৫২-"যদি ভুলে যাও"
যদি ভুল করে ভুলে যাও কোনোদিন
চলে যেও নিজের মতন করে,
শুধু রেখে যেও, কিছু স্মৃতিরা যেখানে
আলগোছে তোমায় ধরে রেখেছিল
আমার না বলা কথায়।
ড্রয়ারের সবকিছু নেয়ার সময় যদি
ভুল করে রেখে যাও দু চারটি কাপড়।
আমি কঠিন ভালোবাসায় আগলে
রাখব আজীবন, তোমার গায়ের গন্ধে
ডুবিয়ে দেব আমার সবটুকু স্বাচ্ছন্দ,
যেখানে তোমাকেই ফিরে পাব বারবার।
তোমার পায়ের চপ্পল, মোজা,
জুতো জোড়াও রেখে যেও।
রেখে যেও তোমার রংচঙয়ে
বেরশিক টাওয়েলটাও। ওগুলোর
এখন আর প্রয়োজন নেই তোমার।
কারন, তুমিতো এখন শ্বাস ফেলছ
নতুনত্ত্বের অহেতুক জিঘাংসায়।
ফুল ফুটুক আর নাইবা ফুটুক
আমি ভেসে বেড়াব আমার আরাধ্য
বসন্তের দোরগোড়ায়।
আমার ভালোবাসার শব্দেরা
হাহুতাশ না করে চুপচাপ জেগে থাকবে রাতের নির্জনতায়,
ঘুমের ঘোরে তোমার শ্বাস প্রশ্বাসের
সাথে ঝিমিয়ে থাকবে স্বপ্নীল
এক গভীর মুগ্ধতায় ।
--------------
জিনাত নাজিয়া
--------------
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩৮