নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

বাংলা রাজবংশী ভাষার কবিতা ।। \'কাদপানির কাব্য\' ।।(**)

২৫ শে আগস্ট, ২০২০ রাত ৯:১৯

মাঝে মাঝে মনডা চাহেচে -
দুনিয়ার তামান কাম বাদ দিয়া
'মজবুল পাগলা' হইয়া পালায় যাই
'কামরুপ কামাক্ষাত...',
অন্তরত মন্তর কষে চালান দিই
পাঁচসিকার যাদুবিদ্যা......!

কি হবে তোমহার নয়াবন্দরত
এইসব ফাকসামি সৈত্যপীরের গান শুনে..?
তা না করে এলাও সময় আছে ঢের ...
ভীষণ রোদ পইছে আইজ,
দম দিয়া গাঁথি জাল উটকনত্....।

চল... দল বান্ধে পাঁওতহাটে উদারে চলে যাই-
লাফাজালের সিটি ঘাড়ত নিয়া 'বুড়হির বান....' !
আইজ একদম সময় নাই-
দলে দলে দিই বাহো.. ..!
তেলচা কালর জোয়ান শরীলে ঘামাই পানি,
ঘোলা হোক... অসেন... আরহ বেশী করে অসুক লোক... ,
আরহ বেশি করে ঘামুক তলউপরের কাদপানি... !
সেই পানির উপর -
দাড়ি ফেরকেটায় ভাসুক
ডোরা-কালা হলদিয়া- গাবহুর টেংনার ঝাঁক ...।

ছাদনের ভাগ বুঝে খেরকেতে ভরাই
রাঙাবুকঅলা বাইন- কানাশে
মধুপুড়াট মাকাল খালই .... !

মনডা এলা কহচে কী -
এইলা কিসের দিনকাটুর চাকরি- বাকরী-সংসার,
মিছায় ক্ষুদি খায় নষ্ট ভোগ-পিয়াস ....!
তানা করে 'মজবুল পাগলা' হইয়া...
ঘোগোমোগোত বান্ধি উত্তরের
একপখলা বেদনার সুর... !

হামার অমরখানার চাওয়াই লদীর পাড়ত উঠাই
দুইচালার একখান খড়ের ঘর এখলায়....।
আর অরমত শুক্কুরবারে চিল্লায়
গালাপারে কহি 'রহিম মুন্সিক' -
"তুমহুরা পাপ করছেন-
তুমহুরায় নামাজ পড়হ"...!

(**) পঞ্চগড় জেলা সদরের অমরখানা 'চাওয়াই নদী'র পাড়ে একটি কুঁড়ে ঘরে একাই বসবাসকারী সত্তর-আশির দশকের চিরকুমার স্বাধীনচেতা 'মজবুল পাগলা' এর আমার শৈশবে কাছ থেকে দেখা আজব রহস্যময় জীবন যাপন নিয়ে রচিত ।

ছবি কার্টেসী : ১) - Shiliguri Rajbongshi Live . ( কুচবিহারের বলরামপুর গ্রামে অবস্থিত ভাওয়াইয়া সম্রাট প্রয়াত শিল্পী আব্বাসউদ্দিন এর জন্মভিটার অবহেলিত কাঁচারীঘর ) ।
২) পঞ্চগড় এলাকার চা বাগান ।
========

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৬ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪২

আহমেদ রুহুল আমিন বলেছেন: অনেক ধন্যবাদ -শুভকামনা সততঃ ।

২| ২৬ শে আগস্ট, ২০২০ সকাল ১১:২৪

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার-----------

২৬ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৫

আহমেদ রুহুল আমিন বলেছেন: আমার একটা ট্রায়াল ছিল যে,বাংলা রাজবংশী ভাষা হয়তো অনেকে বুঝবেননা, যাক- দুইজন গুণি পাঠক পাওয়া গেছে ! অনেক ধন্যবাদ আপনাকে শুভকামনা সততঃ।

৩| ২৮ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: বাহ্ অসাধারণ! আপনি কি এ ভাষাটা রপ্ত করেছেন, লিখতে থাকুন। পাশাপাশি প্রচলিত উপ-ভাষাগুলো নিয়ে লেখার চেষ্টা করুন।

আপনার কবিতাটা পড়ে দেবব্রত সিংহের তেজ কবিতাটার কথা মনে পড়ল।

৪| ৩১ শে আগস্ট, ২০২০ রাত ১:৫৯

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: ভাষাগত পার্থক্যের জন্য কবিতা বুঝতে ব্যর্থ হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.