zafor Iqbal
আমি স্তম্ভিত ,
আমি হতবাক,
আমি নির্বাক-
আমি কিং কর্তব্য বিমূঢ়।
বাংলাদেশে যে কয়েকজন মুক্তবুদ্ধি-সম্পন্ন মানুষ আছেন ,তার মধ্যে জাফর ইকবাল স্যার অন্যতম।তিনি বাংলাদেশের তরুন,যুবক ও কিশোরদের মধ্যে আলোড়ন সৃষ্টি করার মত একজন মানুষ।মুক্তিযুদ্ধ,মুক্তিযোদ্ধা -আমাদের স্বাধিনতার পক্ষের ১জন স্বাধিনচেতা মানুষ।আমার এই সামান্য ক্ষুদ্র জিবনে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অকৃতিম শ্রদ্ধা ও ভালোবাসা কারো মধ্যে খুজে পাইনা।জাফর ইকবাল স্যার সত্যিকার অর্থেই ১জন আদর্শ মানুষ বলে অন্ততপক্ষে আমার মনে কোন দ্বিধা বা সংকোচ নেই।
এত বড় মাপের একজন মানুষের জন্য সামান্য নিরাপত্তা দেওয়ার শক্তিও কি নেই আমাদের প্রিয় বাংলাদেশের।আমরা আমাদের নিরাপত্তা হারিয়ে বসে আছি অনেক পুর্বেই।আমরা মুক্তকন্ঠে আমাদের গৌরবের ইতিহাসের কথা বলতে পারিনা।আমাদেরকে নাস্তিক হয়ে যেতে হয় দেশের পক্ষে ও সাধারন মানুষের পক্ষে কথা বলার জন্য।যে মুক্তিযুদ্ধ না হোলে এই দেশের জন্মই হতোনা,সেই কথাই বলতে পারিনা আমরা।আমরা আমাদের কত প্রিয়জনকে হারিয়েছি এই দেশের জন্য।তার বিনিময়ে আমরা তেমন কিছুইতো চাইনি ।একজন মানুষের কাছে তার জিবনের চাইতে প্রিয় কিছুই হোতে পারেনা।সেই জিবনকে উৎসর্গ করে গিয়েছেন আমাদের পুর্বপুরষ।তার বিনিময়ে সামান্য কোটা-র বিরুদ্ধে যখন কথা বলে কেউ কেউ ,আমি খুবই লজ্জিত হই।সেই দেশে ড.হুমায়ুন আজাদদের বেচে থাকার অধিকার কেড়ে নেওয়ার পরেও আমাদের চৈতণ্য ফেরেনা।এর চাইতে লজ্জার আর কিছু কি আছে!রাজিব থেকে শুরু করে অভিজিৎ পর্যন্ত ,জানিনা আরো কত জনকে হারাতে হবে আমাদেরই রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে।
অনুগ্রহ করে এবার অন্তত চোখ মেলে একটু তাকান আমাদের দিকে.।এখনও যদি সেই চেতনা না ফেরে তাহোলে এমন একদিন আসবে যখন আপনাদের পাশে দাড়ানোর জন্য কাউকে খুজে পাবেন-না।আমাদের মত নির্বোধরা আপনাদের ক্ষমতারোহনের জন্য পথ সৃষ্টি করবেনা।আমাদের খুব বেশি চাওয়া নেই-পাওয়ারও কিছু নেই।শুধু আমাদের কথা বলার অধিকারটুকু থাকুক অন্ততপক্ষে।আখেরে সেটা আমাদের চাইতে আপনাদেরই বেশি উপকারে লাগবে বলে আশা করি।
জাফর স্যার ,ভয় পাবেন-না ,আমরা অতি ক্ষুদ্র অংশ হোলেও আমাদের সবচাইতে প্রিয় জিবনটুকু নিয়ে আপনাদের পাশে আছি,ছিলাম এবং থাকবো।আবার নতুন উদ্দমে আরো বেশি শক্তিশালি হয়ে আমাদের মাঝে ফিরে আসুন ,এই শুভ কামনা থাকলো।
আগামি ২৪ ঘন্টার মধ্যে এর দৃস্টান্তমূলক সমাধানের প্রত্যাশা করছি বর্তমান প্রশাসনের কাছ থেকে।আর কেউ যেনো আলোর দিশারিদের দিকে ক্ষুদ্ধ-দৃষ্টিতে তাকাতে না পারে তার জন্য যথা উপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করুন।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৮ ভোর ৬:৫৪