নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন তরী থেমে গেছে তার।
পাড়ে ফিরা হল না যে আর।
তবু শান্তনা_
মুক্ত হয়েছে সে জীবন থেকে,
বহিয়াছে জীবনের ভার কতকাল।
স্বপ্ন ছিল যাবে মহাশূন্যে,
হয়ত স্বপ্ন পূরণ হয়েছে তার।
জানি দেখা হবে না আর,এই ভুবনে।
তবু আশা থেকে যায়_ দেখা হবে কোন এক মহাকালে আমার সামনে বসিব আমি!
দেখিব দু'চোখ ভরে,
কোন এক পরাবাস্তবে।
©somewhere in net ltd.