নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

কবিগুরুর বিয়েতে...

২০ শে জুন, ২০২০ রাত ১১:০৮

( **) কবিগুরু সহস্তে দাওয়াতপত্রখানা লিখিয়াছেন । অগ্রাহায়ন মাসের চব্বিশ তারিখ শুভ বিবাহ সুসম্পন্ন হইবেক.... ।
বিশ্বকবিকে নিয়ে লেখার যোগ্যতা আমার মতো অতিক্ষুদ্র মানুষের একেবারেই নেই । তথাপি, নেমন্তন্নপত্রটি আমাকে অবাক করেছে এই ভেবে যে, কবিগুরু নিজের বিয়েতে তিনি নিজেই দাওয়াত করেছেন ! ছড়ার বিষয় শুধুই কাল্পনিক । ছবি সমৃহ সূত্র : গুগল থেকে )।

অগ্রাহায়নের চব্বিশ তারিখ
রবিবারই নমস্তে,
আপন বিয়ের নেমন্তন্ন-
পত্র লেখা সহস্তে ।

কবিগুরুর 'জোড়াসাঁকোয়-
বাটিস্থ' সেই ভেন্যুটা,
ভেজ-ননভেজ থাকছে কিনা
রসনা তৃপ্তির মেন্যুটা ।

চলবে দুটো'য় আসব যখন
ঘড়ির কাটায় টিক- টিক,
জানাবোই'তো সন্দর্শন
শুভলগ্নে ঠিক ঠিক ।

মাছ- ভাত বাঙালির
প্রিয় যখন টপ খাবার ,
আমিষ হোক নিরামিষে
করতে পারি সব কাবার ।

গাঁয়ের বাড়ির জাঙ্গলার
লাল- সবুজের ডাগর পুই,
টেংরা-শোল- মিক্স ফিস
বিনাচাষের কচুর বুই ।

কচি পাঁঠার মাংস সাথে
দেশি আলুর ফালির দম,
তুলোপাঞ্জি বাসনাচালে
খাওয়া শেষে রসকদম ।

সবমেন্যুতে থাকছেনা'তো
'মায়ের' হাতের রান্নাটাই,
কবিগুরুর'তো 'মা' নেই
'মায়ের ছোঁয়া' পাননা তাই ।

=============

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২০ রাত ১১:২১

আমি তিতুমীর বলছি বলেছেন:


কবিগুরু কাকে নিমন্ত্রণ করেছিলেন? আর কবিতাটি কি আপনার লেখা নাকি সেই সৌভাগ্যবান ব্যাক্তির?
কিছুই বুঝতেছি না, যদি একটু খোলসা করতেন।

২০ শে জুন, ২০২০ রাত ১১:৪৭

আহমেদ রুহুল আমিন বলেছেন: দয়া করে নিমন্ত্রণপত্রটি দেখুন । কবিগুরু যাদের নিমন্ত্রণ করেছিলেন, তাদের তালিকা‘তো কোথাও পাওয়া যায়নি, সম্ভবত: কবিগুরুর ছিন্নপত্রাবলী থেকে শুধু নিমন্ত্রণপত্রটি সাক্ষ্য হিসেবে রয়েছে । আর কাল্পনিক বিষয়ে ছড়াটি খানিকটা রসবোধ নিয়ে আমারই লেখা । মন্তব্যের জন্য ধন্যবাদ ।
পূনশ্চ : আপনার কাছে এব্যাপারে কোন তথ্য থাকলে নির্দিধায় জানানোর অনুরোধ রইল ।

২| ২০ শে জুন, ২০২০ রাত ১১:৪২

রাজীব নুর বলেছেন: বুঝেছি। কিন্তু বেগ পেতে হয়েছে।

২০ শে জুন, ২০২০ রাত ১১:৪৭

আহমেদ রুহুল আমিন বলেছেন: অনেক ধন্যবাদ ।

৩| ২১ শে জুন, ২০২০ সকাল ১১:১১

পদ্মপুকুর বলেছেন: ইমপ্রোভাইজেশন ভালো হয়েছে। ছড়ার হাত ভালোই আপনার।

২১ শে জুন, ২০২০ রাত ১১:০৬

আহমেদ রুহুল আমিন বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য প্রদানের জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.