নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

।। পঞ্চগড় নামা ।।(**) - আহমেদ রুহুল আমিন ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৬

পাঁচমিশালি নামের বাহার
আছে পঁচাগড়ে /
পাঁচ - পাকোতে জাগার নামলা
দেখেন মজা করে ।
সবায় জানি পাঁচটা গড়ে
মিলে পঞ্চগড় /
'ভিতরগড়- 'মীরগড়'
আছে 'দেবনগর' ।
পঞ্চগড়ের 'রাজনগর'
'হোসেনদিঘীর গড়' /
এইডা পইছে ইন্ডিয়াত
আরহ আছে নগর !
'তেতুলিয়ার' 'আজিজনগর',
'বোদাত' 'ভাসাইনগর' /
ছিটমহলের নয়া নাম
পইছে ‘সিরাজনগর’ ।
এবার দেখেন নামলা কেনং
হামার জেলার ঠাঁট /
তেতুলিয়াত 'গছের' বাহার
পঁচাগড়ত 'হাট' ।
'খাটিয়াগছ', 'কাওরগছ'
আছে 'মুনিগছ' /
'মুর্খাগছ' , 'মালিগছ'
যায়না- 'গণাগছ' ।
'ময়নাগুড়ি', 'জামরিগুড়ি'
ওপার 'শিলিগুড়ি' /
'ধুবগুড়ি' ছিল্ সবমিলিয়ে
জেলা জলপাইগুড়ি ।
পঁচাগড়ত 'মডেলহাট'
পাশ্বত 'দেওয়ানহাট' /
গ্রামের নাম 'গলেহাহাট'
আরহ 'চাকলাহাট' ।
'বিরাজোত', 'বদিনাজোত'
'সাহেবীজোত' গেলে /
'খালপড়া','ডাঙ্গাপড়া',
'পতিপড়া' মিলে ।
'হাট'-'পড়া'- 'জোত' আছে যত
সদর উপজেলায় /
'পুর' আর 'বারোর’ বাহার দেখ
'আটোয়ারীত' মেলায় ।
'মির্জাপুর', 'কালিকাপুর'
আরহ 'বলরামপুর' /
'বারোঘাটি' - 'বারোআউলিয়া'
আছে 'লক্ষীপুর' ।
এবার দেখি 'বোদাত' হামার
কি নাম আছে দেশী /
'ময়দানদিঘী','নয়াদিঘী'-
দিঘীর বাহার বেশী ।
'ভিমপুকুরী', 'খাঁপুকুরী'
এইলাও দিঘীর নাম /
'বগদুরঝুলা', 'ব্যাংহারী' সব
বিদঘুটে নাম-গ্রাম ।
'শালডাঙ্গা','শিয়ালডাঙ্গা',
'হাজরাডাঙ্গা' আর /
'দেবীগঞ্জত' আছে ‘ডাঙ্গা’
‘গঞ্জের’ সমাহার ।
'কালিগঞ্জ','টেপ্রিগঞ্জ'
আরহ 'ভাউলাগঞ্জ'/
দেবীচৌধুরানীর বন্দর-
সদর দেবীগঞ্জ ।
‘পঞ্চরুপে’ - ‘পঞ্চগড়’
ছোঁয়ায় যাদুর কাঠি /
সরল মনের মানুষগুলা
দারুণ ‘পরিপাটি’ ।।
--------------
(**) পঞ্চগড় জেলার 'পঞ্চ নগর' বা 'পাঁচ গড়' এর সমাহার নিয়ে চমকপ্রদ নামকরণ বিষয়টির পাশাপাশি আরোও একটি মজার বিষয় পঞ্চগড়ের স্থানীয় ভাষায় তুলে ধরলাম ।

কয়েকটি শব্দার্থ : পঁচাগড়-পঞ্চগড়ের পুরোনো নাম । পাঁচ পাকোতে জাগার নামলা - পাঁচটি উপজেলার চতুর্দিকে জায়গার নাম গুলো । এইডা পইছে ইন্ডিয়াত- এটা ভারতে অবস্থিত । আরহ- আরো । কেনং-কেমন । বোদাত হামার -আমাদের বোদা উপজেলায় । এইলাও -এইগুলোও । জোত,গছ,হাট,পুর,পড়া,গুঁড়ি,পুকুরী, দিঘী,গঞ্জ, বারো - এলাকাভিত্তিক জায়গার/গ্রামের নাম । আটোয়ারীত মেলায় - আটোয়ারীতে মিলিয়ে ।যায়না 'গণাগছ' - 'গণাগছ' একটি গ্রাম, তেতুলিয়ায় এরকম আরো 'গছ' রয়েছে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
ছবি গুলো বেশি ভালো লাগলো।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৮

আহমেদ রুহুল আমিন বলেছেন: অনেক ধন্যবাদ ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.