
দিকে তাকিয়ে, পারেনি মিশে
যেতে জোছনায়।
পৃথিবীর রূপ,রং লাগেনি তার গায়।
সে পারেনি তার আগমনী বার্তা
চিৎকার করে জানাতে।
কেউ করতে পারেনি ঋণী তাকে,
হয়েছে সবাই।
কী দোষ ছিল তার?
কেন সে খুন হল পৃথিবীর
আলো,বাতাস পাবার আগেই?
তার রক্ত ছড়িয়ে গেছে সারা
পৃথবীতে, প্রতিবাদ করছে ভীষন।
তোমারা কি শুনতে পাচ্ছ না?
সে অনাগত শিশু।
মায়ের শরীরে থাকা অবস্থাতেই
তাকে হত্যা করা হয়েছে।
মৃত্যু হয়েছে মানবতার।
এই দায় কে নিবে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.