নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় পাইলে ব্লগ লেখাটা এখন নেশায় পরিণত হয়েছে। ব্যাস্ততার ফাকে যারা আমার ব্লগ দেখেন তাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের অনুপ্রেরণা থাকলে নিশ্চই সামনের দিন গুলোতে লেখা চালিয়ে যাবো।

শিশির খান ১৪

বেস্ত সময়ের ফাঁকে যারা আমার ব্লগ পরেন তাদের সবাইকে ধন্যবাদ

শিশির খান ১৪ › বিস্তারিত পোস্টঃ

একেক বয়সে ঈদ এর আনন্দ একেক রকম

১৯ শে জুলাই, ২০১৫ দুপুর ২:১৩

ঈদ এর ছুটি কেমন উপভোগ করলেন ?অনেক আনন্দ করেছেন নাকি আর ১০ টি সাধারণ দিনের মতোই আরো একটি দিন পার করলেন তবে যে ভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে সবার আনন্দ মাটি হওয়ার পথে।রাস্তার পাশে নতুন কাপড় পরে ভিজা কাকের মতো দাড়িয়ে খুব বিরক্ত হয়ে ঈদ উদযাপন করছেন। আসলে একেক বয়সের ঈদ এর আনন্দ একেক রকম।কখনো মনে হয় ছোট বেলার ঈদ সব চে ভালো ছিলো আবার কখনো মনে হয় না যতো বয়স হবে ততো ঈদ এর আনন্দ বারবে। ছোট বেলার ঈদ এর সময় বাবা মা বা আত্তীয়দের দেয়া নতুন কাপড় পরে বাসা বাসা ঘুরে সালামি সংগ্রহ করা তারপর বন্ধু বান্ধব সবাই মিলে সেই সালামির টাকা দিয়ে কথাও যাওয়া কিছু খাওয়া এগুলোই ছিলো আনন্দের বিষয় কোনো দায়িত্ব ছিলো না শুধু আনন্দ আর আনন্দ। বয়স যতো বারছে আনন্দের মাত্রা আস্তে আস্তে কমছে হয়তো আবার যখন অনেক বয়স হবে তখন নাতি নাতনি ছেলে মে পুরো পরিবার নিয়ে ঈদ করাটা হবে আনন্দের।আসলে আনন্দটা নির্ভর করে আপনার নিজের উপর কিভাবে আপনি তা উপভোগ করবেন তার উপর। অনেকের কাছেই ঈদ উদযাপন মানে বাসায় বসে পুরো ঈদ এর ছুটিতে চুটিয়ে ঘুমানো।আবার অনেকের কাছে নানা রকম রান্না বান্না করে আত্তীয় স্বজনদের বন্ধু বান্ধবদের খোয়ানো হচ্ছে ঈদ এর আনন্দ। অনেকেই আবার ঈদ এর ছুটি পেলেই দেশের সুন্দর জায়গা গুলো ভ্রমণের উদ্দেশে ছুটে যান যেমন রাঙামাটি ,বান্দরবন ,খাগরাছরী ,কক্সবাজার ,সিলেট বা সুন্দরবন।এখন তো ঈদ এর সময় কক্সবাজার বা বান্দরবনে রুম পাওয়াটা আসলেই খুব কঠিন কাজ হয়ে দাড়িয়েছে। অনেকে আবার আড্ডা মেরে বিভিন্ন আত্তীয় বা বন্ধু বান্ধবের বাড়িতে ঘুরে ঈদ এর আনন্দ উপভোগ করে। আমি প্রতি বার অনেক আয়োজন করে ঈদ নাটক দেখে ঈদ আনন্দ উপভোগ করার পরিকল্পনা করি কিন্তু তা কোনো বার সফল হয় না যেমন ধরেন এই বারও প্রায় ৪০০ নাটক আসছে ঈদ এর সময় কিন্তু যে পিরিমান বিজ্ঞাপন বিরতি থাকে তাতে নাটক দেখার চে নিজের চুল নিজের ছিরাটাই উত্তম মনে হবে।এখন তো আবার ঈদ এর নাটক গুলো সাত বা আট পর্বের হয় এটা হচ্ছে নতুন বিরম্বনা সাত দিন ধরে এক নাটক দেখার ধৈর্য বা আগ্রহ কার আছে ভাই ?আসলে এখন মনে হচ্ছে youtube এ বসে নাটক দেখা বা গোটা একটা হিন্দি সিনামা দেখাই উত্তম হবে। তবে যারা মাঝ বয়সের বেচেলর তাদের জন্য এমন রোমান্টিক আবহাওয়াতে ঈদ উদযাপন করাটা আসলেই কষ্টের।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২৮

বুরহানউদ্দীন শামস বলেছেন: দুই-একটি শব্দের বানান ভুল দেখলাম..
বাকিটা ভালই লাগলো ।

১৯ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫০

শিশির খান ১৪ বলেছেন: ........ ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.