তিনি আমাদের জাফর ইকবাল স্যার-মাটির মানুষ।কি সহজ সরল স্বিকারোক্তি।কোন ঘৃণা নেই ,আক্ষেপ নেই।আছে শুধু ভালোবাসা।
এই মানুষকে যারা ধর্মের নামে আঘাত করে ,আল্লাহও তাদের ক্ষমা করবেন বলে আমার মনে হয়না।এই কিছুক্ষণ পুর্বেই স্যার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তার চিরচেনা বিশ্ববিদ্যালয়ের পথে ছুটে চলেছেন।সেখানেই সাক্ষাত করবেন যেই মুক্তমঞ্চের কাছে ধর্মান্ধ কালো মানুষের হাতে আহত হয়েছিলেন।সেই মঞ্চে দাড়িয়েই আবার কথা বলবেন স্যার তার ছাত্রদের সাথে।
আমার মনে হয় তিনি আগের চাইতে আরো বেশি সাহসের সাথে তার কলম চালাবেন ছোট বড় সবার জন্য।স্বয়ং আল্লাহ তায়লা তার ভয় দুর করে দিয়েছেন তার মন থেকে।আল্লাহ যাকে স্বয়ং রক্ষা করেন ,কার এমন ক্ষমতা আছে যে তাকে হত্যা করতে পারে।আশা করি এখন থেকে তার চার পাশের মানুষগুলো আরো বেশি সতর্কতার সাথে তাকে ঘিরে রাখবে।আর তার বর্ডিগার্ড যদি দেওয়া হয় তাহোলে আশা করবো প্রফেশনাল দক্ষদেরকেই দেওয়া হব.
আল্লাহর কাছে প্রার্থণা করি জাফর স্যারকে আমাদের মাঝে আরো বহুদিন বাচিয়ে রাখুক আল্লাহ।উনি যেনো আরো হাজার হাজার জাফর ইকবাল সৃষ্টি করে যেতে পারেন।উনার অনেক কিছু দেওয়ার আছে বাংলাদেশকে।স্যারের ভাষায় এত সুন্দর একটা দেশে কত সুন্দর সুন্দর কাজ আছে করার ।তার ভাষায় সকল জঙ্গীরা যেনো অন্ধকার পথ থেকে ফিরে আসে।এবং দেশের জন্য কিছু করার চেষ্টা করে।ইচ্ছে করলেই তারা সেটা করতে পারে।
স্যার আপনি ভালো থাকুন ,আমাদের জন্য আরো বেশি বেশি করে লিখুন।মুক্তির আলো যেনো ছড়িয়ে পরে সারা বাংলা জুড়েঁ।আল্লাহ আপনার সহায় হোন।
Listen to Jafor iqbal sir.....
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৮