আমাদের দেশ,
আমাদের মুক্তিযুদ্ধ-
আমাদের স্বাধীনতা।
আমাদের বিজয়।
অথচ এই দেশে আমরা কেউ নিরাপদ নই।আমার বোন কলেজ থেকে নিরাপদে বাড়ি ফিরতে পারেনা।তাকে কান্নায় ভেঙ্গে পড়ে বলতে হয়,মুক্তিযুদ্ধের শ্লোগান দিয়ে যে দেশে যৌন নির্যাতনের স্বিকার হোতে হয়।সেই দেশে সে থাকবেনা,থাকবেনা,থাকবেনা।তার ছোট্ট মনে যে ধিক্কার জন্ম নিয়েছে-জানিনা তা থেকে সে বেরিয়ে আসতে পারবে কিনা।
একজন অদিতি ঠিকই উপলব্দি করতে পারে তার এই ভিবিষিকাময় সময়ের বর্ণনা`কে নিয়ে রাজণীতি হোতে পারে তাই সে তার কথাগুলো নিজের করে রাখে।এতটুকু মেয়ে চায়নি এটা নিয়ে কোন রাজণীতি হোক।অথচ যে দলের কর্মসুচির কারনে তাকে অপবিত্র করা হোলো সেই দলের সেক্রেটারি প্লাস মন্ত্রী বলেন এ দ্বায় দলের নয় ,শুধুই সরকারের।কোন বিবেকবান মানুষ এই কথা বলতে পরেনা।আপনাদের কর্মসুচির জন্য যে ঘটণার জন্ম হলো ,তাহোলে তার দ্বায় কার!
প্রধানমন্ত্রী যেভাবেই বলে থাকুক কথাটা ,আওয়ামি লীগের সবাইকে কেনা যায় শুধু তাকে ছাড়া।কথাটার যে গভীর মর্মার্থ আছে এই ঘটণা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো।জনাব,সেক্রেটারি সাহেব আপনাকে অনুকম্পা করে এই পর্য্ন্ত নিয়ে আসা হয়েছে।অস্বাভাবিক একটি সরকারের আমলের ভিডিও এখনও ইউটিউবে ঘুরে বেরাচ্ছে।যে কেউ চাইলেই দেখে আসতে পারে।আমাদের নেত্রী কিন্তু উপলব্দি করেছে বলেই তিরস্কৃত না করে আপনাকে পুরস্কৃত করেছে।পক্ষান্তরে আপনি দল ,সরকার বা সাধারণ মানুষের প্রতি সত্যিকারের দায়িত্বটি পালন করছেন কি?বুকে হাত দিয়ে অনুভব করার চেষ্টা করুন দয়া করে।
অদিতি,যদি আপনার কণ্যা,বোন বা অন্য কোন সম্পর্কের আত্মিয় হতো তখনও কি অবলিলায় বলতে পারতেন দায় শুধু সরকারে. দলের কোন দ্বায় নেই।আমার বিশ্বাস আপনিও আমাদের মত রক্ত মাংসের অনুভুতি সম্পন্ন একজন মানুষ।৭ই মার্চের ঘটণা আজ ১১ই মার্চও চলে যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেওয়ার পরও আমরা কোন আপডেট জানতে পারলামনা।একজন পুলিশ এখানে চমৎকারভাবে তার দায়িত্ব পালন করলো অথচ এখন তাকে পাওয়া যাচ্ছেনা।এটা কি বিশ্বাসযোগ্য কথা হলো!তারতো স্বেচ্ছায় এসে তদন্তে সহযোগিতা করার কথা।কারন তিনি গর্ব করার মত কাজ করেছেন ।তার`তো ভীত বা লজ্জিত হওয়ার কিছু নেই।সব কিছু স্বাভাবিক গতিতে চললে সরকরের ভাবমুর্তি মলিন না হোয়ে উজ্জল হওয়াই স্বাভাবিক ছিলো।
যে মহান নেতার ঐতিহাসিক কাজের সন্মান করতে যেয়ে এরকম একটি ঘৃণিত ঘটণা ঘটলো তার জন্য আপনি বা দল লজ্জিত না হোলেও আমি তার আদর্শের একজন ক্ষুদ্র সৈনিক হিসেবে চরম লজ্জিত হই।ঘৃণায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করে।এ লজ্জা কোথায় রাখবো জানিনা।
অদিতি ,আমাদের ভালোবাসার জন হারিয়ে যে দেশটি অর্জন করেছি সেই দেশে তোমার যথাযথ সন্মান না রাখতে পারার জন্য ক্ষমা করে দিও আমাদের`কে।আর তুমি মাথা উচু করে দাড়াও।আমরা তোমাকে স্যালুট করি তোমার দৃঢ় সাহসের জন্য।জেনে রেখো আমরা তোমার পাশেই আছি।ভালো থেকো বোন।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৮ সকাল ৭:০১