" তুমি আর আমি-৪৯"
কত বন্ধুর পথ,কত জটিল
সমীকরণে, দাঁড়িয়ে রয়েছি ঠাঁয়,
তুমিও আছ,আমিও আছি,আজও
সেই গল্পের আঙিনায়।
যে গল্পের শুরু তে ছিলো না কোনো ভুল,
ছিলো না কোনো পাপ,শুধু ভালোবাসা
ছিলো দুটো হ্রদয়ের গভীরে। জানিনা, কে
কখন,কাকে হারিয়ে ফেলি
একেবারে চিরতরে।
স্মৃতির আল্পনায় আজও জেগে
আছে মায়াবী সেই অভিমান,
ধরনীর তলে,অসহায় বলে
এসেছে কত লাঞ্চনা,অপমান।
মাঝে সাঝে এখনো সেই যাতনা
গুলো আমায় দগ্ধ করেনা যে
তা নয়,বেরশিক স্মৃতিরা তখন
আলগোছে মনে করিয়ে দেয় আমার
হৃদয়ের রক্তক্ষরণ।
কত শত ব্যথা,কত জটিল ব্যকরণ,
কত ত্যাগ, কত ব্যকুলতা, কত টেনশন,
সব পিছনে ফেলে হাত
রেখেছি নতুনের সন্ধানে।
সুখে-দুঃখে, মানে- সন্মানে, অভাবে-অনটনে
হারিয়ে যাইনি ধুলোর আস্তরে। মুখোশের আড়ালে
কত অযাচিত মুখ এগিয়ে এসেছে
অসন্মানে আর অপমানে।
পারেনি ভাঙতে সেই দৃঢ়তা, সেই
শক্তি, সেই মনোবল, লক্ষস্থলে এগুতে
পেরেছি দু' জনে।
যা আজও শ্বাস ফেলছে সফল জীবনের
সেরা জয়গানে।
--------------
জিনাত নাজিয়া
১৩-১২-২৪.
,