হরতাল এর দিন। আসেন প্রথম আলো পড়ি।
প্রথম পৃষ্ঠায় আছে , বিএনপি নেতারা আত্নগোপনে
- ভুল টাইটেল। টাইটেল হওয়া উচিত ছিল। খালেদা জিয়া অবরুদ্ধ।
ছবিটা দেখেন। একটা বাস এ আগুন জলতাছে –সবাই মিলে ছবি তুলতাছে। হায়রে জাতি।আগে আগুন নিভা। তার পর ছবি তুল।
আর একটা নিউজ । ১৫ ফেব্রুয়ারি নিরবাচন দিবে কিনা ভাবতাছে ইসি (পড়েন আওয়ামি লিগ)
চলেন চলে যাই, ১৭ পৃষ্ঠায় । বর্তমান সরকার এর অধীনে নিরবাচন করবে তরিকত।
খুবি ইন্টেরেস্টিং সংবাদ যা ১৭ পৃষ্ঠায় না, প্রথম পৃষ্ঠায় থাকা উচিত ছিল। তরিকত ফাউন্ডেশান যার সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারি –উনি কিন্তু সরকার এর ইম্পরট্যান্ট একটা গুটি। সরকার যে নিরবাচন করবে, তাতে তাদের একটা প্রডাকট মিক্স লাগবে। একটা বিএনপি ভাঙ্গা গ্রুপ, একটা ইসলামি গ্রুপ, একটা এরশাদিয় গ্রপ, কিছু ভামপন্থি।
নির্বাচন তাইলে হইতাছে। ১৫ ফেব্রুয়ারি।
চলেন যাই, লাসট পৃষ্ঠায় । ঢাকা চট্টগ্রাম এর রেল সূচি ভেঙ্গে পরছে।
বিএনপি নেতাদের প্রতি রিকুয়েস্ট। যদি চার দিন হরতাল দেন, ত আমাদের হরতাল এর আগের দিন একটু গুছায় নিতে দেন। হরতাল এর ডাক দিয়া, তার আগের দিন ভাংচুর কইরা আমাদের জীবন যাত্রা পুরো ডিজ্রাপ্ট করে দিয়েন না। এইটা খুব অন্যায় এবং মানুষের প্রতি এত কম অনুভুতি নিয়ে রাজনিতি করা গুনা।
প্রথম পেজের নিচে দেখেন, প্রথম আলোর নতুন স্লোগান পথ হারাবেনা বাংলাদেশ।
পোশাক শ্রমিকদের কে নিয়া কিছু স্তুতি গাইল। আমাদের মধ্যবিত্ত মানসিকতায় এই অনুভুতি টা খুব টানে- আহারে গার্মেন্টস এর গরিব মেয়ে গুলা!
কিন্তু, অরা যখন রাস্তায় দাড়ায় মজুরি বৃদ্ধির জন্যে পুলিশের মাইর খায়, তখন আমরা তাদের সাথে থাকিনা, বিরক্ত হই । রানা প্লাজাতে যখন এত গুলো মানুষ মরল আমরা অনেক কানছি –কিন্তু এরপর যখন এত দিনেও একটা মানুষ ও তাদের ক্ষতি পুরন পাইল না, আমাদের গোল্ডফিশ মেমরি সব ভুলে গেছি।
কিন্তু যেই, মেয়েটারে মডেল বানাইলো তারে দেখেন ?
Click This Link
এই রকম পালিশ দেয়া মুখ, বিবিএ, এমবিয়ে টাইপ মায়ারে একটা টিন এর টিফিন ক্যারিয়ার ধরায় দিয়া গার্মেন্টস কন্যা বানায়া দিলা ? হায়রে প্রথম আলো –একটা ন্যাচারাল মডেল ও দিতে পারলানা। আমরা দ্রাবিড় গোষ্ঠীর জনগণ, আমাদের স্কিন শ্যেমলা/কালা – ফর্সা না। নিজেদের নিয়া এত হিন্মন্যাতে কেন ?
চলেন, খেলার সংবাদে যাই। সিদ্দিকুর দিল্লি ওপেন এর শীর্ষে। সিদ্দিকুর ছেলেটাই হইল আসল বাংলাদেশ। একটা গলফের ক্যাডি সে, তার নিজের চেষ্টায় পরিস্রম করে আজকে বিশ্বের বুকে বাংলাদেশ কে প্রতিনিধিত্ত করতাছে- প্রকৃত সিন্ডারেলা স্টোরি। এইটা টুর্নামেন্ট কিন্তু সিদ্দিকুর এর জন্যে এর দ্বিতীয় ওপেন শিরোপার হাতছানি। দোয়া কইরেন, ছেলেটার জন্যে।
চলে যাই বিনোদন এর পাতায়। আমাদের লাক্স চ্যেনেল আই এর সেরা সুন্দুরির স্বপ্ন – শাহরুখের সাথে অভিনয় করতে চান। মাশাল্লাহ।
এইভাবেই, আমাদের মনে হিনমন্যতা ঢুকায় দেয় প্রথম আলো – আমাদের শিল্পিদের জীবনের সরবোচ্চ স্বপ্ন ভারতীয় স্টার এর সাথে অভিনয় করা । আপনার জিবনের স্বপ্ন হবে, শাহরুখ যেই সাবান মাখে তা ব্যবহার করা, সাল্মান খানের ডাবুর মধু খাওয়া ,চ্যবন ব্রাশ খেয়ে পায়খানার রাস্তা পরিস্কার রাখা, গোবিন্দর সন্ধি সুধা মেখে হাঁটুর জয়েন্ট এর রোগ সারানো।
১৩ পৃষ্ঠায় আছে সুখবর। খেলাপি ঋণ আরও বাড়ছে। এই বছরের জুন থেকে, সেপ্টেম্বারে ৪০০০ কোটি টাকা খেলাপি ঋণ বাড়ছে – বলেন, আলহামদুলিল্লাহ। শেখ হাসিনার সরকার, বারবার দরকার।
উপসম্পাদকিয় তে আছেন,একজন ভামপন্থি রাসেদ খান মেননের তেল। এইটা কধুর তেল থেকে বেশি উত্তম, সর্বরোগ এর মহৌষধ। এই তেল পড়ে, তৈলাক্ত না হইলেও চলবে। গায়ে দুর্গন্ধ হবে।
তার চেয়ে বরং, ঢাকা মেট্রপলিটান পুলিশ এর হরতাল সম্পর্কে করনিয় ছাপাইছে ১১ পৃষ্ঠায়। সেইটা পড়েন। আখেরে কাম দিবে।
সেই খানে বলছে, হরতালকালিন সন্ত্রাসীর কর্ম কাণ্ড মোবাইলে রেকর্ড করে ইউটিউবে দেয়ার পরামরশ।
আমি ইম্প্রেসড মেট্রোপলিটান পুলিশের স্মার্টনেসে। গুড। ।
এখন একটা ধান্দার খবর দেই।
মেট্রোপলিটান পুলিশের পরামর্শে বলা হইছে, বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান , পেট্রোল পাম্প সব জায়গায় সিসিটিভি স্থাপন করতে। এইটা এখন একটা বড় ব্যবসা হবে।
প্রতিটা দুর্যোগে কারো কারো পউষ মাস হয়। ব্যবসা যদি মন্দা যায় ত চায়না থেকে এক কন্টেইনার সিসিটিভি ইম্পরট করেন, চুটায় ব্যবসা করতে পারবেন।
যদি লাভ করেন ত , কন্সালটেন্সি ফি হিসেবে, আমার মোবাইলে কিছু টাকা বিকাশ কইরা দিয়েন :প