নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

।। এলে- বেলে ।।

০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৩

আমরা ছিলাম একান্ন‘তেই অনেক মিলে ভাই বোন /
সেই মমতা - ভালবাসার তুলনা‘তো নাই এখন ।
জন্মেই যার ঔরশেতে পিতার মনতো শান্ত হয়/
মমতার সেই বন্ধনও কী সময়ে এসে ক্ষান্ত হয় !
আমরা ছিলাম এনালগে তোমরাতো ডিজিটাল /
ভার্চুয়ালেই ভালবাসা নিত্য তোদের বিজিতাল ।
সোনারোদে রুপোর ঝিলিক মনেই রঙ্গীণ কারুকাজ/
কিসের ভারে ন্যুজ হয়ে যায় আজকে মোদের ‘নায়করাজ’ !
বলতেতো আর দ্বিধা নেই রাখিতো খোঁজ –খবরই /
চির সবুজ নায়িকাতো ‘সুচিত্রা আর কবরীই’ ।
যমে মানুষে টানাটানি ‘বেলভিউ’ আর ‘ল্যাবএইডে’ /
ক্ষনেক মেলে আলোর দিশা একমাত্র ‘দেবএইডে’ !
ট্যাংকী ভরে আসলে যখন কী আর সময় পাইলেযে/
জীবনগাড়ির এই মিছে ক্ষণ শেষ হলো তা মাইলেজে !
আমিও‘তো বুড়ো হবো বুড়ো হবে ‘খোকনও’ /
এ ধারাতো অবিরাম থাকবেতো তখনও !!
----------------

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২২

রক্তিম দিগন্ত বলেছেন: কাব্যিক ছিলো। ভাল লাগলো।

২| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬

আহমেদ রুহুল আমিন বলেছেন: অনেক ধন্যবাদ ব্রাদার । ভাল থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.