সেই কবিতা জন্মান্তর
পশুরাম মীরজাফর ঘটেশি বেগম
রিক্ত হাতে যেদিন তোমাকে হত্যা করলো !
ঠিক সেদিন আমার জন্ম হলো-
জন্ম হয়েছিল একটি জিয়া কবিতা।
এভাবে লক্ষ্যকোটি কবিতার জন্ম নিলো
যুগ যুগান্তর জন্ম জন্মান্তর হবে-
সেই বীর যার তুলা তুমিই !
আজ পশুরাম মীরজাফর ঘটেশিরা ভুমিকম্পে ভীত;
প্রস্ত্তত পাখির দুটি ঠোঁট বজ্রাবৃত্তিতে
কবিতার শ্লোগান মুখরিত হবেই-
শিখিয়ে দিয়েছো উড়াতে তুমি,
বিজয়নিশান-উড়াবোই
লাল সবুজের মাঝে থাকবেই চিরকাল-
জন্মনিয়ে... বাকিটুকু পড়ুন