"এই শহরের মুখ"
অদ্ভুত এক আঁধারে ছেয়ে গেছে
এই শহরের মুখ। প্রচন্ড ঝড় আর
বৃষ্টিঝরা বিষন্নতায়,
আমার প্রানপ্রিয় এ শহরের
অশ্রুপাত, বারবার কেন যেন
ভেঙে পরে বারুদের গন্ধে,
স্বার্থান্বেষী,ভয়ানক ক্ষমতা
লোভীদের কঠিন নির্মমতায়।
সে নিজেও জানেনা চুপিসারে
কখন জানালায় প্রজাপতি,
ফুলের পাপড়ি, চড়ুই দম্পতিরা আছড়ে
পরে দুরন্ত বাতাসে।
সে কী পারবে ওদের নিপীড়ন,কম্পমান তাড়না
লুকিয়ে রাখতে?
প্রত্যুষের কর্কশ কাকের ডাক,
নাবালক মৃত্যুর উৎসবের ভয়ানক
রক্তচক্ষু উপেক্ষা করে,
বুলেট বিদ্ধ ঘাতকের যন্ত্রণা সহ্য করে,
পারবেতো ফিরে যেতে
সেই সত্যের সন্ধানে, অথবা কোনো
আন্দোলিত মৌমাছির গুঞ্জনে?
যেখানে আজও মাছরাঙা,
সোনালি ডানার চিল, চড়ুই
দম্পতিরা চেয়ে আছে নিরাপদ
আশ্রয়ের সন্ধানে?
হয়তো সুদিন ফিরবে, ফিরে পাব
আমরা বাক্ স্বাধীনতার অধিকার।
অস্থির ধর্ষকের চোখ রাঙানি মুছে
দেবে ধর্মের অঙ্গীকার।
মুখচোরা গলিতে দুরন্ত ছেলেরা
খেলায় মত্ত হবে।
যত চোর, বদমাস, মুনাফাখোরদের
আস্ফালন, তিলোত্তমা ঢাকা অবশ্যই
একদিন বদলে দিবে।
এ আমার দৃঢ় বিশ্বাস।
--------------
জিনাত নাজিয়া।
৩/৮/২৪ ইং।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৩