somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমা করো মা'মনি

১৩ ই মার্চ, ২০২৫ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন অনেক রাত। বিছানায় শুয়ে শুয়ে আইপ্যাডে নিউজ পড়ছিলাম আর সেহরির অপেক্ষা করছি। মাগুরার ছোট্ট শিশুটির হাসপাতালে জীবন-মরন যুদ্ধের খবর বিভিন্ন পত্রিকায় দেখছিলাম। মন থেকে চাইছিলাম মেয়েটি সুস্থ হয়ে যাক।

আমার সে আশা পূরণ হয়নি, ছোট্ট শরীরে ঘৃণ্য পশুর থাবার আঘাত নিয়ে বারবার কার্ডিয়্যাক এ্যারেস্ট করতে করতে মেয়েটি শেষ পর্যন্ত চলেই গেল চির নবান্নের দেশে। যাক, অন্তত ওখানে আর কেউ ওকে খাবলে খেতে আসবে না। এক দিকে ভালোই হয়েছে, এই নষ্ট দেশ, সমাজ আর অসভ্যতার মাঝে বেঁচে না থেকে ও বিদায় নিয়েছে। যাবার আগে ওর ছোট্ট বুকে যে ধিক্কার ও অভিমান নিয়ে গেল তা অভিশাপ হয়ে আসবে বার বার আমাদের জীবনে। এটাই আমাদের পাওনা ছিলো। আসুক, অভিশাপে বিলীন হয়ে যাক সবকিছু। প্রচণ্ড বানের তোড়ে ভেসে যাক এই দেশ, ঘূর্ণিঝড়ের প্রলয়ে চুরমার হোক সবার ঘর-বাড়ি, অন্তত নষ্ট মানুষগুলো কু-কীর্তি করার চিন্তা বাদ দিয়ে নিজের প্রাণ নিয়ে দৌড়ের উপর থাকুক। এটাই আমাদের প্রাপ্য।

যেখানেই থাকিস না কেন, মা'মনি পারলে আমাদের ক্ষমা করে দিস। ক্ষমার যোগ্য আমরা নই, তবুও নতজানু হয়ে বার বার ক্ষমা চাইতেই থাকি তোর কাছে। ওপারে অনেক ভালো থাকিস মা'মনি।

সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৪০
৯টি মন্তব্য ৬টি উত্তর

১. ১৩ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খবরটা শুনে চোখ দিয়ে পানি এসে গেছে :( ধর্ষকের বিচার হবে কী না কে জানে

১৩ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: জানোয়ারটার ফাঁসি না হলে রাস্তায় আবার নামবো। X((

২. ১৩ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: নামা উচিত। প্রতিবাদ করা উচিত আমাদের

১৩ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: নিঃসন্দেহে। এভাবে এই সমাজল চলতে পারে না। বার বার এই জাতীয় অপরাধ করে পার পাওয়ার ইতিহাস ঘৃণ্য, এটা বন্ধ করতেই আমাদের এক হতে হবে। চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

৩. ১৩ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:২৬

শাহ আজিজ বলেছেন: আমি টি ভি শুনছি আর লিখছি , হটাত আমার হাত থেমে গেলো , টি ভিতে শিশুটির মৃত্যু খবর প্রচার হচ্ছে । আছিয়া খুব নাড়া দিয়ে আমাদের কাদিয়ে চলে গেলে । এতক্ষন শুয়ে ছিলাম , ভাল নেই আমি ।

১৩ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:৩০

লেখক বলেছেন: আমিও ভালো নেই, মেয়েটা কত কষ্ট পেয়েই না চলে গেল! অসহ্য।

৪. ১৩ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:২৭

আহলান বলেছেন: নিরাপদ থাকুক সকল মানুষ , এটাই ছিলো প্রত্যাশা ... কিন্তু সে প্রত্যাশা পুরণ হয় না ... শিক্ষা ব্যবস্থার রাজনীতিকরণে প্রকৃত শিক্ষার অভাবে সমাজে যে ক্ষত সৃষ্টি হয়েছে, তারই মাশুল দিলো ছোট্ট শিশুটি।

১৩ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন: সত্যি কথা বলতে কি! আমার ভেতরে এখন আর কোন যুক্তিই কাজ করছে না। ঐ জানোয়ারকে এই দুনিয়া ছাড়তে হবে, বাংলার মাটিতেই ওর বিচার হতেই হবে। এর আগে আর কোন কিছু আমি ভাবতে নারাজ। মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন।

৫. ১৩ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:৩১

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশে মানুষের জীবন খুব সস্তা। প্রতিদিন অন্তত বিভিন্ন ভাবে ১০-২০ জন লোক সারাদেশে মারা যায়। তন্মধ্যে যেগুলো বিভৎস ঘটনা সেগুলো আমাদের মনে দাগ কাটে। কিন্তু আগামীকাল এর চেয়ে ভয়াবহ কিছু ঘটলে আমরা আজকের ঘটনা ভুলে যাবো।

১৩ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: ভুলে যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু যেটা স্বাভাবিক নয় সেটা হলো এই রকম নরপশুর কারনে একটা ছোট্ট বাচ্চার এভাবে চলে যাওয়া। জীবন সস্তা, সন্দেহ নেই তবে কিছু কিছু ঘটনাকে স্বাভাবিকভাবে দেখার অবকাশ নেই। ধন্যবাদ।

৬. ১৩ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
প্রকাশ্যে ফাঁসি কার্যকর করা হলে কি মানবাধিকার লঙ্ঘন হবে ?

১৩ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: না, বাংলাদেশের মাটিতে প্রকৃত মানবাধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ রচনা হবে। ধন্যবাদ।

৭. ১৩ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:২২

নতুন বলেছেন: আমাদের ডানার বয়স ৯ বছর। খবরটা শুনে চোখে পানি চলে এলো।

মানুষ কিভাবে একটা শিশুকে ধর্ষন এবং হত্যা করতে পারে সেটা মাথায় ধরেনা।

আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের এটা যে বড় একটা অন্যায় সেই বোধটুকু নেই। তারা নিরিবিলিতে কোন নারীকে পেয়েছে সে দূবল তাকে জোর করলে পরে সমস্যা হবেনা তাই তার উপরে হামলে পড়ে। :|

কিভাবে এই পশুত্ব দুর করা যাবে সেটা মাথায় আসেনা। সমাজের বিরাট একটা অংশই নারীদের দূবলতার সুযোগ নেয়।

সম্ভবত ৫% ধর্ষনের খবর মানুষ জানতে পারে। সুধুই যারা আহত হয় বা মানুষ জেনে ফেলে।

বাকিরা সমাজে বদনামের ভয়ে চেপে যায়। এমন কি পরিবারের মাঝে হলে অনেক সময় পরিবার থেকেই চেপে যেতে বলে। :|

৮. ১৩ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:০৬

রাসেল বলেছেন: সাধারণ মানুষরা এই অপরাধে নিজেকে অপরাধী ভাবতেছি। কিন্তু অপরাধীরা নিজেদের নিষ্পাপ ভাবতেছে। এই দুষ্টচক্রকে জানোয়ার বললে, জানোয়ারদের অপমান করা হয়। জানি এদের কোনো বিচার হবে না, আইনজীবীরা দলে দলে যোগ দিবে বিচারালয়ে দুষ্টচক্রের পক্ষে লড়াই করার জন্য, সমাজের কিছু লোক এদের ফুলের মালা দিয়ে বরণ করবে। যেখানে মাথা পঁচে গেছে, সেখানে দেহ পঁচাটা স্বাভাবিক, অপেক্ষা শুধু ধ্বংসের জন্য।

ক্ষমা করো মা'মনি।

৯. ১৩ ই মার্চ, ২০২৫ রাত ৮:৩১

কথামৃত বলেছেন: আদালতে সাধারণত তাকে ব্যাভিচারিনী হিসেবে দেখানো হয়! তখন মা-বাবা বলেন ''চুপ করে থাক। দু'দিন গেলে সবাই সবকিছু ভুলে যাবে । '' এই তো আমাদের সমাজ

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদের রক্তের ওপড় দাঁড়িয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইফতার পার্টি!!!!!!

লিখেছেন ঢাবিয়ান, ১২ ই মার্চ, ২০২৫ রাত ৮:৩৭



মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রথমবারের মতো ফ্যাসিবাদবিরোধী রাজনীতিবিদ, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, আলেম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতারের আয়োজন করেছে নতুন এই দলটি। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

তোমার শুধুই ভালো হোক...

লিখেছেন অপলক , ১২ ই মার্চ, ২০২৫ রাত ৯:২৬


তোমার হাতটা ধরে সাগর পাড়ে হাটার শখ
না বলা কথার, আজ থেকে মৃত্যু হোক।

জানিনা, তোমার নানান বাহানায়
আমার জায়গাটা ছিল কোথায়?

তোমার সব গোপন, গোপন থাকে
আপন ভাবেছি আমি, কি এক ঘোরে।

বুঝিনি, তুমি... ...বাকিটুকু পড়ুন

কামাল আতাতুর্ক: ইতিহাসের মহান সংস্কারক, যার মতো নেতা আজ বাংলাদেশে দরকার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই মার্চ, ২০২৫ রাত ১০:৩৪


কিছু মানুষ থাকেন, যারা কেবল ইতিহাসের অংশ নন—বরং ইতিহাস গড়ে দেন। কামাল আতাতুর্ক তেমনই একজন নেতা, যিনি শুধু তুরস্ককে নয়, গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন, কীভাবে একটি পশ্চাৎপদ, ধর্মান্ধ রাষ্ট্রকে আধুনিক,... ...বাকিটুকু পড়ুন

কামাল আতাতুর্ক: ইসলামী তাহযীব-তামাদ্দুন ও স্বকীয়তা ধ্বংসকারী এক বিতর্কিত শাসক

লিখেছেন নতুন নকিব, ১৩ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৪২

কামাল আতাতুর্ক: ইসলামী তাহযীব-তামাদ্দুন ও স্বকীয়তা ধ্বংসকারী এক বিতর্কিত শাসক

তুরষ্কের বিখ্যাত আয়া সোফিয়া মসজিদের ছবিটি অন্তর্জাল থেকে সংগৃহিত।

মুস্তাফা কামাল আতাতুর্ক (১৮৮১-১৯৩৮) তুরস্কের ইতিহাসে এক প্রভাবশালী ও বিতর্কিত ব্যক্তিত্ব। তিনি... ...বাকিটুকু পড়ুন

×