" আমার স্বপ্নের রাজকুমার "
পাখির ঠোঁটে লিখে দিলাম
ভালো লাগার গান।
বুঝবে কী তুমি? নামতো দেইনি,
থাক, না বোঝাই ভালো। বুঝলে
যদি হারিয়ে ফেলি, এ ভাবেই
থাক চিরদিন।
সেই যে তুমি বুকের ভিতর,
কিশোর বেলায় লুকিয়ে ছিলে,
হয়ে রাজকুমার।
লক্ষ মুখের ভীড়ে তোমায় পাইনি
খুঁজে আর।
যখন তুমি সামনে এলে
বিকেল ছিলো গোধূলি বেলায়।
ঝরাপাতা অবলীলায় বেলাশেষের
গান গেয়ে যায়।
তোমার সাথে এখন আমার
প্রায়ই দেখা হয়, তবে
একটু ভিন্নভাবে ভিন্নরকম
আলাপচারিতায়।
এইতো আমার পরম পাওয়া,
চাইনা কিছু আর।
সারাজীবন এভাবেই পাশে থেক,
হয়ে রাজকুমার।
কে বলেছে তোমায় আমি
পাইনি আপন করে?
বসে আছ চুপটি করে
হ্রদয়, প্রান জুড়ে।
যেদিন তুমি বললে আমায়,
বন্ধু হয়ে থাকবে চীরদিন।
সত্যি আমার সেদিন যেন, ছিলো
একটা শুদ্ধতম দিন।
জীবন যখন যাবে চলে, প্রান
রবেনা দেহে।
শুধু তখন তোমার ছুটি হবে,
আমার হ্রদয় থেকে।
--------------
জিনাত নাজিয়া।
১১-৬-২৪ ইং
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০২৪ দুপুর ২:২০